IND vs AUS 2nd T20 Match Preview: দ্বিতীয় টি-টোয়েন্টিতে দু-দলের নজরে আজ আকাশ ও স্কাই

Nov 26, 2023 | 10:30 AM

India vs Australia Match 2nd T20I Prediction: বিশাখাপত্তনমে প্রথম টি-টোয়েন্টিতে ২০৯ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরান হাঁকিয়েছিলেন জশ ইংলিশ। পাশাপাশি কিপার-ব্যাটার হিসেবে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সর্বাধিক স্কোরের রেকর্ডও গড়েন। হাফসেঞ্চুরি করেছিলেন স্টিভ স্মিথও। বিশাল রানও অবশ্য যথেষ্ঠ ছিল না। রান তাড়ায় শুরুতে ২ উইকেট হারালেও জিতেই মাঠ ছাড়ে ভারত।

IND vs AUS 2nd T20 Match Preview: দ্বিতীয় টি-টোয়েন্টিতে দু-দলের নজরে আজ আকাশ ও স্কাই
Image Credit source: PTI

Follow Us

তিরুবনন্তপূরম: বিশ্বকাপে মূল পর্বের ম্যাচ আয়োজনের সুযোগ হয়নি তিরুবনন্দপূরমের। তবে দুটি ওয়ার্ম আপ ম্যাচ দেওয়া হয়েছিল এই মাঠে। ভারত বনাম ইংল্যান্ড ওয়ার্ম ম্যাচটি পুরোপুরি ভেস্তে গিয়েছিল। অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস ম্যাচও মাঝপথেই ভেস্তে যায়। আজ সেই গ্রিনফিল্ডে নামছে ভারত-অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। ভারতের নজরে জয় এবং সিরিজে ২-০ এগিয়ে যাওয়া। অস্ট্রেলিয়ার লক্ষ্য সমতা ফেরানো। তবে দু-দলের নজরে আজ আকাশ ও স্কাই। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশাখাপত্তনমে প্রথম টি-টোয়েন্টিতে ২০৯ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরান হাঁকিয়েছিলেন জশ ইংলিশ। পাশাপাশি কিপার-ব্যাটার হিসেবে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সর্বাধিক স্কোরের রেকর্ডও গড়েন। হাফসেঞ্চুরি করেছিলেন স্টিভ স্মিথও। বিশাল রানও অবশ্য যথেষ্ঠ ছিল না। রান তাড়ায় শুরুতে ২ উইকেট হারালেও জিতেই মাঠ ছাড়ে ভারত।

রান তাড়ায় ২২ রানে ২ উইকেট হারিয়েছিল ভারত। ঈশান কিষাণের সঙ্গে বিধ্বংসী জুটি গড়েন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ঈশান হাফসেঞ্চুরি করেন। সূর্যকুমার যাদব ৮০ রানের অনবদ্য ইনিংস খেলেন। বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে পছন্দের ফরম্যাটে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই সব দিক থেকেই যেন নিখুঁত। টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের এক নম্বর ব্যাটার সূর্য। পারফরম্যান্সে তা আরও একবার প্রমাণ করে দিয়েছেন। অজি শিবিরের চিন্তা নিঃসন্দেহে স্কাই। ভারতীয় শিবিরে স্কাই যেমন ভরসা, দু-দলের অস্বস্তি আকাশ।

তিরুবনন্তপূরমের আবহাওয়ার পূর্বাভাসে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অজি একাদশে বদলের সম্ভাবনা ছিল। বিশ্বকাপ ফাইনালে সেরার পুরস্কার জেতা ট্রাভিস হেড ফিরতে পারেন। আবহাওয়ার জন্য দু-দলের একাদশেই পরিবর্তন দেখা যেতে পারে। ভারতীয় দল গত ম্যাচে অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোইকে খেলিয়েছিল। দুই স্পেশালিস্ট স্পিনারের সঙ্গে ছিলেন পার্টটাইম তিলক ভার্মাও। তাঁকে অবশ্য বোলিংয়ে আনতে হয়নি।

মেঘলা আবহাওয়া এবং সুইংয়ের পরিস্থিতি থাকলে বোলিং আক্রণে বদল আনতে পারে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট। রবি বিষ্ণোইয়ের পরিবর্তে খেলানো হতে পারে আর এক পেসার আবেশ খানকে। রান তাড়ায় শেষ দিকে চাপে পড়েছিল ভারত। উল্টোদিক থেকে উইকেট পড়লেও ঠান্ডা মাথায় ম্যাচ ফিনিশ করেন রিঙ্কু সিং। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং গভীরতা বাড়াতে চাইলে রবি বিষ্ণোইয়ের জায়গায় খেলানো হতে পারে পেস বোলিং অলরাউন্ডার শিবম দুবেকে। ভারত উইনিং কম্বিনেশন ভাঙবে কিনা, নির্ভর করছে আবহাওয়ার ওপরেও।