IPL 2021: ‘মরুশহরে মহাযজ্ঞ’ জেনে নিন কবে, কখন এবং কীভাবে দেখবেন আইপিএলের ম্যাচ

IPL 2021 LIVE Streaming: কাল দুবাইতে শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের আইপিএল (IPL)। তার আগে জেনে নিন কবে, কখন, কোথায় দেখতে পাবেন আইপিএল-১৪-র বাকি ম্যাচগুলি।

IPL 2021: 'মরুশহরে মহাযজ্ঞ' জেনে নিন কবে, কখন এবং কীভাবে দেখবেন আইপিএলের ম্যাচ
IPL 2021: 'মরুশহরে মহাযজ্ঞ' জেনে নিন কবে, কখন এবং কীভাবে দেখবেন আইপিএলের ম্যাচ
Follow Us:
| Edited By: | Updated on: Sep 18, 2021 | 3:43 PM

দুবাই: এক বছর পর গত এপ্রিলে দেশের মাটিতে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) আসর। কিন্তু করোনার কোপে মাঝপথেই স্থগিত হয়ে যায় আইপিএল-১৪। আবার এক বার শুরু হতে চলেছে আইপিএলের দ্বিতীয় পর্ব। তবে এ বার আর দেশের মাঠে নয়। গত বারের সফল আইপিএলের মতো এ বারের আইপিএলের বাকি অংশ সম্পন্ন করার জন্য বেঁছে নেওয়া হয়েছে মরুশহরকেই। আগামীকাল থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের আইপিএল। গ্যালারিতে ফিরতে চলেছে দর্শকও। তবে ভারতে থাকা আইপিএলপ্রেমীদের ভরসা টেলিভিশন, মোবাইল ফোনেই। ফলে জেনে নিন কবে, কখন, কোথায় দেখতে পাবেন আইপিএল-১৪-র বাকি ম্যাচগুলি।

ভারতে টেলিভিশনে আইপিএল (IPL) লাইভ ম্যাচ দেখা যাবে কোন চ্যানেলে?

আইপিএল-২০২১ এর বাকি থাকা সবকটি ম্যাচ ভারতে স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, এবং স্টার স্পোর্টস ৩ এবং স্টার স্পোর্টস ৩ এইচডি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

অনলাইনে কোথায় দেখা যাবে আইপিএলের লাইভ স্ট্রিমিং (Live streaming)?

ভারতে অনলাইনে আইপিএল-১৪-র লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার ও জিও টিভিতে।

এক নজরে দেখে নিন আইপিএলের পূর্ণ সময়সূচি, ভেনু, ফিক্সচার…

১. চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (১৯ সেপ্টেম্বর) (সন্ধ্যে-৭.৩০) দুবাই ২. কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (২০ সেপ্টেম্বর) (সন্ধ্যে-৭.৩০) আবু ধাবি ৩. পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস (২১ সেপ্টেম্বর) (সন্ধ্যে-৭.৩০) দুবাই ৪. দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ (২২ সেপ্টেম্বর) (সন্ধ্যে-৭.৩০) দুবাই ৫. মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স (২৩ সেপ্টেম্বর) (সন্ধ্যে-৭.৩০) আবু ধাবি ৬. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংস (২৪ সেপ্টেম্বর) (সন্ধ্যে-৭.৩০) শারজা ৭. দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস (২৫ সেপ্টেম্বর) (বিকেল-৩.৩০) আবু ধাবি ৮. সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংস (২৫ সেপ্টেম্বর) (সন্ধ্যে-৭.৩০) শারজা ৯. চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স (২৬ সেপ্টেম্বর) (বিকেল-৩.৩০) আবু ধাবি ১০. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্স (২৬ সেপ্টেম্বর) (সন্ধ্যে-৭.৩০) দুবাই ১১. সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস (২৭ সেপ্টেম্বর) (সন্ধ্যে-৭.৩০) দুবাই ১২. কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস (২৮ সেপ্টেম্বর) (বিকেল-৩.৩০) শারজা ১৩. মুম্বই ইন্ডিয়ান্স বনাম পঞ্জাব কিংস (২৮ সেপ্টেম্বর) (সন্ধ্যে-৭.৩০) আবু ধাবি ১৪. রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (২৯ সেপ্টেম্বর) (সন্ধ্যে-৭.৩০) দুবাই ১৫. সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংস (৩০ সেপ্টেম্বর) (সন্ধ্যে-৭.৩০) শারজা ১৬. কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস (১ অক্টোবর) (সন্ধ্যে-৭.৩০) দুবাই ১৭. মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস (২ অক্টোবর) (বিকেল-৩.৩০) শারজা ১৮. রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস (২ অক্টোবর) (সন্ধ্যে-৭.৩০) আবু ধাবি ১৯. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম পঞ্জাব কিংস (৩ অক্টোবর) (বিকেল-৩.৩০) শারজা ২০. কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (৩ অক্টোবর) (সন্ধ্যে-৭.৩০) দুবাই ২১. দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস (৪ অক্টোবর) (সন্ধ্যে-৭.৩০) দুবাই ২২. রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (৫ অক্টোবর) (সন্ধ্যে-৭.৩০) শারজা ২৩. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদ (৬ অক্টোবর) (সন্ধ্যে-৭.৩০) আবু ধাবি ২৪. চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংস (৭ অক্টোবর) (বিকেল-৩.৩০) দুবাই ২৫. কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস (৭ অক্টোবর) (সন্ধ্যে-৭.৩০) শারজা ২৬. সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স (৮ অক্টোবর) (বিকেল-৩.৩০) আবু ধাবি ২৭. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস (৮ অক্টোবর) (সন্ধ্যে-৭.৩০) দুবাই ২৮. প্রথম কোয়ালিফায়ার (১০ অক্টোবর) (সন্ধ্যে-৭.৩০) দুবাই ২৯. এলিমিনেটর (১১ অক্টোবর) (সন্ধ্যে-৭.৩০) শারজা ৩০. দ্বিতীয় কোয়ালিফায়ার (১৩ অক্টোবর) (সন্ধ্যে-৭.৩০) শারজা ৩১. আইপিএল ফাইনাল (১৫ অক্টোবর) (সন্ধ্যে-৭.৩০) দুবাই

আরও পড়ুন: IPL 2021: দর্শক ফিরছে মরুশহরের আইপিএলে