আল খোর: গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল উজবেকিস্তান। তাদের খেলার ধরন বুঝতে অসুবিধা হয়নি। আজকের প্রতিপক্ষ সিরিয়াও তাই। ফিজিক্যাল ফুটবলে বিশ্বাসী। ভারতীয় আক্রমণ ভাগ ও মাঝমাঠে কম উচ্চতার প্লেয়ার। উজবেকিস্তানের কাছে যা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে সেটপিসের ক্ষেত্রে। এএফসি এশিয়ান কাপের আগেই ইংল্যান্ডের বিশ্বকাপার ট্রেভর সিনক্লেয়ারকে নিয়োগ করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তিনি মূলত ডিফেন্স এবং সেটপিস নিয়ে কাজ করেছেন। উজবেকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ হলেও সিরিয়ার জন্য পরিকল্পনা তৈরি, এমনটাই বলছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সিরিয়া ম্যাচের আগে আশাবাদী অধিনায়ক সুনীল ছেত্রী। বলেন, ‘গত দু-ম্যাচের চেয়ে সিরিয়ার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। ওরাও ফিজিক্যাল ফুটবল খেলে। ভালো দিক হল, আমরা ইতিমধ্যেই অস্ট্রেলিয়া ও উজবেকিস্তানের মতো টিমের বিরুদ্ধে খেলেছি। গত দু-ম্যাচে যা হয়েছে সেটা বদলে দেওয়ার ক্ষমতা নেই। আমরা যেটা করতে পারি, সিরিয়ার বিরুদ্ধে গত দু-ম্যাচের ভুলগুলো শুধরে নিতে পারি। সেটাই লক্ষ্য থাকবে।’
গ্রুপে সকলের শেষে রয়েছে ভারত। শেষ ষোলোর দরজা সামান্য হলেও খোলা রাখতে সিরিয়ার বিরুদ্ধে জয় ছাড়া কোনও বিকল্প রাস্তা নেই। গত দু-ম্যাচে গোলের সুযোগ এলেও কাজে লাগাতে ব্যর্থ ভারত। সুনীল বলেন, ‘একটা বিষয় আমরা ভালো ভাবেই বুঝেছি, ফিজিক্যাল গেম সামলাতে হবে আমাদের। ড্রয়ের পর যখন অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, সিরিয়ার সঙ্গে একই গ্রুপে পড়েছিলাম, তখন থেকেই মানসিক ভাবে প্রস্তুত ছিলাম। আমদের কাছে এটা চমকে যাওয়ার মতো কোনও বিষয় নয়।’
ভারতীয় শিবির প্রথম দু-ম্যাচে আক্রমণ ভাগে মিস করেছে সাহাল আব্দুল সামাদকে। ফিট হলেও ম্যাচ খেলার জন্য একশো শতাংশ প্রস্তুত ছিলেন না। সিরিয়ার বিরুদ্ধে তাঁকে পাওয়া যেতে পারে। হয়তো আক্রমণ ভাগে কিছুটা ধার বাড়বে। সাহাল আশাবাদী, সিরিয়ার বিরুদ্ধে ভালো পারফর্ম করবে টিম। তিনি নিজেও প্রস্তুত বলে জানিয়েছেন। সবটাই এখন মাঠে নেমে করে দেখানোর পালা। ভারত প্রথম দু-ম্যাচে পাঁচটি গোল খেয়েছে। অন্য দিকে, সিরিয়া মাত্র একটি গোল খেয়েছে। সুতরাং, তাদের বিরুদ্ধে গোল করা কতটা কঠিন, সাহাল-সুনীলরা ভালো করেই জানেন।