Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Juan Ferrando: কী দেখে এটিকে মোহনবাগানে পল পোগবার দাদা? খোলসা করলেন বাগান কোচ

গত মরসুমে আইএসএলে ২২ ম্যাচের মধ্যে মাত্র ৬ ম্যাচে ক্লিনশিট রাখতে পেরেছিল এটিকে মোহনবাগান। ফ্লোরেন্তিনকে সই করানোয় ভাল কিছুরই প্রত্যাশা।

Juan Ferrando: কী দেখে এটিকে মোহনবাগানে পল পোগবার দাদা? খোলসা করলেন বাগান কোচ
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2022 | 9:12 PM

কলকাতা : একের পর তারকা ফুটবলারকে সই করিয়ে শিরোনামে এটিকে মোহনবাগানে (ATK Mohunbagan)। ভারতীয় ফুটবলারদের মধ্য়ে আশিক কুরুনিয়ান, আশিস রাই সই করেছেন। অস্ট্রেলিয়ার এ লিগের ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল্টনকে সই করিয়েছে তারা। সবচেয়ে বড় চমক পোগবা। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার পল পোগবার দাদা ফ্লোরেন্তিন পোগবা (Florentin Pogba) এবার খেলবেন সবুজ মেরুন জার্সিতে। ফরাসি লিগে প্রথম ও দ্বিতীয় ডিভিশনে খেলেছেন ফ্লোরেন্তিন। এ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলেছেন তিনি। হঠাৎ তিনি সবুজ মেরুনেই বা সই করলেন কেন! ফ্লোরেন্তিন নিজেও সে কথা জানিয়েছিলেন। এ প্রসঙ্গে মুখ খুললেন এটিকে মোহনবাগানের কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando)।

অভিজ্ঞতা প্রচুর ফ্লোরেন্তিন পোগবার। ইউরোপীয় ফুটবলে প্রায় দু’শোর বেশি ম্যাচ। এর মধ্যে ফরাসি লিগের দ্বিতীয় ডিভিশনে ১৪০’র বেশি ম্যাচ। প্রথম ডিভিশনে খেলেছেন ৬৬ টি ম্যাচ। ইউরোপা লিগে খেলেছেন ১৮ টি ম্যাচ। অন্যতম সেরা সেন্টারব্যাককে সই করিয়ে রক্ষণ ভাগকে মজবুত করেছেন হুয়ান ফেরান্দো। গত মরসুমে আইএসএলে ২২ ম্যাচের মধ্যে মাত্র ৬ ম্যাচে ক্লিনশিট রাখতে পেরেছিল এটিকে মোহনবাগান। ফ্লোরেন্তিনকে সই করানোয় ভাল কিছুরই প্রত্যাশা। সেপ্টেম্বরে এএফসি কাপের সেমিফাইনালে খেলবে এটিকে মোহনবাগান। কোচ হুয়ান ফেরান্দো জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই ফ্লোরেন্তিনকে নেওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছিল তারা। ফেরান্দো বলছেন, ‘এএফসি কাপের ম্যাচের পরই আমরা একজন বাঁ পায়ের সেন্টারব্যাক খুঁজছিলাম। আমাদের খেলার ধরনের সঙ্গে খাপ খাওয়ার মতোই মনে হয়েছে ফ্লোরেন্তিনকে। ওকে দীর্ঘদিন ধরেই ফলো করছিলাম। ম্যাচ দেখেছি ওর প্রাক্তন ক্লাবের সঙ্গে যোগাযোগ করি।’ ফ্লোরেন্তিনের আক্রমণকে সহযোগিতা করার দক্ষতাও নজর কেড়েছে এটিকে মোহনবাগান কোচের। ফেরান্দো বলছেন, ‘ও আক্রমণাত্মক ডিফেন্ডার। মাঠে দাপট দেখিয়ে খেলে। তবে সবকিছুর ঊর্ধ্বে, নীচ থেকে খেলা তৈরি করে, প্রয়োজনে আক্রমণভাগেরও সহযোগিতা করতে পারে।’

হাইপ্রোফাইল ফুটবলার ফ্লোরেন্তিনকে রাজি করানোর কাজটা সহজ ছিল না। ক্লাবের ঐতিহ্য, পরিকল্পনা দেখেই এটিকে মোহনবাগানে সই করতে রাজি হন ফ্লোরেন্তিন পোগবা। এটিকে মোহনবাগান কোচের কথায়, ‘নিঃসন্দেহে, ওর মানের একজন ফুটবলারকে পাওয়া একেবারেই সহজ ছিল না। ফরাসি লিগে দ্বিতীয় ডিভিশনে নিয়মিত খেলছিল। ক্লাবের ভিশন, ফিলোজফি এবং মানসিকতা বোঝানোর পর রাজি করানো সম্ভব হয়েছে।’ আইএসএলে গত দুই মরসুমেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল এটিকে মোহনবাগান।