বেঙ্গালুরু পর্ব শেষে উইমেন্স প্রিমিয়ার লিগ এ বার দিল্লিতে। উদ্বোধনী সংস্করণের সব ম্যাচই মুম্বইতে হয়েছিল। এ বার প্রথম ১১টি ম্যাচ হয়েছে বেঙ্গালুরুতে। বাকি ১১টি ম্যাচ হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্য়াপিটালস ম্যাচ দিয়েই শুরু হয়েছিল এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগ। গত বারের ফাইনালের মতো এ বারও উদ্বোধনী ম্যাচে মুম্বইয়ের কাছে হার দিল্লির। ঘরের মাঠে ফিরেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বদলার জয় দিল্লি ক্যাপিটালসের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ঘরের মাঠের সমর্থন কতটা জরুরি, খুব ভালো ভাবে বুঝেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই স্বাদ পেল দিল্লি ক্যাপিটালসও। গ্যালারির সমর্থন, অনবদ্য পারফরম্যান্স দিল্লির। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। গত দু-ম্যাচে ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরকে পায়নি তারা। এই ম্যাচে ফিরেছিলেন হরমনপ্রীত। তা অবশ্য কোনও পার্থক্য গড়ে দিতে পারেনি। মেগ ল্যানিং, জেমাইমা রডরিগজের বিধ্বংসী ব্যাটিংয়ে ব্যাকফুটে মুম্বই। মেগ ল্যানিং ৫৩ রান করেন। জেমাইমা মাত্র ৩৩ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। মুম্বইকে ১৯৩ রানের বিশাল টার্গেট দেয় দিল্লি।
রান তাড়ায় শুরু থেকেই বেকায়দায় মুম্বই। বড় টার্গেটের চাপে একের পর এক উইকেট হারাতে থাকে। দিল্লি শিবিরে পার্থক্য গড়ে দিতে পারতেন অ্যামেলিয়া কের। বাংলার পেসার তিতাস সাধুর বোলিংয়ে ফেরেন তিনি। লং অনে দুর্দান্ত একটা ক্যাচ নেন জেমাইমা। বাংলার পেসার তিতাসের গত ম্যাচেই অভিষেক হয়েছে প্রিমিয়ার লিগে। অ্যামেলিয়াকে দিয়ে উইকেটের অ্যাকাউন্ট খোলেন। শেষ দিকে ২৭ বলে ৪২ রান করেন অমনজ্যোৎ কৌর। ২০ ওভারে ৮ উইকেটে ১৬৩ রানেই ইতি মুম্বই ইনিংসের। ২৯ রানের জয়ে শীর্ষস্থানে দিল্লি ক্যাপিটালস।