IND vs AUS Weather: ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টির সম্ভাবনা ৫১ শতাংশ, কার বেশি ক্ষতি?

Jun 23, 2024 | 8:38 PM

ICC MEN’S T20 WC 2024: সকলেই যেন ধরে নিয়েছিলেন, সকালে আফগানিস্তানকে হেলায় হারিয়ে দেবে অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে সহজ অঙ্ক। ভারত ও অস্ট্রেলিয়া সেমিফাইনালে পৌঁছে যাবে। কিন্তু সেই অঙ্ক জটিল করে দিয়েছে আফগানিস্তানের ঐতিহাসিক জয়। কাল ভারতের ম্যাচ সেন্ট লুসিয়ায়। আর আবহাওয়ার পূর্বাভাস আতঙ্কে রাখছে মূলত গ্রুপের তিনটি দলকে।

IND vs AUS Weather: ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টির সম্ভাবনা ৫১ শতাংশ, কার বেশি ক্ষতি?
Image Credit source: PTI, FILE

Follow Us

গত রাত অবধি সুপার এইট গ্রুপ ১-এর অঙ্কটা খুব সহজ ছিল। সকলেই যেন ধরে নিয়েছিলেন, সকালে আফগানিস্তানকে হেলায় হারিয়ে দেবে অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে সহজ অঙ্ক। ভারত ও অস্ট্রেলিয়া সেমিফাইনালে পৌঁছে যাবে। কিন্তু সেই অঙ্ক জটিল করে দিয়েছে আফগানিস্তানের ঐতিহাসিক জয়। বিশ্বকাপের মঞ্চে ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারানো সাধারণ ঘটনা নয়। আর এই একটা ম্যাচই বদলে দিয়েছে যাবতীয় অঙ্ক। তুলনামূলক ভাবে সুরক্ষিত জায়গায় রয়েছে ভারতীয় দল। সেমিফাইনালের দৌড়ে ঢুকে পড়েছে আফগানিস্তান, বাংলাদেশও। কাল ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। এই ম্যাচে ভারত জিতলে গ্রুপ ১ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনালে চলে যাবে। কিন্তু বৃষ্টি হলে! কার লাভ, কারই বা ক্ষতি?

কাল ভারতের ম্যাচ সেন্ট লুসিয়ায়। আর আবহাওয়ার পূর্বাভাস আতঙ্কে রাখছে মূলত গ্রুপের তিনটি দলকে। ৫১ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুপার এইটে পরপর দু-ম্যাচে আফগানিস্তান ও বাংলাদেশকে হারিয়েছে ভারত। ৪ পয়েন্ট রয়েছে। যথাক্রমে ৪৭ ও ৫০ রানের জয়ে নেট রান রেটও দুর্দান্ত। ভারতের নেট রান রেট +২.৪২৫। অন্য দিকে, অস্ট্রেলিয়ার নেট রান রেট ০.২২৩। অস্ট্রেলিয়ার কাছে বিশাল কোনও ব্যবধানে না হারলে ভারত শীর্ষেই থাকবে। আফগানিস্তান ও বাংলাদেশের নেট রান রেট মাইনাসের ঘরে।

সেন্ট লুসিয়ায় ম্যাচ ভেস্তে গেলে ভারতের কোনও ক্ষতি নেই। কারণ, পয়েন্ট ভাগ হবে। ৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করবে ভারত। অস্ট্রেলিয়ার জন্য বাড়তি চাপ তৈরি হবে। তাদের নেট রান রেট ভালো হলেও ঝুলিতে রয়েছে মাত্র ২ পয়েন্ট। ম্যাচ ভেস্তে গেলে সেটা তিন হবে। সুপার এইটে এই গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান যদি বাংলাদেশকে ১ রানেও হারায় ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠে যাবে। ছিটকে যাবে অস্ট্রেলিয়া।

Next Article