বার্সেলোনা: লিওনেল মেসি (Lionel Messi) ক্লাব ছাড়ার পর প্রথম বার লা লিগা (La Liga) চ্যাম্পিয়ন হল বার্সেলোনা (Barcelona)। দু’বছর আগে চোখের জলে বার্সাকে বিদায় জানিয়েছিলেন এলএম টেন। যোগ দিয়েছিলেন প্যারিস সাঁ জাঁ-তে। যদিও পিএসজির (PSG) সঙ্গে মেসির মধুচন্দ্রিমা শেষের পথে। এ মরসুম শেষে প্যারিস সাঁ জাঁ ছাড়ছেন আর্জেন্টাইন সুপারস্টার। এমনকি প্যারিসে দর্শকদের বিদ্রুপের মুখেও পড়তে হয়েছে মহাতারকাকে। মেসির বার্সায় ফেরার জল্পনাও তৈরি হয়েছে। এ সবের মধ্যেই স্প্যানিশ লিগ খেতাব জিতল বার্সেলোনা। চার ম্যাচ বাকি থাকতেই লা লিগা চ্যাম্পিয়ন রবার্ট লেওয়ানডস্কিরা। অ্যাওয়ে ম্যাচে এস্পানোলকে ৪-২ গোলে উড়িয়ে খেতাব নিশ্চিত করল বার্সেলোনা। এই নিয়ে ২৭ বার লা লিগা চ্যাম্পিয়ন হল বার্সা। ম্যাচের শেষ বাঁশি বাজার পর মাঠে দর্শকরা ঢুকে পড়েন। এস্পানোলের সমর্থকরা মাঠে ঢুকে বার্সার সেলিব্রেশনে বাধা দেয়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
LA LIGA CHAMP?ONS! pic.twitter.com/enrozFf9gs
— FC Barcelona (@FCBarcelona) May 14, 2023
এস্পানোলের বিরুদ্ধে জিতলেই চ্যাম্পিয়ন হত বার্সা। তাই তিন পয়েন্টের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল জাভির দল। খেলার শুরু থেকেই আক্রমণের ঝড় তোলা বার্সা। খেলার ১১ মিনিটে পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ২০ মিনিটে ২-০ করেন আলেজান্দ্রো বালদে। ৪০ মিনিটে ম্যাচের ফল ৩-০ করেন লেওয়ানডস্কি। তখনই খেলার ভবিতব্য বোঝা যায়। বিরতির পর ৪-০ করেন কুন্দে। পরে এস্পানোলের হয়ে ব্যবধান কমান জাভি পুয়াদো আর জোসেলু।
৩৪ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে ধরা ছোঁয়ার বাইরে চলে যায় বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের ৩৪ ম্যাচে সংগ্রহ ৭১ পয়েন্ট। সবচেয়ে বেশি লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ (৩৫ বার)। ২০১৮-১৯ মরসুমে শেষ বার লা লিগা জিতেছিল বার্সেলোনা। চার বছর পর চ্যাম্পিয়ন কাতালান ক্লাব।
লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি নিয়ে বিশাল শোভাযাত্রার পরিকল্পনা সেরে ফেলেছে বার্সেলোনার ক্লাব কর্তৃপক্ষ। ছেলেদের পাশাপাশি মেয়েরাও লা লিগা জিতেছে। ২০১৩ সালের পর ১০ বছর বাদে ছেলে ও মেয়েরা উভয়ই একই সঙ্গে লা লিগা জিতল। তাই দুটো দলকে একসঙ্গে নিয়েই শোভাযাত্রার পরিকল্পনা সেরে রেখেছে ক্লাব কর্তৃপক্ষ।