এর আগেও কলকাতায় এসেছেন। তবে সেটা প্রায় এক যুগ আগে। ফের কলকাতায় আসছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার। এ বার নামের পাশে বিশ্বজয়ী তকমা। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য অ্যাঞ্জেল ডি মারিয়া। আর্জেন্টিনার আর এক বিশ্বজয়ী ফুটবলার তথা কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ কলকাতায় ঘুরে গিয়েছেন। লিও মেসি, মার্টিনেজদের সতীর্থ ডি মারিয়া আসছেন কলকাতায়। রিষড়ায় একটি ফুটবল সেন্টারের উদ্বোধন করবেন ডি মারিয়া। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এমি মার্টিনেজকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। তিনিই আনছেন অ্যাঞ্জেল ডি মারিয়াকে। অতীতে বিশ্ব ফুটবলের কিংবদন্তি বেবেতো, হিগুয়েতা, দুঙ্গা, কাফুদের কলকাতায় এনেছিলেন। শুধু তাই নয়, বিশ্ব ফুটবলের সম্রাট পেলে এবং রাজপুত্র দিয়েগো মারাদোনাকেও এনেছেন। গত অক্টোবরে এসেছিলেন ব্রাজিলের আর এক কিংবদন্তি রোনাল্ডিনহো। এ বার শতদ্রু দত্তর উদ্যোগেই কলকাতায় পা রাখতে চলেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া।
রিষড়ায় একটি হাই পারফরম্যান্স সেন্টার উদ্বোধন করবেন ডি মারিয়া। শতদ্রু দত্ত সে বিষয়েই কথা বলতে গিয়েছেন আর্জেন্টিনার রোজারিওতে। এই শহর লিও মেসির জন্যও পরিচিত। এখনও অবধি যা পরিকল্পনা, দেড় দিনের সফরে বাংলায় আসবেন ডি মারিয়া। একই সঙ্গে বাংলাদেশ সফরেও কিছুক্ষণের জন্য যাওয়ার কথা।
ডি মারিয়ার এই সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত রোজারিও থেকে বলেছেন, ‘রিষড়ায় একটি হাইপারফরম্যান্স সেন্টার গড়েছি। সেটি উদ্বোধন করবেন ডি মারিয়া। প্রায় ১০ হাজার বর্গফুট জুড়ে এই হাইপারফরম্যান্স সেন্টার। অত্যাধুনিক পরিকাঠামো রয়েছে। ইতিমধ্যেই ইউরোপ এবং লাতিন আমেরিকার বেশ কয়েকজন কোচের সঙ্গেও কথা হয়েছে। তাঁরা নতুন প্রতিভা তুলে আনার ক্ষেত্রে ভূমিকা নেবেন।’ হাতে গোনা কয়েকজনই এই হাইপারফরম্যান্স সেন্টারে ফুটবল শিক্ষার সুযোগ পাবে। এর মধ্যে রয়েছে শতদ্রু দত্তর পুত্র দিয়েগো।