Rinku Singh: ছেলেবেলায় ১০ টাকা পেলে… KKRএ নিজের মাইনে নিয়ে মুখ খুললেন তারকা রিঙ্কু সিং
IPL 2024, Kolkata Knight Riders: কলকাতা নাইট রাইডার্স তাঁকে গড়ে তুলেছে। টিমের উপর রিঙ্কুর ভালোবাসা এবং সমর্থন অতুলনীয়। গত মরসুমে দুর্দান্ত পারফর্ম করেছেন। এ মরসুমে সেই অর্থে সুযোগই পাননি। দুই ওপেনার সুনীল নারিন এবং ফিল সল্ট টানা দুর্দান্ত পারফর্ম করেছেন। ফর্মে ছিলেন ভেঙ্কটেশ আইয়ার ও ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। রাসেল-রিঙ্কুদের ব্যাট হাতে দাপট দেখানোর সীমিত সুযোগ মিলেছে।
![Rinku Singh: ছেলেবেলায় ১০ টাকা পেলে... KKRএ নিজের মাইনে নিয়ে মুখ খুললেন তারকা রিঙ্কু সিং Rinku Singh: ছেলেবেলায় ১০ টাকা পেলে... KKRএ নিজের মাইনে নিয়ে মুখ খুললেন তারকা রিঙ্কু সিং](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/05/Why-Is-Rinku-Singh-Turning-Down-Crores-To-Stay-With-KKR-For-55-Lakhs.jpg?w=1280)
কলকাতা: ট্রফি জেতার জন্য কোটি টাকা খরচ করতে হয় না। ট্রফি জেতার জন্য দরকার পড়ে পরিকল্পনা। সেই পরিকল্পনা যদি ঠিকঠাক হয়, মাত্র কয়েক লাখের ক্রিকেটারও দুরন্ত পারফর্ম করতে পারেন। কেকেআর যেন এই অলিখিত নিয়মই মিলিয়ে দিয়েছে এ বারের আইপিএলে। মিচেল স্টার্কের মতো ক্রিকেটারকে ২৫ কোটিতে নেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু সেটা অকারণে নয়। বোলিংয়ের গভীরতা বাড়ানোর জন্য। স্টার্ক দেখিয়েছেন, তিনি নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে জানেন। প্লে-অফ ও ফাইনালে দুরন্ত পারফর্ম করেছেন। টিমের বাকি কারওরই মাইনে আকাশ ছোঁয়া নয়। বিশেষ করে রিঙ্কু সিং। তিনি পান মাত্র ৫৫ লাখ টাকা। তাতেই বাজিমাত করেছেন উত্তরপ্রদেশের ছেলে।
রিঙ্কু সিং যে কলকাতা নাইট রাইডার্সের আবিষ্কার, এ বিষয়ে কোনও সন্দেহের জায়গা নেই। অবশেষে তাঁর একটা স্বপ্ন পূরণ হয়েছে। দীর্ঘ সাত বছর ধরে নাইট শিবিরে রয়েছেন। এ বার ট্রফি জয়েরও স্বাদ পেলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত মরসুমেই রিঙ্কু সিং হয়ে উঠেছিলেন সুপারস্টার। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খাদের কিনারায় ছিল টিম। শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে ম্যাচ জেতান রিঙ্কু সিং। ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির পর সেই অর্থে কোনও ফিনিশার আসেননি। হার্দিক পান্ডিয়াকে এই ভূমিকায় ভাবা হলেও ভরসা দিতে পারেননি। বোর্ডের সেই পরিকল্পনায় এখন রিঙ্কু সিং। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর বেতন রয়েছে লাখের ঘরেই!
কলকাতা নাইট রাইডার্স তাঁকে গড়ে তুলেছে। টিমের উপর রিঙ্কুর ভালোবাসা এবং সমর্থন অতুলনীয়। গত মরসুমে দুর্দান্ত পারফর্ম করেছেন। এ মরসুমে সেই অর্থে সুযোগই পাননি। দুই ওপেনার সুনীল নারিন এবং ফিল সল্ট টানা দুর্দান্ত পারফর্ম করেছেন। ফর্মে ছিলেন ভেঙ্কটেশ আইয়ার ও ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। রাসেল-রিঙ্কুদের ব্যাট হাতে দাপট দেখানোর সীমিত সুযোগ মিলেছে। আগামী বছর আইপিএলের মেগা অকশন। রিঙ্কু সিং অকশনে উঠলে কয়েক কোটি টাকায় তাঁর জন্য ঝাঁপাবে ফ্র্যাঞ্চাইজিগুলি, এ বিষয়েও সন্দেহ নেই। রিঙ্কুর অবশ্য দলবদলের পরিকল্পনা নেই!
তারকা হয়ে উঠলেও এখনও একইরকম সরল রিঙ্কু সিং। সবসময় হাসি মুখ। সকলের সঙ্গে মজায় মেতে থাকেন। ফিল্ডিংয়ে জান লড়িয়ে দেন। সেই রিঙ্কু সিংয়ের কি মাত্র ৫৫ লক্ষ টাকা প্রাপ্য? অনেকের সঙ্গে তুলনায় খুবই কম। রিঙ্কুর তাতে খেদ নেই। বরং রিঙ্কু বলছেন, ‘৫৫ লক্ষ আমার কাছে অনেক টাকা। ছেলেবেলায় ৫-১০ টাকা পেলেও অনেক মনে হত। আর এখন তো ৫৫ লাখ টাকা পাচ্ছি। এটা আমার কাছে অনেক। ঈশ্বর আমাকে যা দিচ্ছে, আমি খুশি। আমার চিন্তাভাবনা এমনই।’
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)
![দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা? দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-5-Indian-cricketers-who-scored-most-runs-in-ICC-Champions-Trophy.jpg?w=670&ar=16:9)
![ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/BSNL.jpg?w=670&ar=16:9)
![জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন... জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Premananda-Maharaj-ji-told-how-to-choose-a-good-and-desired-life-partner-for-marriage.jpg?w=670&ar=16:9)