Rohit Sharma: ‘আজ-কালকের বাচ্চারা…’, রোহিতের পোস্টে কীসের বার্তা?

Feb 19, 2024 | 6:16 PM

India vs England Test Series: ভারত-ইংল্যান্ড সিরিজ নিয়ে প্রবল উন্মাদনা। সূচি ঘোষণার পর থেকেই প্রশ্ন ঘুরছিল, ভারতে বাজবল দেখা যাবে! ইংল্যান্ড আত্মবিশ্বাসী ছিল। এমনকি ৬০০ রান চেজ করতেও পিছপা হবে না, এমনটাই বার্তা দিয়েছিল ইংল্যান্ড টিম। হায়দরাবাদে প্রথম টেস্ট জিতে সিরিজের উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছিল ইংল্যান্ড। যদিও বিশাখাপত্তনমে ঘুরে দাঁড়ায় ভারত। সিরিজে সমতা ফেরায় সেখানেই। আর রাজকোটে ৪৩৪ রানের রেকর্ড জয়ে সিরিজে ২-১ লিডও নিয়েছে ভারত।

Rohit Sharma: আজ-কালকের বাচ্চারা..., রোহিতের পোস্টে কীসের বার্তা?
Image Credit source: AFP

Follow Us

রাজকোটে ৪৩৪ রানের রাজকীয় জয় ভারতের। প্রথম ইনিংসে ভারত কিছুটা হলেও চাপে ছিল। শুরুতেই তিন উইকেট হারায় ভারত। যদিও ক্যাপ্টেন রোহিত শর্মা ও রবীন্দ্র জাডেজার সেঞ্চুরির সৌজন্য়ে ৪৪৫ রানের বিশাল স্কোর। দ্বিতীয় ইনিংসে দায়িত্ব তুলে নেন তরুণরা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই ইংল্যান্ডকে টেক্কা দিয়েছে। বিরাট কোহলির মতো ব্যাটার নেই। লোকেশ রাহুলকে পাওয়া যায়নি গত দু-ম্যাচে। শ্রেয়স আইয়ারেরও চোট। রোহিত, জাড্ডু, অশ্বিন, বুমরাদের বাদ দিলে বাকিদের টেস্ট অভিজ্ঞতা কম। রাজকোটে জোড়া অভিষেক হয়েছে। তারপরও বিশাল জয়। রোহিতের পোস্টে কী সেই বার্তাই! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারত-ইংল্যান্ড সিরিজ নিয়ে প্রবল উন্মাদনা। সূচি ঘোষণার পর থেকেই প্রশ্ন ঘুরছিল, ভারতে বাজবল দেখা যাবে! ইংল্যান্ড আত্মবিশ্বাসী ছিল। এমনকি ৬০০ রান চেজ করতেও পিছপা হবে না, এমনটাই বার্তা দিয়েছিল ইংল্যান্ড টিম। হায়দরাবাদে প্রথম টেস্ট জিতে সিরিজের উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছিল ইংল্যান্ড। যদিও বিশাখাপত্তনমে ঘুরে দাঁড়ায় ভারত। সিরিজে সমতা ফেরায় সেখানেই। আর রাজকোটে ৪৩৪ রানের রেকর্ড জয়ে সিরিজে ২-১ লিডও নিয়েছে ভারত।

চলতি সিরিজে একের পর এক অনবদ্য ইনিংস যশস্বীর। টানা দু-ম্যাচে ডাবল সেঞ্চুরি। অল্পের জন্য একটা সেঞ্চুরি মিস হয়েছিল। শুভমন গিল একটি সেঞ্চুরি করেছেন। রাজকোটে ৯১ রান করেন। রাজকোটে অভিষেকে দু-ইনিংসেই বিধ্বংসী হাফসেঞ্চুরি সরফরাজ খানের। তেমনই আর এক অভিষেক কারী ধ্রুব জুরেল যেমন উইকেটের পিছনে প্রশংসনীয় পারফরম্যান্স করেছেন, তেমনই ব্যাট হাতেও ভরসা দিয়েছেন। তরুণদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত রোহিত। সেই থেকেই হয়তো বার্তা, তরুণ বলে ওদের হেলাফেলা করলে ফল ভুগতে হবে।

ইন্সটাগ্রাম স্টোরিতে যশস্বী-সরফরাজ জুটি এবং ধ্রুব জুরেলের অনবদ্য রান আউটের ছবি দিয়ে রোহিত লিখেছেন, ‘ইয়ে আজকালকে বচ্চে…’। যেন ইংল্যান্ডকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন, তোমরা বাজবল নিয়ে মুখে যেটা বলে, আমাদের তথাকথিত বাচ্চা ক্রিকেটাররা সেটা কাজে করে দেখাচ্ছে।

Next Article
IPL 2024, KKR: ইংল্যান্ড প্লেয়ারের পরিবর্ত, ‘বড্ড চোটপ্রবণ’ পেসারকে নিল KKR
Yashasvi Jaiswal: ধোনির শহরে রাজ করবেন, কোন মহেন্দ্রক্ষণের অপেক্ষায় যশস্বী?