Manu Bhaker: খেলরত্ন বিতর্ক, এ বার মুখ খুললেন মনুর কোচ জসপাল রানা

অভিষেক সেনগুপ্ত | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 24, 2024 | 6:02 PM

Paris Olympic-Manu Bhaker: জোড়া অলিম্পিক পদক পাওয়া মনুকে ঘিরে সহানুভূতির হাওয়া সর্বত্র। হবে নাই বা কেন! অলিম্পিকে ইতিহাস তৈরি করার পর তাঁকে যদি পুরস্কার প্রত্যাশী হয়ে থাকতে হয়, তা হলে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে।

Manu Bhaker: খেলরত্ন বিতর্ক, এ বার মুখ খুললেন মনুর কোচ জসপাল রানা
Image Credit source: PTI FILE

Follow Us

কলকাতা: মনু ভাকের বিতর্ক ক্রমশ বাড়ছে। ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য আবেদন করেছিলেন। কিন্তু মনোনয়নের তালিকায় রাখা হয়নি তাঁকে। এই খবর ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়েছে। খেলরত্ন পুরস্কার কমিটিকে অভিযুক্ত করেছেন অনেকে। অনেকে আবার দায়ী করেছেন কেন্দ্রীয় সরকারকে। সব মিলিয়ে জোড়া অলিম্পিক পদক পাওয়া মনুকে ঘিরে সহানুভূতির হাওয়া সর্বত্র। হবে নাই বা কেন! অলিম্পিকে ইতিহাস তৈরি করার পর তাঁকে যদি পুরস্কার প্রত্যাশী হয়ে থাকতে হয়, তা হলে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। এরই মধ্যে আবার মুখ খুলেছেন মনুর কোচ জসপাল রানা।

ভারতের শুটিংকে জনপ্রিয় করেছিলেন জসপাল। সাফল্যও দিয়েছিলেন। তিনিই আবার মনুর কোচ। ছেলেবেলা থেকে তৈরি করেছেন মনুকে। অলিম্পিকের মঞ্চে মনুর জোড়া পদকের সাফল্যের পিছনেও জসপাল। সেই তিনিই এ বার ক্ষোভ উগড়ে দিলেন। তাঁর আগে অবশ্য মনুর বাবা রামকৃষ্ণ ভাকের প্রথম ফাঁস করে দিয়েছিলেন খবর। তিনি বলেছিলেন, ‘আমার মেয়ে বলেছে, তা হলে আর খেলার কী দরকার ছিল! অলিম্পিকেই বা নামলাম কেন?’ মনুর এই মন্তব্য কিন্তু ঝড় বইয়ে দিয়েছে।

জসপাল কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ক্রীড়ামন্ত্রক, সাই ও সর্বভারতীয় রাইফেল সংস্থাকে। জলপালের কথায়, ‘যাবতীয় দায় ওদের। ওরা এটা বলল কী করে যে, মনু আবেদন করেনি। ভারতের প্রথম মেয়ে হিসেবে অলিম্পিক থেকে জোড়া পদক জিতে রেকর্ড করেছে। ওর নাম তো স্বাভাবিক ভাবেই আসবে! এটা তো অসম্মানের। কেন একজন সেরা অ্যাথলিট পুরস্কারের জন্য আবেদন করবে? যে কোনও পুরস্কার তো নিজে থেকে আসা উচিত। এ ভাবে কাউকে অস্বীকার করা যায়? এই নিয়মে অবিলম্বে বদল দরকার।’

কেন্দ্রীয় সরকার অবশ্য সমালোচনার মুখে পড়ে কিন্তু বলে দিয়েছে, এখনও খেলরত্ন তালিকা চূড়ান্ত হয়নি। তারপরও প্রশ্ন, তা হলে কি বিপাকে পড়েই উল্টো কথা বলতে শুরু করেছে সরকার?

Next Article