হরমনপ্রীত কৌর বনাম স্মৃতি মান্ধানা। ম্যাচের আগে এমনটাই প্রত্যাশা ছিল। যদিও তা হল না। চোটের জন্য এই ম্যাচেও খেলতে পারলেন না মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁকে ছাড়া গত ম্যাচে হেরেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছিল। আরসিবি শিবিরে ফিরেছিলেন এলিস পেরি। তাঁর একলা লড়াই, টিমের অনবদ্য ফিল্ডিং। যদিও ব্যাটিং ব্যর্থতায় হার রয়্যাল চ্যালেঞ্জার্সের। টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত হলেও পরপর হার আরসিবির। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টস হেরেই যেন মানসিক ভাবে পিছিয়ে পড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এর আগেও রান ডিফেন্ড করে জিতেছে তারা। ফলে টস ফ্যাক্টর নিয়ে ভাবার প্রয়োজন ছিল না। যদিও বোর্ডে লড়াই করার মতো রান তুলতে ব্যর্থ আরসিবি। পাওয়ার প্লে-তেই স্মৃতি মান্ধানা, সোফি ডিভাইন ও সাব্বিনেনি মেঘনার উইকেট হারায় আরসিবি। মিডল অর্ডারে এলিস পেরি ৩৮ বলে ৪৪ রান করেন। শেষ দিকে কিছুটা লড়াই জর্জিয়া ওয়ারহ্যামের। ২০ ওভারে ৬ উইকেটে মাত্র ১৩১ রান তোলে আরসিবি।
অল্প রানের পুঁজি নিয়েও দুর্দান্ত বোলিং-ফিল্ডিং আরসিবির। শ্রেয়াঙ্কা পাটিল বাউন্ডারিতে অনবদ্য একটা সেভ করেন। ১১৮ রানে মুম্বইয়ের তিন উইকেট ফেলে দেয় আরসিবি। তাতেও লাভ হয়নি। অ্যামেলিয়া কের ২৪ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন। ১৫.১ ওভারেই ৭ উইকেটে জয় মুম্বইয়ের। আট বোলার ব্যবহার করে আরসিবি। বোর্ডে অন্তত ১৫০ প্লাস স্কোর থাকলে হয়তো কিছুটা লড়াই দেখা যেত।