ISL 2022-23: সুনীলদের বিরুদ্ধে নামার আগে পুরোদমে অনুশীলনে লাল-হলুদ শিবির

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 10, 2022 | 1:02 PM

চলতি আইএসএলে আগামীকাল, শুক্রবার শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামতে চলেছে স্টিফেন কনস্ট্যান্টাইনের ইস্টবেঙ্গল। নতুন মরসুমে এখনও অবধি ৫টি ম্যাচে খেলে মাত্র ১টিতে জিতেছে ইস্টবেঙ্গল। বাকি ৪ ম্যাচে হেরেছে লাল-হলুদ শিবির। সুনীল ছেত্রীদের বিরুদ্ধে ৩ পয়েন্টে নজর স্টিফেনের ছেলেদের। তার জন্যই জোরকদমে অনুশীলন করছে ইস্টবেঙ্গলের প্লেয়াররা।

1 / 5
চলতি আইএসএলে (ISL) আগামীকাল, শুক্রবার শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) বিরুদ্ধে নামতে চলেছে স্টিফেন কনস্ট্যান্টাইনের ইস্টবেঙ্গল (East Bengal)। নতুন মরসুমে এখনও অবধি ৫টি ম্যাচে খেলে মাত্র ১টিতে জিতেছে ইস্টবেঙ্গল। বাকি ৪ ম্যাচে হেরেছে লাল-হলুদ শিবির। সুনীল ছেত্রীদের বিরুদ্ধে ৩ পয়েন্টে নজর স্টিফেনের ছেলেদের। তার জন্যই জোরকদমে অনুশীলন করছে ইস্টবেঙ্গলের প্লেয়াররা। (ছবি-ইস্টবেঙ্গল)

চলতি আইএসএলে (ISL) আগামীকাল, শুক্রবার শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) বিরুদ্ধে নামতে চলেছে স্টিফেন কনস্ট্যান্টাইনের ইস্টবেঙ্গল (East Bengal)। নতুন মরসুমে এখনও অবধি ৫টি ম্যাচে খেলে মাত্র ১টিতে জিতেছে ইস্টবেঙ্গল। বাকি ৪ ম্যাচে হেরেছে লাল-হলুদ শিবির। সুনীল ছেত্রীদের বিরুদ্ধে ৩ পয়েন্টে নজর স্টিফেনের ছেলেদের। তার জন্যই জোরকদমে অনুশীলন করছে ইস্টবেঙ্গলের প্লেয়াররা। (ছবি-ইস্টবেঙ্গল)

2 / 5
ঘরের মাঠে গত ম্যাচে চেন্নায়িন এফসির বিরুদ্ধে ১-০ ব্যবধানে হেরেছে ইস্টবেঙ্গল। হারের ধাক্কা সামলে এ বার পয়েন্ট তোলাই লক্ষ্য ইভান গঞ্জালেজদের। (ছবি-ইস্টবেঙ্গল)

ঘরের মাঠে গত ম্যাচে চেন্নায়িন এফসির বিরুদ্ধে ১-০ ব্যবধানে হেরেছে ইস্টবেঙ্গল। হারের ধাক্কা সামলে এ বার পয়েন্ট তোলাই লক্ষ্য ইভান গঞ্জালেজদের। (ছবি-ইস্টবেঙ্গল)

3 / 5
আইএসএলে কলকাতা ডার্বির পর চেন্নায়িন ম্যাচেও হেরেছে ইস্টবেঙ্গল। আইএসএলে এখনও অবধি ৫টা ম্যাচের মধ্যে ৪টে-তে হার। ক্রমশ নীচের দিকে নেমে চলেছে ইস্টবেঙ্গল। (ছবি-ইস্টবেঙ্গল)

আইএসএলে কলকাতা ডার্বির পর চেন্নায়িন ম্যাচেও হেরেছে ইস্টবেঙ্গল। আইএসএলে এখনও অবধি ৫টা ম্যাচের মধ্যে ৪টে-তে হার। ক্রমশ নীচের দিকে নেমে চলেছে ইস্টবেঙ্গল। (ছবি-ইস্টবেঙ্গল)

4 / 5
 আইএসএলের লিগ টেবলের ১০ নম্বরে রয়েছে স্টিফেনের ছেলেরা। তাদের পরের ম্যাচের প্রতিপক্ষ বেঙ্গালুরু রয়েছে লিগ টেবলের আট নম্বরে। গত দুটো ম্যাচে সুনীলের দলও হেরেছে। ফলে লাল হলুদের সামনে সুযোগ রয়েছে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার। (ছবি-ইস্টবেঙ্গল)

আইএসএলের লিগ টেবলের ১০ নম্বরে রয়েছে স্টিফেনের ছেলেরা। তাদের পরের ম্যাচের প্রতিপক্ষ বেঙ্গালুরু রয়েছে লিগ টেবলের আট নম্বরে। গত দুটো ম্যাচে সুনীলের দলও হেরেছে। ফলে লাল হলুদের সামনে সুযোগ রয়েছে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার। (ছবি-ইস্টবেঙ্গল)

5 / 5
ভিপি সুহের, ক্লেটন সিলভারা গোলের সুযোগ তো পাচ্ছেন, কিন্তু শেষ অবধি বিপক্ষের জাল কাঁপাতে পারছেন না। যে কারণে সমর্থকদের ধৈর্য্যের বাঁধ ভাঙছে। (ছবি-ইস্টবেঙ্গল)

ভিপি সুহের, ক্লেটন সিলভারা গোলের সুযোগ তো পাচ্ছেন, কিন্তু শেষ অবধি বিপক্ষের জাল কাঁপাতে পারছেন না। যে কারণে সমর্থকদের ধৈর্য্যের বাঁধ ভাঙছে। (ছবি-ইস্টবেঙ্গল)

Next Photo Gallery