AIFF U-17 Elite Youth League: মাধ্যমিকের মাঝেই ম্যাচ, এলিট লিগে সমস্যায় যুব ফুটবলাররা!
মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই ম্যাচের সূচি দিয়েছে ফেডারেশন। যা দেখে তাজ্জব ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য। টেলিফোনে যোগাযোগ করা হলে, টিভি নাইন বাংলাকে ইউনাইটেড কর্তা বলেন, 'পরীক্ষার মাঝেই খেলার সূচি। আমার দলে ৭জন মাধ্যমিক পরীক্ষার্থী। পরের রাউন্ডে ওঠার লড়াইয়েও আছি আমরা।'

কলকাতা: মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) দেবে না খেলবে? ফেডারেশনের অদ্ভুত সূচির জাতাকলে এলিট লিগের ফুটবলাররা। ফেডারেশনের অনূর্ধ্ব-১৭ এলিট যুব লিগ চলছে। সেই লিগে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান, বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি, ইউনাইটেড স্পোর্টসের মতো দলগুলো। বাংলা থেকে একাধিক ফুটবল ক্লাব, অ্যাকাডেমি অংশ নেয় ওই টুর্নামেন্টে। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান একই গ্রুপে রয়েছে। সেই গ্রুপের সমস্ত খেলা শেষ হয়ে গেলেও ‘কে’ গ্রুপের খেলা এখনও বাকি। আর ওই গ্রুপে রয়েছে বাংলার দুটো দল। ইউনাইটেড স্পোর্টস আর বর্ধমান কালনার ফুটবল টিম এসকেএম স্পোর্টস ফাউন্ডেশন।
মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই ম্যাচের সূচি দিয়েছে ফেডারেশন। যা দেখে তাজ্জব ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য। টেলিফোনে যোগাযোগ করা হলে, টিভি নাইন বাংলাকে ইউনাইটেড কর্তা বলেন, ‘পরীক্ষার মাঝেই খেলার সূচি। আমার দলে ৭জন মাধ্যমিক পরীক্ষার্থী। পরের রাউন্ডে ওঠার লড়াইয়েও আছি আমরা। অথচ এই সময়ে ওই মাধ্যমিক পরীক্ষার্থীদের মাঠে নামা তো বেশ ঝুঁকিপূর্ণ। পরশু পরীক্ষা না থাকায়, ওদিন খেলা দিয়েছে। ফুটবল বডি কনট্যাক্ট গেম। যে কোনও সময় কেউ চোট পেলে সেই ছেলের পড়াশোনার কেরিয়ার তো একদম শেষ। পরীক্ষার দিন আমাদের খেলা দিয়েছিল ফেডারেশন। অনেক অনুরোধের পর সেই খেলার দিন পরিবর্তন করে। এমনকি ১৫ তারিখ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার দিনও খেলা দিয়েছিল। সেটা আপাতত বাতিল করা হয়েছে। ওটার সূচি ঘোষণা হবে। গতকাল, অর্থাৎ ৯ তারিখও ম্যাচ ছিল।’
বুধবার অনূর্ধ্ব-১৭ এলিট যুব লিগে ইউনাইটেড স্পোর্টস ক্লাব খেলবে এসকেএম ফাউন্ডেশনের বিরুদ্ধে। বর্ধমানের কালনায় খেলতে যাবে ইউনাইটেড। সচরাচর বোর্ডের পরীক্ষা চলাকালীন বড় টুর্নামেন্টের ম্যাচ দেওয়া হয় না। সিএবি লিগের বয়সভিত্তিক ম্যাচ যেমন এখন বন্ধ আছে। তা হলে ফেডারেশনের হুঁশ ফিরল না কেন?
ময়দানের এক কর্তা বলেই দিলেন, ‘মাধ্যমিক পরীক্ষা পশ্চিমবঙ্গের বোর্ডের অধীনস্থ হওয়ায় এআইএফএফ হয়তো এটা বুঝতেই পারেনি!’





