RCB vs MI IPL 2023 Match Prediction: ছোট মাঠে আরসিবি বনাম মুম্বইয়ের বিরাট ম্যাচ
Royal Challengers Bangalore vs Mumbai Indians Preview: আরসিবি শিবিরেও সমস্যা কম নেই। জশ হ্যাজলউডের মতো পেসারকে শুরুতে বেশ কিছু ম্যাচে পাবে না তারা। টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন উইল জ্যাকসের মতো অলরাউন্ডার। গত বারের তারকা ব্য়াটার রজত পাতিদারকেও বেশ কিছু ম্য়াচে পাওয়া যাবে না।
দীপঙ্কর ঘোষাল
টানা তিন বছর প্লে-অফে জায়গা করে নিয়েছে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। নিঃসন্দেহে বড় সাফল্য়। এখানেই কিন্তু আসে। আইপিএলের ১৫টি সংস্করণ পেরিয়ে গিয়েছে। বারবার প্রত্য়াশা জাগিয়েছে আরসিবি। এখনও অবধি এক বারও ট্রফি জিততে পারেনি। এ বারের আইপিএলে ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অভিযান শুরু করছে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাউন্ডারি ছোট। হাই স্কোরিং ম্য়াচেরই প্রত্য়াশা। ছোট মাঠে বড় ম্যাচ দেখার জন্য মুখিয়ে দর্শকরাও। আর বিরাট কোহলি? দীর্ঘ সময় রানের খরা চলছিল তাঁর ব্য়াটে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় তিন বছর শতরান পাননি। এশিয়া কাপ থেকে রানে ফিরেছেন বিরাট। টি-টোয়েন্টি, ওয়ান ডে, টেস্টে শতরান করেছেন। এ বার কি আইপিএল ট্রফিটা জিততে পারবেন? সুপার সানডে-তে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচ প্রিভিউ TV9Bangla-য়।
এক দিকে বিরাট কোহলি, অন্য় দিকে রোহিত শর্মা। জাতীয় দলের প্রাক্তন ও বর্তমান অধিনায়ক। ফ্র্য়াঞ্চাইজি লিগে প্রতিপক্ষ। মুম্বই ইন্ডিয়ান্সের নেতা হিসেবে ব্য়াপক সফল রোহিত শর্মা। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি পাঁচ বার চ্য়াম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রতি বারই রোহিতের নেতৃত্বে। গত মরসুম একেবারেই ভালো কাটেনি মুম্বইয়ের। এ বারও তাদের বোলিং লাইন আপ কাগজে কলমে দুর্বল। তার প্রধান কারণ জসপ্রীত বুমরার ছিটকে যাওয়া। একই পরিণতি হয়েছে অজি পেসার ঝাই রিচার্ডসনেরও। এই দু-জন গুরুত্বপূর্ণ পেসারকে ছাড়াই খেলতে হবে মুম্বইকে। বড় ভরসা জোফ্রা আর্চার। ইংল্য়ান্ডের এই পেসারের পারফরম্য়ান্সের উপর মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং অনেকটাই নির্ভর করবে।
আরসিবি শিবিরেও সমস্যা কম নেই। জশ হ্যাজলউডের মতো পেসারকে শুরুতে বেশ কিছু ম্যাচে পাবে না তারা। টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন উইল জ্যাকসের মতো অলরাউন্ডার। গত বারের তারকা ব্য়াটার রজত পাতিদারকেও বেশ কিছু ম্য়াচে পাওয়া যাবে না। বোলিং আক্রমণে বিকল্প প্রচুর থাকলেও অভিজ্ঞতার অভাব স্পষ্ট। ব্য়াটিংয়ে অবশ্য বাজিমাত করতে পারে আরসিবি। বিরাট কোহলি ছন্দে রয়েছেন। প্রস্তুতিতেও তাঁর ব্য়াটিং তাক লাগিয়ে দিচ্ছে সকলকে। অধিনায়ক ফাফ ডুপ্লেসির কথা ভুললেও চলবে না। তেমনই রয়েছেন বিশ্বের অন্য়তম সেরা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তবে ম্য়াক্সির পারফরম্য়ান্স এখন স্ক্য়ানারে। পরিসংখ্যান এবং সাম্প্রতিক পারফরম্য়ান্স ভুলে ঘুরে দাঁড়াতে পারলে আরসিবির বিরাট লাভ, এ বিষয়ে সন্দেহ নেই। ঘরের মাঠে ম্যাচ হওয়ার বেজায় খুশি অধিনায়ক বিরাট কোহলি। উচ্ছ্বাস প্রকাশ করে আরসিবির প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘চার বছর পর ঘরের মাঠে খেলব। সমর্থকদের সেই আরসিবি…আরসিবি চিৎকার শোনার অপেক্ষায়’। আরসিবি শিবিরে ইমপ্যাক্ট প্লেয়ারের অভাব নেতিবাচক হয়ে দেখা দিতে পারে।