মারগাও: আজ সব নজর ফতোরদায়। বড় ম্যাচ ঘিরে উন্মাদনার থার্মোমিটারে চড়ছে পারদ। আইএসএলের প্লে অফে ওঠার সম্ভাবনা নেই এসসি ইস্টবেঙ্গলের। ডার্বি জিতেই সমস্ত হতাশা ভুলতে চান লাল-হলুদ জনতা। প্রথম ডার্বিতে হারের বদলা নিতে মুখিয়ে স্টেইনম্যান-পিলকিংটনরা। অন্যদিকে দুরন্ত ছন্দে এটিকে মোহনবাগান। তরতরিয়ে এগোচ্ছে পালতোলা নৌকা। ডার্বি জিতে আইএসএলের শীর্ষস্থান মজবুত করতে চান রয় কৃষ্ণা-মার্সেলিনহোরা। প্রথম পর্বে রয় কৃষ্ণা আর মনবীরের গোলে এসসি ইস্টবেঙ্গলকে হারিয়েছিল সবুজ-মেরুন।
ডার্বি জয়ের সঙ্গে ক্লিনশিটও লক্ষ্য সবুজ-মেরুনের স্প্যানিশ হেড কোচের। ইস্টবেঙ্গল ৯ নম্বরে থাকলেও হাল্কা চোখে দেখতে নারাজ বাগান থিঙ্ক ট্যাঙ্ক। কোচ ফাউলার বেঞ্চে না থাকলেও তার স্ট্র্যাটেজিকে কাজে লাগাতে মরিয়া থাকবেন ব্রাইটরা। সেটা ভালো মতোই জানে এটিকে মোহনবাগান শিবির। লাল-হলুদের তারকা ব্রাইটকে রুখতে বাড়তি দায়িত্ব থাকবে সন্দেশ ঝিঙ্গান, তিরিদের কাঁধে। তবে শুধু ব্রাইট নয়, পিলকিংটন-স্টেইনম্যানদেরও গুরুত্ব দিচ্ছে গঙ্গাপারের ক্লাব।
খাতায়-কলমে অনেকটাই এগিয়ে এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণাদের বিরুদ্ধে মাঠে নামার আগে লাল-হলুদকে ভাবাচ্ছে রক্ষণের ব্যর্থতা। প্রতি ম্যাচেই গোল হজম করেছেন ফক্সরা। প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছেন ব্রাইটরা। নির্বাসনের জন্য বেঞ্চে নেই কোচ রবি ফাউলার। হারানোর কিছু নেই। ডার্বি জিতলেই সমর্থকদের দিল খুশ। লাল-হলুদ জনতার প্রত্যাশা পূরণ করতে মরিয়া স্টেইনম্যানরা। ৩ পয়েন্টের জন্য অল আউট ঝাঁপানোই লক্ষ্য। বাগানের শক্তিশালী আক্রমণভাগ রুখতে রক্ষণে ভরসা রাজু-ফক্স। রয় কৃষ্ণা-মার্সেলিনহোদের খেলা বন্ধ করে দিতে চায় মশাল বাহিনী। বড় ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসের সুর ইস্টবেঙ্গলের মিডফিল্ড জেনারেল মাত্তি স্টেইনম্যানের গলায়।
ম্যাচ : ম্যাচ নম্বর ৯৯ আইএসএল ২০২০-২১ এটিকে মোহনবাগান বনাম এসসি ইস্টবেঙ্গল
দিন: আজ
সময় : সন্ধে ৭.৩০
মাঠ : ফতোরদা স্টেডিয়াম,গোয়া
টিভিতে কোথায় দেখবেন : স্টার স্পোর্টস ১/HD, স্টার স্পোর্টস ২/HD(ইংলিশ),স্টার স্পোর্টস হিন্দি ১/HD,স্টার স্পোর্টস ৩,স্টার স্পোর্টস বাংলা।
মারগাও: আজ সব নজর ফতোরদায়। বড় ম্যাচ ঘিরে উন্মাদনার থার্মোমিটারে চড়ছে পারদ। আইএসএলের প্লে অফে ওঠার সম্ভাবনা নেই এসসি ইস্টবেঙ্গলের। ডার্বি জিতেই সমস্ত হতাশা ভুলতে চান লাল-হলুদ জনতা। প্রথম ডার্বিতে হারের বদলা নিতে মুখিয়ে স্টেইনম্যান-পিলকিংটনরা। অন্যদিকে দুরন্ত ছন্দে এটিকে মোহনবাগান। তরতরিয়ে এগোচ্ছে পালতোলা নৌকা। ডার্বি জিতে আইএসএলের শীর্ষস্থান মজবুত করতে চান রয় কৃষ্ণা-মার্সেলিনহোরা। প্রথম পর্বে রয় কৃষ্ণা আর মনবীরের গোলে এসসি ইস্টবেঙ্গলকে হারিয়েছিল সবুজ-মেরুন।
ডার্বি জয়ের সঙ্গে ক্লিনশিটও লক্ষ্য সবুজ-মেরুনের স্প্যানিশ হেড কোচের। ইস্টবেঙ্গল ৯ নম্বরে থাকলেও হাল্কা চোখে দেখতে নারাজ বাগান থিঙ্ক ট্যাঙ্ক। কোচ ফাউলার বেঞ্চে না থাকলেও তার স্ট্র্যাটেজিকে কাজে লাগাতে মরিয়া থাকবেন ব্রাইটরা। সেটা ভালো মতোই জানে এটিকে মোহনবাগান শিবির। লাল-হলুদের তারকা ব্রাইটকে রুখতে বাড়তি দায়িত্ব থাকবে সন্দেশ ঝিঙ্গান, তিরিদের কাঁধে। তবে শুধু ব্রাইট নয়, পিলকিংটন-স্টেইনম্যানদেরও গুরুত্ব দিচ্ছে গঙ্গাপারের ক্লাব।
খাতায়-কলমে অনেকটাই এগিয়ে এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণাদের বিরুদ্ধে মাঠে নামার আগে লাল-হলুদকে ভাবাচ্ছে রক্ষণের ব্যর্থতা। প্রতি ম্যাচেই গোল হজম করেছেন ফক্সরা। প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছেন ব্রাইটরা। নির্বাসনের জন্য বেঞ্চে নেই কোচ রবি ফাউলার। হারানোর কিছু নেই। ডার্বি জিতলেই সমর্থকদের দিল খুশ। লাল-হলুদ জনতার প্রত্যাশা পূরণ করতে মরিয়া স্টেইনম্যানরা। ৩ পয়েন্টের জন্য অল আউট ঝাঁপানোই লক্ষ্য। বাগানের শক্তিশালী আক্রমণভাগ রুখতে রক্ষণে ভরসা রাজু-ফক্স। রয় কৃষ্ণা-মার্সেলিনহোদের খেলা বন্ধ করে দিতে চায় মশাল বাহিনী। বড় ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসের সুর ইস্টবেঙ্গলের মিডফিল্ড জেনারেল মাত্তি স্টেইনম্যানের গলায়।
ম্যাচ : ম্যাচ নম্বর ৯৯ আইএসএল ২০২০-২১ এটিকে মোহনবাগান বনাম এসসি ইস্টবেঙ্গল
দিন: আজ
সময় : সন্ধে ৭.৩০
মাঠ : ফতোরদা স্টেডিয়াম,গোয়া
টিভিতে কোথায় দেখবেন : স্টার স্পোর্টস ১/HD, স্টার স্পোর্টস ২/HD(ইংলিশ),স্টার স্পোর্টস হিন্দি ১/HD,স্টার স্পোর্টস ৩,স্টার স্পোর্টস বাংলা।