KKR vs RR IPL 2022 Match Prediction: রাজস্থানের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই কলকাতার
Kolkata Knight Riders vs Rajasthan Royals Preview: অ্যারন ফিঞ্চ গত ম্যাচে নাইট দলে ফিরলেও রান পাননি। ভেঙ্কটেশ আইয়ারের ব্যাট থেকেও রান আসেনি। ওপেনিং জুটি ক্লিক করতে ব্যর্থ। এটাই সবচেয়ে দুশ্চিন্তার নাইট শিবিরে। অধিনায়ক শ্রেয়স আইয়ারও ফর্মে নেই। সবচেয়ে মুশকিল, নাইট দলে ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে। এটাই সবচেয়ে দুশ্চিন্তার নাইট শিবিরের জন্য।
মুম্বই: কলকাতা (KKR)-রাজস্থান (Rajasthan Royals) দ্বৈরথ মানেই হাড্ডাহাড্ডি টক্কর। অতীতে যখনই এই দুই দল মুখোমুখি হয়েছে, তখনই হাইভোল্টেজ পর্যায়ে পৌঁছিয়েছে ম্যাচ। টানা ২ ম্যাচ হেরে ব্যাকফুটে কলকাতা নাইট রাইডার্স। দলে ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে। এই অবস্থায় আজ আইপিএলের (IPL 2022) ম্যাচে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে সঞ্জু স্যামসনদের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে কেকেআর। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে ২৫ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। তার মধ্যে ১৩ বার জিতেছে কেকেআর। ১১ বার জিতেছে রাজস্থান রয়্যালস। একটি ম্যাচে কোনও ফলাফল হয়নি। রাজস্থান প্রথম ২ ম্যাচ জিতলেও তার পরই ছন্দ পতন হয়েছে। গত ম্যাচেও হেরেছেন বাটলাররা। দুই দলের কাছেই কামব্যাকের চ্যালেঞ্জ। গত ম্যাচের ভুল শুধরে মাঠে নামতে তৎপর কেকেআর।
অ্যারন ফিঞ্চ গত ম্যাচে নাইট দলে ফিরলেও রান পাননি। ভেঙ্কটেশ আইয়ারের ব্যাট থেকেও রান আসেনি। ওপেনিং জুটি ক্লিক করতে ব্যর্থ। এটাই সবচেয়ে দুশ্চিন্তার নাইট শিবিরে। অধিনায়ক শ্রেয়স আইয়ারও ফর্মে নেই। সবচেয়ে মুশকিল, নাইট দলে ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে। এটাই সবচেয়ে দুশ্চিন্তার নাইট শিবিরের জন্য। নীতীশ রানা শেষ ম্যাচে রান পেয়েছেন। উইকেটকিপার শেল্ডন জ্যাকসন গত ম্যাচে কিপিংয়ে বেশ কয়েকটি ভুল করেছেন।
অন্যদিকে রাজস্থান রয়্যালসের প্রধান শক্তি দলের টপ অর্ডার। ওপেনার জস বাটলার ফর্মে থাকলে একাই ম্যাচের রং পাল্টে দেবেন। দেবদত্ত পাড়িক্কলও বড় ইনিংস খেলতে পারেন। একই সঙ্গে দলে আছেন হার্ড হিটার সঞ্জু স্যামসন। শিমরন হেটমেয়ার আছেন মিডল অর্ডারে। ক্যারিবিয়ান ব্যাটার এ বারের আইপিএলে বেশ ভালোই খেলছেন। দলে ফিরেছেন অলরাউন্ডার জমি নিশামও।
নাইটদের বোলিং বিভাগ গত দুটো ম্যাচেই ফ্লপ। দ্রুত বিপক্ষের উইকেট তুলতে ব্যর্থ নাইট বোলাররা। উমেশ যাদব উইকেট না পেলে, বাকিরাও ব্যর্থ হচ্ছেন। প্যাট কামিন্সও অনেক রান হজম করেছেন। একজন দেশিয় পেসারের অভাবও টের পাচ্ছে কেকেআর। রাজস্থান দলের শক্তিশালী ব্যাটিং বিভাগকে শেষ করতে বোলারদের অতিরিক্ত দায়িত্ব নিতেই হবে।
রাজস্থানের বোলিংয়ে প্রধান অস্ত্রই যুজবেন্দ্র চাহাল। তাঁর লেগ স্পিন এ বারের আইপিএলে বিপক্ষের ঘুম কাড়ছে। চোট সারিয়ে ট্রেন্ট বোল্ট ফিরলে আরও ধারাল হবে বোলিং বিভাগ। এ ছাড়া প্রসিধ কৃষ্ণা আছেন রাজস্থানে। নীতীশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেলদের দুর্বলতা ভালোই জানেন তিনি।
কেকেআর স্কোয়াড: আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, শ্রেয়স আইয়ার, নীতীশ রানা, প্যাট কামিন্স, শিবম মাভি, শেল্ডন জ্যাকসন, অজিঙ্ক রাহানে, রিংকু সিং, রশিখ দার, বাবা ইন্দ্রজিৎ, চামিকা করুণারত্নে, অভিজিৎ তোমর, প্রথম সিং, অশোক শর্মা, স্যাম বিলিংস, অ্যারন ফিঞ্চ, টিম সাউদি, রমেশ কুমার, উমেশ যাদব, আমন খান।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্কোয়াড: বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ দু’প্লেসি, হর্ষল প্যাটেল, ভানিন্দু হাসারঙ্গা, দীনেশ কার্তিক, জশ হ্যাজেলউড, শাহবাজ আহমেদ, অনুজ রাওয়াত, আকাশ দীপ, মহিপাল লোমরোর, ফিন অ্যালেন, শেরফান রাদারফোর্ড, জেসন বেহরানডর্ফ, অন্নেশর গৌতম, সুয়শ প্রভুদেশাই, চামা মিলিন্দ, কর্ণ শর্মা, সিদ্ধার্ধ কৌল, লভনীথ সিসোদিয়া, ডেভিড উইলি।
আরও পড়ুন: IPL 2022: বেগুনি জার্সি ছেড়ে আরসিবিতে অন্য দীনেশ কার্তিকের নজরকাড়া উত্থান