AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লাল কার্ড দেখলেন হিমা, হেরে গেলেন দ্যুতি

ফেডারেশন কাপে (Federation Cup) ব্যর্থ হলেও অলিম্পিকে (Olympics) যোগ্যতা অর্জনের সুযোগ অবশ্য পাবেন।

লাল কার্ড দেখলেন হিমা, হেরে গেলেন দ্যুতি
লাল কার্ড দেখলেন হিমা, হেরে গেলেন দ্যুতি
| Updated on: Mar 16, 2021 | 8:02 PM
Share

পাতিয়ালা: ভাবা হয়েছিল, দুরন্ত একটা রেস অপেক্ষা করে রয়েছে ফেডারেশন কাপের (Federation Cup) ফাইনালে। একদিকে ভারতের দ্রুততম মেয়ে দ্যুতি চাঁদ (Dutee Chand)। অন্য দিকে, হিমা দাস (Hima Das)। দুই সুপারস্টার যখন রয়েছেন, কে চ্যাম্পিয়ন হবেন, তা নিয়ে আলোচনা তো থাকবেই। ফেডারেশন কাপে মেয়েদের ১০০ মিটার রেসে কিন্তু উল্টোটাই হল। দুই তারকাই চরম হতাশ করলেন।

মঙ্গলবার পাতিয়ালায় মেয়েদের ১০০ মিটার রেসে চ্যাম্পিয়ন হলেন তামিলনাড়ুর ২২ বছরের ধনলক্ষ্মী (S Dhanalakshmi)। ১১.৩৯ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। দ্বিতীয় হতে দ্যুতির সময় লাগল ১১.৫৮ সেকেন্ড। তৃতীয় হলেন তামিলনাড়ুর অর্চনা সুশিন্দ্রন (১১.৭৬)। ধনলক্ষ্মীর মতো নতুন মুখ উঠে এলেও অলিম্পিকের জন্য কেউই কোয়ালিফাই করেননি।

আরও পড়ুন: অবসর ভেঙে জাতীয় টিমে ফিরছেন ইব্রা

হিমার কাছে প্রত্যাশা ছিল অনেক বেশি। ৪০০ মিটারই তাঁর ইভেন্ট। কিন্তু ইদানীং তাঁকে ১০০ ও ২০০ মিটারেই দৌড়তে দেখা যাচ্ছে। তার কারণ হল, করোনার জন্য দীর্ঘদিন প্র্যাক্টিসে নামার সুযোগ পাননি। ফলে সেরা ছন্দের ধারেকাছে নেই তিনি। ফেডারেশন কাপে ব্যর্থ হলেও অলিম্পিকে যোগ্যতা অর্জনের সুযোগ অবশ্য পাবেন।