TV9 বাংলা ডিজিটাল – জশপ্রীত বুমরা (Jasprit Bumrah), মহম্মদ সামিদের (Md.Shami) আগ্রাসী বোলিং যথেষ্ট ভাবাচ্ছে তাঁর টিমকে। তার পরও কোচ জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer) বলে দিচ্ছেন, অস্ট্রেলিয়া (Australia) টিমের অধিকাংশ ব্যাটসম্যান কিন্তু ভারতীয় বোলারদের খুব ভালো করে চেনেন। তাঁদের শক্তি-দুর্বলতা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল।
আরও পড়ুন – দশকের সেরা ক্রিকেটার, মনোনয়নে দাপট কোহলিদের
২৭ নভেম্বর শুরু ওয়ান ডে দিয়ে শুরু হচ্ছে ভারত-অস্ট্রলিয়া সিরিজ (India-Australia Series)। এই সিরিজ নিয়ে ব্যাপক উত্তেজনা রয়েছে ক্রিকেটমহলে। করোনার জন্য ক্রিকেট বন্ধ থাকার পর এই প্রথম দুটো প্রথম সারির টিম নামছে মুখোমুখি।
ল্যাঙ্গার বলেছেন, ‘জশপ্রীত বুমরা আর মহম্মদ সামি বিশ্বমানের পেসার। ওদের দু’জনের ওপেনিং কম্বিনেশনটা চমৎকার। ওদের আমরা যথেষ্ট সমীহ করি। কিন্তু আমাদের টিমের ব্যাটসম্যানরা কিন্তু ওদের খুব ভালো করে চেনে। আইপিএল তো বটেই গত কয়েক বছরে বেশ কয়েকবার খেলেছে ওদের বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে আমরা গত কয়েক বছরে ১৪টা ওয়ান ডে ম্যাচ খেলেছি।’
The first #AUSvIND ODI is just two days away! pic.twitter.com/crtPe0OvQq
— cricket.com.au (@cricketcomau) November 25, 2020
পেসারদের পাশাপাশি বিরাট কোহলির (Virat Kohli) টিমের স্পিনাররাও যথেষ্ট ভালো। যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজারা থাকবেন স্মিথ-ওয়ার্নারদের থামানোর জন্য। যা নিয়ে ল্যাঙ্গারের সাফ মন্তব্য, ‘ভারতীয় বোলারদের বিরুদ্ধে আমাদের ব্যাটসম্যানরা অনেক ম্যাচ খেলেছে। একে অপরের সঙ্গে লড়াইটা উপভোগ করি। যে কারণে ভারতীয় বোলারদের বাড়তি সম্মান করি আমরা।’ সঙ্গে জুড়েছেন, ‘আমার টিমের প্লেয়াররা খুব ভালো করে জানে যে, ভারতীয় বোলাররা ওদের বিরুদ্ধে যে কোনও ফর্ম্যাটে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছে। সেটা মাথায় রেখেই ওরা নিজেদের তৈরি করছে।’
চোটের জন্য ভারতীয় টিম রোহিত শর্মা (Rohit Sharma) ও ইশান্ত শর্মাকে (Ishant Sharma) পাচ্ছে না। যা কিছুটা হলেও অ্যাডভান্টেজ অজি টিমের। কোচ ল্যাঙ্গার কিন্তু সাফ বলছেন, ‘ওদের টিম নিয়ে আমরা ভাবছি না। সেটা আমার কাজও নয়। ভারতীয় টিম ঠিক করবে, কাকে খেলাবে। আমরা আমাদের চ্যালেঞ্জটা নিয়েই ভাবছি।’
মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জোশ হ্যাজেলউড সহ অস্ট্রেলিয়ান টিমের বোলারদের ফর্ম নিয়ে সন্তুষ্ট কোচ। ল্যাঙ্গারের কথায়, ‘অ্যাসেজ সিরিজের সময় টিমের বোলিং গভীরতা কতটা, প্রমাণ করেছি। বিভিন্ন পরিস্থিতিতে বোলাররা পারফর্ম করেছে। স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডদের সঙ্গে জেমস প্যাটিনসন, সিন অ্যাবট, মিচেল নাসিররাও রয়েছে। ওদের উপর আমার যথেষ্ট আস্থা ও ভরসা আছে।’
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ না খেললেও স্মিথ ভারতের বিরুদ্ধে টিমে ফিরছেন। ‘স্মিথের টিমে ফেরাটা ভালো ব্যাপার। এ বার টিম নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে। যেটা কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে। তবে স্মিথের ফেরাটা ভালো দিক টিমের কাছে।’
করোনার মধ্যে ভারত-অস্ট্রেলিয়া সিরিজটা ক্রিকেটপ্রেমীদের কাছে একটা দারুণ প্রাপ্তি বলে মনে করছেন জাস্টিন ল্যাঙ্গার। ‘শুধু আর্থিক দিক থেকেই নয়, ক্রিকেট প্রেমীদের কাছেও এটা একটা বিরাট প্রাপ্তি। করোনার জন্য মানুষের কী অবস্থা, সেটা খুব ভালো করে জানি। আশা করি এই সিরিজটা দুই দেশের মানুষদের মুখে কিছুটা হাসি ফোটাবে।’