Rishabh Pant: সতরা পে খতরা… ডাকাবুকো ঋষভ পন্থ কেন ১৭ নম্বর জার্সি বেছেছেন, জানেন?
Watch Video: জার্সি ঘিরে অনেক ক্রিকেটারদের আলাদা আলাদা গল্প রয়েছে। ৭ নম্বর জার্সির কথা উঠলেই মহেন্দ্র সিং ধোনির ছবি চোখের সামনে ভাসে। ১০ নম্বর জার্সির কথা উঠলেই ক্রিকেট প্রেমীদের সচিন তেন্ডুলকরকে মনে পড়ে। ১৮ নম্বর জার্সির প্রসঙ্গ এলে বিরাট কোহলির ছবি ভেসে ওঠে। ঠিক তেমনই ১৭ নম্বর জার্সি পরিচিতি পেয়েছে ঋষভ পন্থের জন্য।
জার্সি ঘিরে অনেক ক্রিকেটারদের আলাদা আলাদা গল্প রয়েছে। ৭ নম্বর জার্সির কথা উঠলেই মহেন্দ্র সিং ধোনির ছবি চোখের সামনে ভাসে। ১০ নম্বর জার্সির কথা উঠলেই ক্রিকেট প্রেমীদের সচিন তেন্ডুলকরকে মনে পড়ে। ১৮ নম্বর জার্সির প্রসঙ্গ এলে বিরাট কোহলির ছবি ভেসে ওঠে। ঠিক তেমনই ১৭ নম্বর জার্সি পরিচিতি পেয়েছে ঋষভ পন্থের জন্য।
নিজের ইউটিউব চ্যানেলে ঋষভ পন্থ জানিয়েছেন, তাঁর ১৭ নম্বর জার্সি পরার কারণ কী। তিনি বলেন, ‘আমি কেন ১৭ নম্বর জার্সি পরি, তা অনেকেই জানতে চেয়েছে। আমি বলব, সেই ছোটবেলায় আমরা বলতাম, সতরা পে খতরা। আমার একটা জার্সি নম্বর প্রয়োজন ছিল। বাকিগুলো অন্যরা নিয়েছিল। আমি চেয়েছিলাম ৭ নম্বর আমার জার্সিতে থাকুক। তো আমি ১৭ পেয়েছি।’
৭ নম্বর জার্সি হয়তো আগামী দিনে ভারতীয় টিমে কোনও ক্রিকেটার পাবেন না। কারণ, ৭ মানেই মাহি। এমনও হতে পারে পরবর্তীতে ৭ নম্বর জার্সি অবসরে পাঠিয়ে দেবে ভারতীয় বোর্ড। তাই নাই বা এল ৭, ১৭তেই মন ভালো হয়েছে ঋষভ পন্থের।