ISL 2021-22: আত্মতুষ্টিতে ভুগতে নারাজ সন্দেশ-মনবীররা

সন্দেশ বলেন, 'ক্রোয়েশিয়ায় খেলতে যাওয়ার সময়ের মতোই দলের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন ছিল। কোয়ারান্টিন পর্ব মিটিয়ে নিজের সেরা ফিটনেসে পৌঁছনটা বেশ কঠিন ছিল। দলের কোচ, সাপোর্ট স্টাফদের আমি ধন্যবাদ জানাতে চাই। ম্যাচের সেরা পুরস্কার স্ত্রী, পরিবারের পাশাপাশি দলকেও উৎসর্গ করছি।'

ISL 2021-22: আত্মতুষ্টিতে ভুগতে নারাজ সন্দেশ-মনবীররা
সন্দেশ ঝিঙ্গান ও মনবীর সিং। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Feb 28, 2022 | 8:15 PM

ফাতোরদা: বেঙ্গালুরু এফসিকে (Bengaluru FC) ২-০ হারিয়ে আবারও শীর্ষস্থান দখলের দৌড়ে প্রবল ভাবে এগিয়ে এসেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। বৃহস্পতিবার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে বাগানের পরবর্তী ম্যাচ। এই মুহূর্তে লিগ টেবিলের তিন নম্বরে রয়েছে এটিকে মোহনবাগান। স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো অবশ্য বেঙ্গালুরু ম্যাচ থেকে পাওয়া ৩ পয়েন্টকে ভুলে যেতে চান। তাঁর ফোকাসে এখন বৃহস্পতিবারের চেন্নাইয়িন ম্যাচ। সোমবার বিকেলেও তাই ফুটবলারদের অনুশীলনে ছুটি দেননি তিনি। অনেক দিন বাদে ক্লিনশিট রেখে মাঠ ছেড়েছে এটিকে মোহনবাগান। লিগের মাঝপথে দলের সঙ্গে যোগ দিয়েও ম্যাচের সেরা হন সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)। নির্ভরযোগ্য ডিফেন্ডার চোট সারিয়ে ফর্মে ফেরায় বাগানের রক্ষণ অনেকটাই মজবুত হয়েছে। বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচের সেরা হয়ে খুশি বাগান ডিফেন্ডারও।

সন্দেশ বলেন, ‘ক্রোয়েশিয়ায় খেলতে যাওয়ার সময়ের মতোই দলের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন ছিল। কোয়ারান্টিন পর্ব মিটিয়ে নিজের সেরা ফিটনেসে পৌঁছনটা বেশ কঠিন ছিল। দলের কোচ, সাপোর্ট স্টাফদের আমি ধন্যবাদ জানাতে চাই। ম্যাচের সেরা পুরস্কার স্ত্রী, পরিবারের পাশাপাশি দলকেও উৎসর্গ করছি।’

এর সঙ্গে যোগ করে সন্দেশ বলেন, ‘বেঙ্গালুরুর সঙ্গে গোল অক্ষত রেখে ফিরতে পারার কৃতিত্ব আমার একার নয়। পুরো দলের। তিরির সঙ্গে জুটি বেঁধে ফের নিজেকে মানিয়ে নিয়েছি। তবে দলের অন্যরাও তাদের সেরাটা দিয়েছে। লিস্টন, মনবীর গোল না করলে ম্যাচ জেতাও সম্ভব হত না। রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসকে ছাড়াও আমরা ৩ পয়েন্ট পেয়েছি। সেরা ফিটনেসে পৌঁছতে না পারলেও রোজ অনুশীলন করছি। চ্যাম্পিয়নশিপ ট্রফি আর শিল্ড দুটোই জিততে চাই।’

বেঙ্গালুরুর বিরুদ্ধে গোলের পর মনবীর বলেন, ‘নিজের গোলের চেয়েও দলের জয় পাওয়াটা ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বাস ছিল, গোল পাবই। আগের দুটো ম্যাচে পয়েন্ট নষ্ট করায় এই ম্যাচ থেকে পয়েন্ট পাওয়াটা খুব জরুরি ছিল। শেষ চার নিশ্চিত। তবে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। জানি কাজটা বেশ কঠিন। অন্য দলের দিকে তাকিয়ে না থেকে, নিজেদের কাজটা করে যেতে চাই। লিগের বাকি দুটো ম্যাচ জেতাই এখন আমাদের পাখির চোখ।’

আরও পড়ুন: TV9 Bangla Exclusive: রহস্যময় কারণে নির্বাসিত বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকার