TV9 বাংলা ডিজিটাল: টানা তিন ম্যাচে জয়ের পর থমকে গেছে এটিকে মোহনবাগানের স্বপ্নের দৌড়। জামশেদপুর এফ সি-র বিরুদ্ধে দুটো ভুলের খেসারত দিতে হয়েছে হাবাসের দলকে। ভালসকিসদের বিরুদ্ধে করা ভুল থেকে শিক্ষা নিয়ে আজ মাঠে নামছে সবুজ-মেরুন। ফতোরদায় এডু গার্সিয়াদের সামনে হায়দরাবাদ এফ সি। তেলেঙ্গনার দলটি আইএসএলে এখনও অপরাজিত। তাছাড়া এখনও পর্যন্ত মাত্র একটা গোল হজম করেছে হায়দরাবাদ।
It’s MATCHDAY! ?❤️ #ATKMohunBagan #Mariners #JoyMohunBagan #IndianFootball #ATKMBHFC pic.twitter.com/h35G0J938H
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) December 11, 2020
তাই বলাই যায় আজ রাতে রয় কৃষ্ণাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। এখনও পর্যন্ত এটিকে মোহনবাগানের সব গোলই এসছে দ্বিতীয়ার্ধে। দলের করা ৫ গোলের মধ্যে ৪টেই রয় কৃষ্ণার। গোটা দল গোলের জন্য তাকিয়ে ফিজির স্ট্রাইকারকে দিকে। প্রতিপক্ষ সব দলই রয়কে আটকানোর স্ট্র্যাটেজি নিচ্ছে। এই পরিস্থিতিতে হাবাসও মানছেন যে, “গোলের জন্য অন্য ফুটবলারদেরও ঝাঁপাতে হবে।” গত আইএসএলে হায়দরাবাদের বিরুদ্ধে ২ ম্যাচে ৩ গোল করেছিলেন রয় কৃষ্ণা।
We battle it out against @HydFCOfficial in our second home match of the tournament!! ??#Mariners, let’s get back to winning ways!! ?#ATKMohunBagan #ATKMBHFC #JoyMohunBagan #IndianFootball pic.twitter.com/BiTTivoEbI
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) December 11, 2020
গোয়ার গরম,আর্দ্রতা ভরা আবহাওয়ায় ৩-৪ দিন অন্তর ম্যাচ।সেই সঙ্গে রয়েছে ফুটবলারদের চোটাঘাত। যা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলছে বলে স্বীকার করে নিচ্ছেন দুবারের আইএসএল জয়ী কোচ হাবাস। তার স্পষ্ট বক্তব্য,ফুটবলরা-রা যন্ত্র নন।
আরও পড়ুন:আজ বিয়ের ‘হ্যাটট্রিক’
জামশেদপুরের ম্যাচের ভুল ক্রুটি শুধরে মাঠে নামতে তৈরি এটিকে মোহনবাগান ডিফেন্স। ভালকিসদের মতই হায়দরাবাদও সেটপিসে বেশ ভাল। নিজের দলের ডিফেন্ডারদের তা মনে করিয়ে দিয়েছেন হাবাস। চলতি আইএসএলে ওপেন প্লে-তে এখনও গোল হমজ করেননি সন্দেশরা। আইএসএলে হায়দরাবাদের দুটো গোলই করেছেন আরিদানে সান্তানা। স্প্যানিশ স্ট্রাইকারের দিকেও বাড়তি নজর থাকছে তিরি-প্রীতমদের।
ভালসকিসদের বিরুদ্ধে মাঝমাঠে হাভি হার্নান্ডেজের অভাব টের পেয়েছে এটিকে মোহনবাগান। আজ প্রথমে একাদশে ফিরতে পারেন হাবাসের দলের এই স্প্যানিশ মিডফিল্ডার। খেলতে পারেন ডেভিড উইলিয়ামসও।