কলকাতা: কলকাতা ময়দানে যুগান্তকারী ঘটনা। এর আগে যা কখনও হয়নি, তা-ই এ বার দেখা গেল ময়দানে। সাদার্ন সমিতির সহকারী কোচ হলেন সুজাতা কর (Sujata kar)। এই প্রথম কলকাতা ময়দানে ছেলেদের টিমে কোচিং করাবেন কোনও মহিলা। মেয়েদের আই লিগে ইস্টবেঙ্গলের হয়ে কোচিং করাচ্ছিলেন সুজাতা। তাঁর অধীনে বেশ ভালো পারফর্মও করে ইস্টবেঙ্গলও (East Bengal)। আচমকাই লাল-হলুদের মেয়েদের টিমের কোচের পদ থেকে সরে দাঁড়ান সুজাতা। ইস্টবেঙ্গলের মহিলা টিমের ম্যানেজার দীপ্তেন বোসের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ এনে পদত্যাগ করেন তিনি। শনিবার সকালেই ইস্টবেঙ্গলে ইস্তফাপত্র পাঠিয়ে দেন সুজাতা। ২৪ ঘণ্টার মধ্যেই নতুন দায়িত্ব গ্রহণ করলেন তিনি। বিস্তারিত Tv9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
ইস্টবেঙ্গলের মেয়েদের টিমের কোচের পদ থেকে আগেও একবার ইস্তফা দিয়েছিলেন সুজাতা। কর্তাদের নমনীয় মনোভাবে পরে সিদ্ধান্ত পাল্টান। তবে আবারও মেয়েদের টিমের ম্যানেজার দুর্ব্যবহার করেন তাঁর সঙ্গে। এমনই অভিযোগ সুজাতার। আর তারপরই ইস্টবেঙ্গলের মহিলা দলের কোচের পদ থেকে ইস্তফা দেন। অভিযোগ, ফুটবলার খেলানো নিয়েও হস্তক্ষেপ করতেন ইস্টবেঙ্গলের সেই ম্যানেজার। সুজাতা এও বলেন, তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেন দীপ্তেন। সব কিছু বুঝেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।
সাদার্নের নতুন প্রস্তাব পাওয়ার পরই তা গ্রহণ করতে দ্বিতীয় বার ভাবেননি সুজাতা। এমনিতেও সাদার্ন সমিতির অ্যাকাডেমির দায়িত্বে আছেন তিনি। এ বার কলকাতা লিগে সাদার্ন কোচ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গেই বেঞ্চে বসতে দেখা যাবে সুজাতাকে। দেবায়ন হাজরা, দেবজিৎ বসাকের মতো ফুটবলাররা আছেন এ বারের সাদার্ন দলে। রঞ্জন ছাড়াও সাপোর্ট স্টাফ রয়েছেন শুভ কুমার। সাদার্ন কর্তা সৌরভ পাল বলেন, ‘আমরা শুনেছি, ইস্টবেঙ্গল সুজাতার সঙ্গে কি রকম আচরণ করেছে। সত্যিই নিন্দনীয়। আমরা ওকে প্রস্তাব দিতেই ও রাজি হয়ে যায়।’