কলকাতা: আইএসএলের (ISL) রং হল সবুজ-মেরুন। এই প্রথম বার ইন্ডিয়ান সুপার লিগের ট্রফি জিতল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। শনিরাতে ফাতোরদা স্টেডিয়ামে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে (Bengaluru FC) টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন প্রীতম কোটাল-দিমিত্রি পেত্রাতোসরা। মোহনবাগানের সঙ্গে ‘এটিকে’-র সংযুক্তির পর এই নিয়ে দ্বিতীয় বার ফাইনাল খেলতে নেমেছিল এটিকে মোহনবাগান। রবিবার ১৯ মার্চ আইএসএল ট্রফি নিয়ে কলকাতায় ফিরেছে সবুজ-মেরুন ফুটবলাররা। চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে বিমানবন্দর থেকে জনপ্লাবন। RPSG অফিসে প্রথমে এক দফা সেলিব্রেশন হয়। আইএসএল ট্রফি জয়ের পাশাপাশি মোহনবাগান সমর্থকদের উচ্ছ্বাসের আরও একটি কারণ রয়েছে। এটিকে মোহনবাগানের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দিন ক্লাবের অন্যতম ডিরেক্টর সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেছেন, মোহনবাগান নাম থেকে সরে যাচ্ছে এটিকে। এ বার থেকে সবুজ-মেরুন খেলবে মোহনবাগান সুপার জায়ান্টস নামে। সোমবার, ২০ মার্চ ক্লাব তাঁবুতে হয়েছে আরও এক দফায় সেলিব্রেশন। তাতে হাজির ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনভর আইএসএল জয়ী মোহনবাগানের সেলিব্রেশনে খুঁটিনাটি খবর এবং লেন্স-বন্দী মুহূর্তগুলি দেখে নিন TV9Bangla-র এই লাইভব্লগে।
আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগানের পরবর্তী লক্ষ্য সুপার কাপ। চলতি বছরের এপ্রিলে শুরু হবে সুপার কাপ।
মোহনবাগান সচিব দেবাশিস দত্ত রাতারাতি সমর্থকদের কাছে হিরো বনে গিয়েছেন।
পড়ুন বিস্তারিত – Mohun Bagan: মোহনবাগানে ‘ম্যান অব দ্য মোমেন্ট’ এখন সচিব দেবাশিসই
মোহনবাগানের বিজয় উৎসবের মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কখনও ক্লাবের ‘অতিবড় সমর্থক’, কখনও আবার ফিরে গেলেন অতীতে।
পড়ুন বিস্তারিত – Mohun Bagan: বিশ্বের সেরা ক্লাব হোক মোহনবাগান: মমতা
সকাল থেকেই মোহনবাগান উৎসবের মেজাজে। সবুজে-মেরুনে রাঙানো ক্লাব তাঁবু।
পড়ুন বিস্তারিত – Mohun Bagan: উৎসবের বাগানে মুখ্যমন্ত্রী, সংবর্ধিত ফেরান্দো-প্রীতমরা
সমর্থকদের ট্রফি দেখার ব্যবস্থা ক্লাবের। সাতদিনের জন্য ক্লাব তাঁবুতে রাখা থাকবে আইএসএলের ট্রফি। সমর্থকরা নির্দিষ্ট সময়ে এসে সেই ট্রফি দেখার সুযোগ পাবেন।
মোহনবাগান ক্লাবকে আইএসএল জেতার জন্য আর্থিক উপহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সমর্থকদের মিষ্টি খাওয়ার জন্য এবং ক্লাবের পরিকাঠামো উন্নয়ণের জন্য ৫০ লাখ টাকা উপহার মুখ্যমন্ত্রীর। একই সঙ্গে সই করা বল উপহার দিলেন বাগান জনতাকে।
মোহনবাগানের কোচ হুয়ান ফেরান্দো ও দলের ফুটবলারদের সঙ্গে মঞ্চের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়।
মোহনবাগানের বিয়োজৎসবের মঞ্চ থেকে সমর্থকদের ফুটবল উপহার দিলেন মমতা।
মোহনবাগানের বিজয় উৎসবের মঞ্চ থেকে কী কী বললেন মমতা?
ভারতসেরা মোহনবাগানের জয়ের সেলিব্রেশনে সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও।
আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর মোহনবাগান মাঠে ট্রফি নিয়ে চলছে বিজয়োৎসব। গ্যালারিতে উচ্ছ্বাস সবুজ-মেরুন সমর্থকদের। সবুজ-মেরুন পতাকা, আবিরে ছেয়ে গিয়েছে বাগান গ্যালারি।
মঞ্চে উপস্থিত হলেন আইএসএলজয়ী মোহনবাগানের ফুটবলাররা। সঙ্গে রয়েছে আইএসএল ট্রফিও।
মোহনবাগান মাঠে আসবেন মুখ্যমন্ত্রী। মাঠে আসবে আইএসএলের ট্রফিও। গ্যালারিতে সবুজ-মেরুন জনতার উচ্ছ্বাস।
আজ আইএসএল জয়ী মোহনবাগানের সেলিব্রেশন হবে ক্লাব তাঁবুতে। সেজে উঠেছে ক্লাব তাঁবুতে সেলিব্রেশনের মঞ্চ।
TV9Bangla-র লাইভব্লগে আপনাদের সকলকে ফের স্বাগত। দিনভর দেখুন মোহনবাগানের আইএসএল জয়ের খুঁটিনাটি খবর।
ভারতসেরা মোহনবাগান। এ দিন শহরে পৌঁছেছে চ্যাম্পিয়ন দল। দিন ভর চলেছে সেলিব্রেশন। কাল, সোমবার ক্লাব তাঁবুতে উৎসব। বিস্তারিত পড়ুন : মোহনবাগান তাঁবুতে সোমবার বড় উৎসব, থাকবেন মুখ্যমন্ত্রী
টিম বাস থেকে মোহনবাগান সমর্থকদের উচ্ছ্বাসে সামিল হলেন দিমিত্রি-বিশালরা।
POV: You have the best fans in the country!#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/nrawi7vgzW
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) March 19, 2023
RPSG অফিসে মোহনবাগানের গোলকিপার, এ বারের আইএসএলের গোল্ডেন গ্লাভসজয়ী বিশাল কাইথের সঙ্গে কোচ হুয়ান ফেরান্দো।
RPSG অফিসে ট্রফি হাতে পোজ দিলেন মোহনবাগানের কোচ হুয়ান ফেরান্দো, অধিনায়ক প্রীতম কোটাল থেকে শুভাশিস বসু ও দিমিত্রি পেত্রাতোসরা।
RPSG অফিসে চ্যাম্পিয়ন মোহনবাগানের সেলিব্রেশন শুরু।
আইএসএ চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে মোহনবাগান পৌঁছে গেল RPSG অফিসে। সেখানেই লাঞ্চ করবেন ফুটবলার থেকে দলের বাকি সদস্যরা। আর কিছুক্ষণ পর শুরু হবে সেলিব্রেশন।
চারিদিকে উড়ছে মোহনবাগানের পতাকা। আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানের নামে প্ল্যাকার্ডও রয়েছে একাধিক বাগান সমর্থকদের হাতে।
দুবাই থেকে ফোনে TV9Bangla-কে নিজের প্রতিক্রিয়া জানালেন মোহনবাগানের সভাপতি স্বপনসাধন বসু (টুটু)।
বিস্তারিত পড়ুন – ISL Champion: ‘সমর্থকদের সঙ্গে আমিও নাচব’, কলকাতায় ফেরার অপেক্ষায় টুটু বসু
বিমানবন্দরে টিম পৌঁছতেই গর্জনে কান পাতা দায়। ‘আমরা কারা মোহনবাগান’ আওয়াজটা শুধু যেন কলকাতায়ই আটকে ছিল না। বাতাসে ধাক্কা খেয়ে ছড়িয়ে পড়ছিল দেশজুড়ে। আবারও ভারতসেরা মোহনবাগান।
পড়ুন বিস্তারিত – ISL Champion: ‘আমরা কারা…’, চ্যাম্পিয়নরা ফিরতেই গর্জনে কাপল কলকাতা
আরপিএসজি অফিসের পথে এগিয়ে চলেছে আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানের টিম বাস। বৃষ্টি উপেক্ষা করে শ’য়ে শ’য়ে বাইক নিয়ে মোহনবাগানের টিম বাসের পেছনে সবুজ-মেরুন সমর্থকরা এগিয়ে চলেছে।
শনিরাতে ফাতোরদা স্টেডিয়ামের রং হল সবুজ-মেরুন।
পড়ুন বিস্তারিত – Mohun Bagan: চ্যাম্পিয়ন মোহনবাগান, আইএসএলের রং যখন সবুজ-মেরুন
গোল, পাল্টা গোল, পেনাল্টি, পাল্টা পেনাল্টি। লহমায় যেন পাল্টে যাচ্ছিল স্কোরলাইন। এমন উত্তেজক ম্য়াচে চাপ যেমন ঢুকে পড়ে, তেমনই উৎকণ্ঠা অনেক সময় নড়িয়ে দেয় বিশ্বাসের ভিত। জয়ের পর কী বলেছেন চ্যাম্পিয়ন দলের সদস্যরা?
বিস্তারিত পড়ুন – ISL 2022-23, Final: জয়ের পর কী বলছে সবুজ মেরুন শিবির?
মরসুম শুরুর আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল যে এটিকে মোহনবাগান নাম বদলে মোহনবাগান সুপার জায়ান্টস নাম হতে পারে। সমর্থকদের দাবি মেনে সেটাই সত্যি হল অবশেষে।
পড়ুন বিস্তারিত – Mohun Bagan: আন্দোলনের জয়, এটিকে সত্যিই ‘রিমুভড’ মোহনবাগান থেকে
নির্ধারিত সময়ে স্কোরলাইন ছিল ২-২। টাইব্রেকারে ৪-৩ জেতে হুয়ান ফেরান্দোর টিম।
পড়ুন বিস্তারিত – ISL 2022-23, FINAL: বিশাল কাইথের ‘হাত’ ধরে ভারতসেরা মোহনবাগান!
আইএসএল চ্যাম্পিয়ন হয়ে কলকাতায় ফিরেছে মোহনবাগান। বিমানবন্দরে বাগান সমর্থকদের উন্মাদনা রীতিমতো চোখে পড়ার মতো। সমর্থকদের ভিড় কাটিয়ে টিম বাস যেন এগোতেই পারছে না।
কাতারে কাতারে মোহনবাগান সমর্থকরা হাজির দমদম বিমানবন্দরে। কলকাতায় পা রাখল আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান।
মোহনবাগানের সমর্থকরা প্ল্যাকার্ড হাতে জড়ো হয়েছেন দমদম বিমানবন্দরে।
দমদম বিমানবন্দরে শুরু মোহনবাগানের সমর্থকরা সবুজ-মেরুন আবির খেলা শুরু করে দিয়েছে।
দমদম বিমানবন্দরের সামনে ধীরে ধীরে সবুজ-মেরুন সমর্থকদের ঢল বাড়ছে। আর কিছুক্ষণ পরই গোয়া থেকে প্রীতম কোটালদের ফ্লাইট নামবে দমদম বিমানবন্দরে।
আমরা কারা মোহনবাগান, তোমরা কারা মোহনবাগান, জিতেছে যারা ভারতসেরা মোহনবাগান…
এই স্লোগানেই মুখরিত কলকাতা বিমানবন্দর।
ভারতসেরা হওয়ার পরের দিনই ট্রফি নিয়ে সোজা তিলোত্তমায় ফিরছেন মোহনবাগানের ফুটবলার থেকে সাপোর্ট স্টাফরা।
পড়ুন বিস্তারিত – Mohun Bagan: মেরিনার্সরা তৈরি তো? ট্রফি নিয়ে আজই কলকাতায় ফিরছে মোহনবাগান