AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kuldeep Yadav: ‘তোমার ২ মিনিটের পেপটক বিরাট কাজে লেগেছিল’, কাকে ধন্যবাদ জানালেন কুলদীপ যাদব?

Asia Cup 2023: গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে বল করার সুযোগ পাননি কুলদীপ। কারণ, বৃষ্টির কারণে সেই ম্যাচে শুধু ভারতের ইনিংসই হয়েছিল। এরপর নেপাল ম্যাচে অবশ্য ১০ ওভারই বল করেছিলেন কুলদীপ। তাতে ৩৪ রান খরচ করেন। কিন্তু একটিও উইকেট পাননি। তবে পাকিস্তানের বিরুদ্ধে তিনি জ্বলে ওঠেন। সেই ফর্মই তিনি ধরে রাখেন শ্রীলঙ্কার বিরুদ্ধে।

Kuldeep Yadav: 'তোমার ২ মিনিটের পেপটক বিরাট কাজে লেগেছিল', কাকে ধন্যবাদ জানালেন কুলদীপ যাদব?
Kuldeep Yadav: 'তোমার ২ মিনিটের পেপটক বিরাট কাজে লেগেছিল', কাকে ধন্যবাদ জানালেন কুলদীপ যাদব?Image Credit: Twitter
| Edited By: | Updated on: Sep 13, 2023 | 7:36 PM
Share

কলম্বো: দুরন্ত ছন্দে ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তিনি দাপট দেখাচ্ছেন চলতি মহাদেশীয় টুর্নামেন্টে। এ বারের এশিয়া কাপে (Asia Cup 2023) সর্বাধিক উইকেট নেওয়া বোলারদের তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছেন কুলদীপ। পরপর দুই ম্যাচে মোট ৯টি উইকেট নিয়েছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ফাইফার (৫ উইকেট) নেওয়ার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে আর প্রেমাদাসা স্টেডিয়ামে ৪টি উইকেট নিয়েছেন কুলদীপ। লঙ্কানদের বিরুদ্ধে ভারতের হয়ে সর্বাধিক উইকেট নেন তিনি। কুলদীপের দাপুটে বোলিংয়ের সুবাদে গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। তারপর কুলদীপ জানিয়েছেন তাঁর এক সতীর্থর পেপটক বিরাট কাজে দিয়েছিল। তাঁকে ধন্যবাদও জানিয়েছেন কুলদীপ। সেই ভিডিয়ো তুলে ধরেছে বিসিসিআই টিভি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে বল করার সুযোগ পাননি কুলদীপ। কারণ, বৃষ্টির কারণে সেই ম্যাচে শুধু ভারতের ইনিংসই হয়েছিল। এরপর নেপাল ম্যাচে অবশ্য ১০ ওভারই বল করেছিলেন কুলদীপ। তাতে ৩৪ রান খরচ করেন। কিন্তু একটিও উইকেট পাননি। তবে পাকিস্তানের বিরুদ্ধে তিনি জ্বলে ওঠেন। সেই ফর্মই তিনি ধরে রাখেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। ম্যাচের শেষে অবশ্য কুলদীপ জানান, তাঁর সতীর্থ সূর্যকুমার যাদবের ২ মিনিটের পেপটক তাঁর বিরাট কাজে লেগেছিল।

বিসিসিআই টিভির শেয়ার করা ভিডিয়োতে সূর্যকুমার যাদব এবং কুলদীপ যাদবের কথোপকথন তুলে ধরা হয়েছে। সেখানে সূর্যর জন্য কুলদীপকে বলতে শোনা যায়, ‘তুমি মিনিট দু’য়েকের জন্য যে পেপ টক দিয়েছিল সেটা কাজে লেগেছে। তুমি আমাকে বলেছিল যেন ম্যাচের রাশ আলগা হতে না দিই। ৫ উইকেট নেওয়ার পর অনেক সময় বোলারদের শরীরীভাষা বদলে যায়। সেই সময় বোলাররা অনেকটা নিশ্চিন্ত হয়ে যায়। বাড়তি আত্মবিশ্বাসও থাকে। তাই তোমার কথাগুলো আমার খুব কাজে লেগেছে।’

শ্রীলঙ্কা ম্যাচের পর সূর্যকে ধন্যবাদ জানিয়ে কুলদীপ বলেন, ‘তিনদিন টানা মাঠে নেমেছিলাম আমরা। কিন্তু মনস্থির করে নিয়েছিলাম, সেরাটা দেব। তাই সূর্য ভাই তোমার পেপটকের জন্য ধন্যবাদ জানাই।’ লঙ্কানদের বিরুদ্ধে ৪ উইকেট নেওয়ার পর আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে সবচেয়ে দ্রুত ১৫০টি উইকেট নেওয়ার নজির গড়েছেন কুলদীপ যাদব। চলতি বছরে ১৫টি ওডিআই ম্যাচে ৩১টি উইকেট নিয়েছেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে যা সর্বাধিক।