Santosh Trophy: মহীতোষ, ফার্দিনের গোলে জয় দিয়ে সন্তোষ ট্রফি শুরু বাংলা

বাংলার ছেলেদের যে আত্মবিশ্বাস দরকার, তা খুব ভালো করে জানতেন রঞ্জন। কিন্তু তা যাতে আত্মতুষ্টিতে বদলে না যায়, তার জন্য সতর্ক থাকছেন কোচ।

Santosh Trophy: মহীতোষ, ফার্দিনের গোলে জয় দিয়ে সন্তোষ ট্রফি শুরু বাংলা
Santosh Trophy: মহীতোষ, ফার্দিনের গোলে জয় দিয়ে সন্তোষ ট্রফি শুরু বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 21, 2021 | 7:55 PM

বাংলা-২ : ছত্তিশগড়-০ (মহীতোষ ১৮, ফার্দিন ৩৪)

কলকাতা: জয় দিয়ে সন্তোষ ট্রফি (Santosh Trophy) শুরু করল বাংলা (West Bengal)। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিরুদ্ধে প্রথমার্ধেই ২-০ করে ফেলে রঞ্জন ভট্টাচার্যের টিম। শেষ পর্যন্ত তাতেই জয়। বাংলার পরের ম্যাচ সিকিমের সঙ্গে। যা জিতলে মূলপর্বে টিকিট পেয়ে যাবে রঞ্জনের টিম। প্রাথমিক পর্বে টিম গুছিয়ে নেওয়ার কাজটা শুরু করে দিয়েছেন রঞ্জন। কেরালা থেকে যাতে সন্তোষ ট্রফি নিয়ে ফেরা যায়।

১৮ মিনিটে মহীতোষ রায়ের। কুচবিহারের ছেলের উত্থান রঞ্জনের হাত ধরেই। জর্জ টেলিগ্রাফে খেলিয়েছেন সদ্য শেষ হওয়ার কলকাতা লিগে। তাতেই নজর কেড়েছেন। আই লিগের টিম রিয়াল কাশ্মীরে সইও করে দিয়েছেন। সন্তোষ ট্রফির প্রথম ম্যাচেই আবার দুরন্ত পারফরম্যান্স তাঁর। মহীতোষের গোলই আত্মবিশ্বাস দিয়েছিল বাংলাকে। কল্যাণী স্টেডিয়ামে ভরা গ্যালারির সামনে এরপর দুরন্ত পারফরম্যান্স রঞ্জনের টিমের। ৩৪ মিনিটে ২-০ করেন মহম্মদ ফার্দিন আলি। এটিকের জুনিয়র টিম থেকে উঠে আসা এই ফুটবলারও চমৎকার পারফর্ম করেছেন।

২-০ নয়, বাংলা ৮ কিংবা ১০ গোলেও জিততে পারত। সুব্রত মর্মু, তুহিন দাস, মনোতোষ চাকলাদাররা যা খেলেছেন, তাতে সুযোগ নষ্ট না করলে গোলের মালা পরাতে পারত বিপক্ষকে।

কোচ রঞ্জন ফোনে বলে দিলেন, ‘আমি জানতাম, আমার টিম দারুণ একটা ম্য়াচ খেলার জন্য মুখিয়ে রয়েছে। যে সব গোল মিস হয়েছে, তা না হলে আরও গোল হতে পারত। তবে, এই ফলও খারাপ নয়। অন্তত প্রথম ম্যাচে টিম আত্মবিশ্বাস পেয়ে গেল।’

বাংলার ছেলেদের যে আত্মবিশ্বাস দরকার, তা খুব ভালো করে জানতেন রঞ্জন। কিন্তু তা যাতে আত্মতুষ্টিতে বদলে না যায়, তার জন্য সতর্ক থাকছেন কোচ। রঞ্জনের কথায়, ‘ছেলেদের বলে দিয়েছি, ছত্তিশগড় ম্যাচ অতীত। সিকিম ম্যাচটাকে ফাইনাল ধরে এগোতে হবে। আর ওই ম্যাচে আরও ভালো ফুটবল দরকার।’

সেই সঙ্গে রঞ্জন এও বলে দিচ্ছেন, ‘কেরালাতে মূলপর্বটাই আসল। আর তার জন্য টিমের জমাট বাঁধা দরকার ছিল। সেই কাজটা শুরু হয়ে গিয়েছে। একটা জিনিস দেখে ভালো লাগছে, টিমের প্রত্যেকের মধ্যে একটা খিদে রয়েছে। ভালো খেলার তাগিদ দেখতে পাচ্ছি। সন্তোষ ট্রফিতে ভালো খেলতে পারলে বড় টিমের চোখে পড়ে যেতে পারে ওরা। কিন্তু তার জন্য কাপটা জেতা জরুরি। এটা ওরা ভালো করে জানে।’

আরও পড়ুন: India vs New Zealand Live Score, 3rd T20I 2021: পন্থ আউট, তিন উইকেট হারিয়ে ১০ ওভারে ভারত তুলেছে ৯০ রান