ISL 2022-23: লিগ টেবলের শেষ দল নর্থইস্টকেও সমীহ করছেন সবুজ মেরুন কোচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 10, 2022 | 12:11 PM

আজ, যথেষ্ট আত্মবিশ্বাসী হয়েই নামবে হুয়ান ফেরান্দোর ছেলেরা। এই ম্যাচে সবুজ-মেরুন শিবিরকে ফেভারিট বলছেন অনেকেই। যদিও তা নামতে নারাজ মোহনবাগানের স্প্যানিশ কোচ।

ISL 2022-23: লিগ টেবলের শেষ দল নর্থইস্টকেও সমীহ করছেন সবুজ মেরুন কোচ
ISL 2022-23: লিগ টেবলের শেষ দল নর্থইস্টকেও সমীহ করছেন সবুজ মেরুন কোচ
Image Credit source: ISL Website

Follow Us

কলকাতা: আজ, লক্ষ্মীবারে ঘরের মাঠে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) ম্যাচ। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। লিগ টেবলের সব চেয়ে নীচে ধুঁকতে থাকা দলের বিরুদ্ধে নামার আগেও যথেষ্ট সচেতন সবুজ মেরুন শিবির। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে জেতার পর, মুম্বই সিটি এফসির বিরুদ্ধে গত ম্যাচে ড্র করেছে বাগান শিবির। ফলে আজ, যথেষ্ট আত্মবিশ্বাসী হয়েই নামবে হুয়ান ফেরান্দোর ছেলেরা। এই ম্যাচে সবুজ-মেরুন শিবিরকে ফেভারিট বলছেন অনেকেই। যদিও তা নামতে নারাজ মোহনবাগানের স্প্যানিশ কোচ। লিগ টেবলের সব চেয়ে শেষে থাকা দল হলেও, নর্থইস্ট ইউনাইটেডকে হালকাভাবে নিতে চান না ফেরান্দো। সল্টলেকে আজ নামার আগে কী বললেন ফেরান্দো, তুলে ধরল TV9Bangla।

লিগ টেবলের শেষ দলেক বিরুদ্ধে নামার আগে ফেরান্দো বলেন, “নর্থইস্টের বিরুদ্ধে ম্যাচটা আমাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ, তেমনই কঠিনও। গত রবিবারই ম্যাচ খেলার দু’দিনের মধ্যে আর একটা অন্য ধরণের ম্যাচের জন্য মানসিকতা তৈরি করাটা মোটেও সোজা নয়। বাইরে থেকে আসার পর, বিশ্রাম নিয়ে কার্যত প্রস্তুতির জন্য একদিনের বেশি সময়ও পাওয়া যায়নি। দলের সকলে নিজেদের মতো করে তৈরি হয়েছে। সবাই কিন্তু ফোকাসড। এখন আমরা লিগ টেবলের শীর্ষস্থানের কাছাকাছি রয়েছি। তাই এই ম্যাচের তিন পয়েন্টটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যার ফলে এই ম্যাচটা কঠিন হতে চলেছে। আশা করি মাঠে নামার মতো মানসিকতা ওদের তৈরি হয়ে গিয়েছে।”

দলের পারফরম্যান্স নিয়ে ফেরান্দো বলেন, “আমরা সবসময়ই ভালো খেলছি। ডুরান্ড কাপ, কুয়ালালামপুর (এএফসি কাপ) বা চেন্নায়িন এফসি- যাদের পরিসংখ্যান দেখুন, বুঝতে পারবেন আমরা প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিলাম। তবে শুধু প্রতিপক্ষের গোলকিপারের সামনেই আমরা আসল কাজটা করতে পারিনি। এই সমস্যা থাকলে অনেক দলকে দুর্বল মনে হতে পারে। দলের পারফরম্যান্স কিন্তু সেই একই স্তরে রয়েছে। ম্যাচে, অনুশীলনে সব জায়গায় ছেলেরা যথেষ্ট পরিশ্রম করছে। ভালো পারফরম্যান্স করেও দেখাচ্ছেও। সাফল্য না পেলে যে কোনও দলের মানসিকতাই কিছুটা নেতিবাচক থাকে। আমাদেরও হয়তো কিছুটা সেটাই ছিল। তবে এখন সবকিছু ঠিক হয়ে গিয়েছে। এখন দলের মধ্যে আত্মবিশ্বাস অনেকটা বেশি। সামনের প্রতিটা ম্যাচেই তিন পয়েন্টের জন্য ঝাঁপাতে হবে। সেই মানসিকতা নিয়েই নামব আমরা।”

নর্থইস্টের বিরুদ্ধে পোগবাকে হয়তো দেখা যাবে না। দলের বাকিদের ব্যাপারে তিনি বলেন, “দলের সকলেই খেলার জন্য তৈরি। আর এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। জনি, প্রীতম, ব্রেন্ডনদের পারফরম্যান্সের এখন সবাই প্রশংসা করছে ঠিকই। কিন্তু ওদের এই পারফরম্যান্সের পিছনে সুমিতদের পরিশ্রমও রয়েছে। গত তিনটি ম্যাচে আমরা ভালো খেলেছি। আমাদের দলে যে ২৭ জন প্লেয়ার রয়েছে, তারা প্রত্যেকেই পরিশ্রম করছে, ভালো খেলছে। সকলেই প্রথম এগারোয় জায়গা পাওয়ার জন্য পরিশ্রম করছে। দেখা যাক, দলে পরিবর্তন হতেই পারে। তবে যারাই খেলুক, আমাদের লক্ষ্য নর্থইস্ট ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়া। পোগবা ছাড়া কারও চোট আঘাত নেই। পোগবা সেরে উঠছে। বাকিদের কেউ কেউ ক্লান্ত। তবে সকলে সুস্থ আছে।”

মরশুমের শুরু থেকে মোহনবাগানের রক্ষণ নিয়ে অনেক অভিযোগ ছিল সমর্থকদের। ধীরে ধীরে বাগান শিবিরের রক্ষণ অনেকটা উন্নতি করেছে। মোহনবাগানের তারকা ডিফেন্ডার শুভাশিস বোস এ ব্যপারে বলেন, “আমরা গোল না খেয়ে সব ম্যাচ জিতি, এমন প্রত্যাশাই তো সমর্থকদের থাকবে। দলে এখন আমরা সবাই ধীরে ধীরে মানিয়ে নিচ্ছি। রক্ষণে আমরা যে শুধু তিন বা চারজন খেলি, তা তো নয়, পুরো দলই ডিফেন্স করে। সময় মতো আক্রমণেও উঠি পুরো দল মিলে। পুরো দল যখন একসঙ্গে পরিশ্রম করছি এবং দলের বাঁধন যত শক্ত হচ্ছে, ততই আমরা ইতিবাচক হচ্ছি। প্রত্যেকে নিজেদের উজাড় করে দিয়ে আক্রমণে ও রক্ষণে সাহায্য করে চলেছে। আমরা টিমগেম খেলি। আশা করি, পরের ম্যাচগুলোতে আমরা আরও ভালো খেলতে পারব এবং পুরো পয়েন্ট নিয়ে এসে আমরা লিগ তালিকায় শীর্ষে পৌঁছতে পারব।”

Next Article