WPL 2024: দীপ্তির হাফসেঞ্চুরির হ্যাটট্রিকেও ইউপির হার, স্বস্তিতে স্মৃতির RCB

Mar 11, 2024 | 11:21 PM

UP Warriorz vs Gujarat Giants: রান তাড়ায় শুরু থেকেই বেকায়দায় ছিল ইউপি ওয়ারিয়র্স। মাত্র ৩৫ রানেই পাঁচ উইকেট হারায় তারা। সেখান থেকে ওয়ারিয়র্সকে জয়ের স্বপ্ন দেখান বাংলার অলরাউন্ডার দীপ্তি শর্মা। পুন খেমনারকে সঙ্গে নিয়ে ক্রমশ জয়ের পথে এগচ্ছিলেন। যদিও আস্কিং রেটের চাপের কাছ হার মানেন। পুনম ৩৬ বলে ৩৬ রান করেন। ৬০ বলে ৮৮ রানের অপরাজিত ইনিংস দীপ্তির। এই নিয়ে টানা তিন ম্যাচে হাফসেঞ্চুরির ইনিংস দীপ্তির। মাত্র ৮ রানে জয় গুজরাট জায়ান্টসের।

WPL 2024: দীপ্তির হাফসেঞ্চুরির হ্যাটট্রিকেও ইউপির হার, স্বস্তিতে স্মৃতির RCB
Image Credit source: X

Follow Us

লিগ পর্বের শেষ ম্যাচে হার ইউপি ওয়ারিয়র্সের। এ বারের মতো তাদের দৌড়ও শেষ। অ্যালিসা হিলির নেতৃত্বাধীন ইউ ওয়ারিয়র্স জয়ের মুখ থেকে ফিরল। জিতলে প্লে-অফের দৌড়ে থাকত তারা। এখনও অঙ্কের দৌড়ে রয়েছে। যদিও খুবই জটিল অঙ্ক ইউপি ওয়ারিয়র্সের কাছে। একই কথা প্রযোজ্য গুজরাট জায়ান্টসের কাছেও। লিগ পর্বে এখনও তাদের এক ম্যাচ বাকি। তার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ম্যাচের ফলে নজর রাখতে হবে। উইমেন্স প্রিমিয়ার লিগে কী পরিস্থিতি এবং গুজরাট বনাম ইউপি ম্যাচের বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

লিগ পর্বের শেষ ম্যাচে নেমেছিল ইউপি ওয়ারিয়র্স। প্রতিপক্ষ গুজরাট জায়ান্টসের আরও একটা হতাশার মরসুম। এ দিনও ইউপির কাছে হারের পরিস্থিতিই তৈরি হয়েছিল। প্রথমে ব্যাট করে ইউপিকে ১৫৩ রানের লক্ষ্য দেয় গুজরাট জায়ান্টস। ওপেনিংয়ে অধিনায়ক বেথ মুনির অপরাজিত ৭৪ রান এবং আর এক ওপেনার লরা উলফার্টের ৪৩ ছাড়া গুজরাট ইনিংসে উল্লেখ যোগ্য কোনও অবদান নেই। ইউপির বাঁ হাতি স্পিনার সোফি এক্লেস্টোন ৩ এবং দীপ্তি শর্মা ২ উইকেট নেন।

রান তাড়ায় শুরু থেকেই বেকায়দায় ছিল ইউপি ওয়ারিয়র্স। মাত্র ৩৫ রানেই পাঁচ উইকেট হারায় তারা। সেখান থেকে ওয়ারিয়র্সকে জয়ের স্বপ্ন দেখান বাংলার অলরাউন্ডার দীপ্তি শর্মা। পুন খেমনারকে সঙ্গে নিয়ে ক্রমশ জয়ের পথে এগচ্ছিলেন। যদিও আস্কিং রেটের চাপের কাছ হার মানেন। পুনম ৩৬ বলে ৩৬ রান করেন। ৬০ বলে ৮৮ রানের অপরাজিত ইনিংস দীপ্তির। এই নিয়ে টানা তিন ম্যাচে হাফসেঞ্চুরির ইনিংস দীপ্তির। মাত্র ৮ রানে জয় গুজরাট জায়ান্টসের।

লিগে ইউপি ওয়ারিয়র্স ছাড়া প্রত্যেকেরই একটি করে ম্যাচ বাকি। ইউপির ৮ ম্যাচে ৬ পয়েন্ট রয়েছে। তবে নেট রান রেট মাইনাস ০.৩৭১। তাদের হারে স্বস্তিতে তিনে থাকা আরসিবি। স্মৃতি মান্ধানারা আগের ম্যাচে মাত্র ১ রানে হেরেছে। জিতলে প্লে-অফ আরও জমে যেত। দিল্লি ও মুম্বই ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করে নিয়েছে। আরসিবি শেষ ম্যাচ খেলবে মুম্বইয়ের বিরুদ্ধে।

আরসিবি ও ইউপির পয়েন্ট সমান। তবে নেট রান রেটে ইউপির তুলনায় অনেক এগিয়ে (০.০২৭) আরসিবি। ফলে মুম্বইয়ের কাছে হারলেও প্লে-অফে যেতে পারে তারা। প্লে-অফে এক পা ফেলে রেখেছে, এমনটাও বলা যায়। এ দিন ইউপি জিতলে অবশ্য আরসিবির কাছে শেষ ম্যাচ মরণ বাঁচন হয়ে দাঁড়াত। গুজরাট জায়ান্টেসর কাছেও সুযোগ রয়েছে শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ৬ পয়েন্টে পৌঁছনোর। যদিও নেট রান রেটে আরসিবিকে ছাপিয়ে প্লে-অফ নিশ্চিত করা খুবই কঠিন।

Next Article