La Liga: বিশ্ব ফুটবলের কুৎসিত দৃশ্য, মাঠে ঢুকে লেওয়ানডস্কিদের তাড়া দর্শকদের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 15, 2023 | 4:10 PM

Barcelona Watch Video : চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠেই সেলিব্রেশন করতে থাকে জাভির দল। এরপরই স্টেডিয়াম থেকে মাঠে ঢুকে পড়েন এস্পানোলের দর্শকরা। বার্সেলোনার সেলিব্রেশনে বাধা দেওয়ার চেষ্টা করেন তারা। নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে ছুটে আসেন। দর্শকদের মাঠে ঢুকতে দেখেই মাঠ ছেড়ে টানেলের দিকে দৌড়ান বুস্কেতসরা।

La Liga: বিশ্ব ফুটবলের কুৎসিত দৃশ্য, মাঠে ঢুকে লেওয়ানডস্কিদের তাড়া দর্শকদের
বিশ্ব ফুটবলের কুৎসিত দৃশ্য, মাঠে ঢুকে লেওয়ানডস্কিদের তাড়া দর্শকদের

Follow Us

এস্পানোল: বিশ্ব ফুটবলে এমন ছবি কখনই কাম্য নয়। রবি রাতে এস্পানোলের (Espanyol) মাঠে যা ঘটল, সেই দৃশ্য বিশ্ব ফুটবলের জন্য খুবই খারাপ বিজ্ঞাপন। সবে মাত্র ম্যাচের শেষ বাঁশি বেজেছে। লা লিগার (La Liga) জেতার আনন্দে উদ্বেলিত বার্সার (Barcelona) ফুটবলার থেকে কোচ, সাপোর্ট স্টাফরা। এস্পানোলের মাঠে প্রতিপক্ষকে ৪-২ গোলে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন হয়েছেন রবার্ট লেওয়ানডস্কিরা। ম্যাচে জোড়া গোল করেন পোলিশ সুপারস্টার। একটি করে গোল করেন আলেজান্দ্রো বালদে আর কুন্দে। চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠেই সেলিব্রেশন করতে থাকে জাভির দল। এরপরই স্টেডিয়াম থেকে মাঠে ঢুকে পড়েন এস্পানোলের দর্শকরা। বার্সেলোনার সেলিব্রেশনে বাধা দেওয়ার চেষ্টা করেন তারা। নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে ছুটে আসেন। দর্শকদের মাঠে ঢুকতে দেখেই মাঠ ছেড়ে টানেলের দিকে দৌড়ান বুস্কেতসরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports  এর এই প্রতিবেদনে।

বার্সেলোনার ফুটবলারদের সেলিব্রেশনের দৃশ্য সহ্য করতে না পেরেই মাঠে ঢুকে তা বানচালের চেষ্টা করে এস্পানোলের সমর্থকরা। এমন ছবি কোনও দেশের ফুটবলেই সচরাচর দেখা যায় না। মাঠে ৯০ মিনিট একে অপরের শত্রু। এরপরে সবাই একে অপরের বন্ধু। সেই ডাকই বরাবর দিয়ে থাকে ফিফা। এমনকি ফুটবলাররাও ম্যাচের পর বিপক্ষ ফুটবলারদের সঙ্গে জার্সি বদল করে সৌজন্য সারেন। কিন্তু রবি রাতে এস্পানোলের মাঠে যা ঘটল, তা কখনই কাম্য নয়।

এস্পানোলের সমর্থকদের আচরণে ক্ষুব্ধ হয়ে যান পেদ্রিরাও। টানেলের ভেতর ঢুকে গেলেও রাগে ফুঁসতে থাকেন বার্সার ফুটবলাররা। কোনওমতে তাঁদের সামাল দেওয়ার চেষ্টা করেন স্টেডিয়ামে উপস্থিত নিরাপত্তারক্ষীরা। বার্সার ফুটবলারদের উদ্দেশ্যে ইট, বোতলও ছুড়তে থাকেন এস্পানোলের সমর্থকরা। লিগ টেবলের একেবারে শেষের দিকে রয়েছে এস্পানোল। ১৯ নম্বরে রয়েছে জোসেলুরা। অবনমনের আশঙ্কা রয়েছে এস্পানোলের। বাকি চারটে ম্যাচই এখন লাইফলাইন।

রবি রাতের ঘটনার পর তদন্ত শুরু করেছে লা লিগা কর্তৃপক্ষ। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তাও দেওয়া হয়েছে। মাঠে সেলিব্রেশন কাটছাঁট করার পর ড্রেসিংরুমেই লিগ জয়ের সেলিব্রেশন করেন বার্সার ফুটবলাররা। একই সঙ্গে বার্সায় মেসিকে ফেরানোর ডাক দেন বার্সেলোনার সমর্থকরা।

Next Article