India vs New Zealand Match Highlights, 3rd T20I 2021: কিউয়িদের হোয়াইটওয়াশ করে রাহুল-রোহিত জমানার শুরু

| Edited By: | Updated on: Nov 21, 2021 | 10:39 PM

India vs New Zealand Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম নিউজিল্যান্ডের (New Zealand) তৃতীয় টি-২০ (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs New Zealand Match Highlights, 3rd T20I 2021: কিউয়িদের হোয়াইটওয়াশ করে রাহুল-রোহিত জমানার শুরু
ইডেনে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

কলকাতা: ২ বছর পর ক্রিকেটের নন্দনকাননে ফিরেছে আন্তর্জাতিক ম্যাচ। আজ, রবিবার ইডেন গার্ডেন্সের (Eden Gardens) হাউসফুল গ্যালারি সাক্ষী থাকল ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) তিন ম্যাচের টি-২০ (T20) সিরিজের তৃতীয় ম্যাচের। জয়পুর, রাঁচির পর কলকাতাতেও টসে জিতেছিলেন ক্যাপ্টেন রোহিত। তবে সিরিজের প্রথম দুই ম্যাচের মতো শেষ ম্যাচে টসে জিতেও শুরুতে ফিল্ডিং না করে ইডেনে আজ প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন হিটম্যান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান তুলেছিল ভারত। ম্যাচ জিততে কিউয়িদের প্রয়োজন ছিল ৮৫ রান।

জয়পুর, রাঁচির পর কলকাতা… তিনে তিন রোহিতের ভারত। ইডেনে ৭৩ রানে ম্যাচ জেতার পাশাপাশি ৩-০ ফলাফলে সিরিজ জিতল রোহিতের ভারত। নির্ধারিত ২০ ওভার খেলতেই পারল না কিউয়িরা। ১৭.২ ওভারে ১১১ রানে অলআউট হয়ে গেল নিউজিল্যান্ড। ভারতীয় ক্রিকেটে জয় দিয়ে শুরু হয়ে গিয়েছে দ্রাবিড় সভ্যতা। রাঁচিতেই সিরিজ পকেটে পুরে ফেলেছিলেন রোহিতরা। রবিরাতে ইডেনে ৩-০ করাই ছিল মূল লক্ষ্য টিম ইন্ডিয়ার (Team India)। রবিরাতে এক্কেবারে জমে গেল রোহিত-বোল্টদের মহা সংগ্রাম।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 21 Nov 2021 10:31 PM (IST)

    ৭৩ রানে ম্যাচ জেতার পাশাপাশি কিউয়িদের হোয়াইটওয়াশ করল ভারত

    জয়পুর, রাঁচির পর কলকাতা… তিনে তিন রোহিতের ভারত। ইডেনে ৭৩ রানে ম্যাচ জেতার পাশাপাশি ৩-০ ফলাফলে সিরিজ জিতল রোহিতের ভারত।

  • 21 Nov 2021 10:23 PM (IST)

    ঈশ সোধি আউট

    হর্ষল প্যাটেল ফেরালেন ঈশ সোধিকে। নবম উইকেট হারাল নিউজিল্যান্ড।

  • 21 Nov 2021 10:19 PM (IST)

    ভেঙ্কি ফেরালেন মিলনেকে

    ৭ রান করে সাজঘরে ফিরলেন অ্যাডাম মিলনে। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে প্রথম উইকেট পেলেন ভেঙ্কটেশ আইয়ার।

  • 21 Nov 2021 10:17 PM (IST)

    ১৫ ওভারে নিউজিল্যান্ড ৯৩/৭

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারের মধ্যে ৭ উইকেট হারিয়ে ৯৩ তুলেছে নিউজিল্যান্ড।

  • 21 Nov 2021 10:11 PM (IST)

    ক্যাপ্টেন স্যান্টনার আউট

    রান আউট হয়ে সাজঘরে ফিরলেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার।

  • 21 Nov 2021 10:05 PM (IST)

    জিমি নিশাম আউট

    হর্ষল প্যাটেল ফেরালেন জিমি নিশামকে। ছ'নম্বর উইকেট হারাল নিউজিল্যান্ড।

  • 21 Nov 2021 10:00 PM (IST)

    রান আউট হলেন টিম সেইফার্ট

    ১৮ বলে ১৭ রান করে মাঠ ছাড়লেন কিউয়ি উইকেটকিপার-ব্যাটার টিম সেইফার্ট।

  • 21 Nov 2021 09:52 PM (IST)

    মার্টিন গাপ্টিল আউট

    ৩৬ বলে ৫১ রান করে যুজবেন্দ্র চাহালের শিকার হলেন মার্টিন গাপ্টিল। চতুর্থ উইকেট হারাল কিউয়িরা।

  • 21 Nov 2021 09:49 PM (IST)

    ১০ ওভারে নিউজিল্যান্ড ৬৮/৩

    ১০ ওভারের খেলা শেষ। ৩ উইকেট হারিয়ে ৬৮ রান তুলেছে কিউয়িরা। ম্যাচ জিততে নিউজিল্যান্ডের প্রয়োজন ৬০ বলে ১১৭ রান

  • 21 Nov 2021 09:47 PM (IST)

    মার্টিন গাপ্টিলের হাফসেঞ্চুরি

    ৩৩ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন কিউয়ি ওপেনার মার্টিন গাপ্টিল

  • 21 Nov 2021 09:27 PM (IST)

    ৫ ওভারে নিউজিল্যান্ড ৩০/৩

    ৫ ওভারের খেলা হয়ে গিয়েছে। প্রথম ৫ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ৩০ রান তুলেছে নিউজিল্যান্ড।

  • 21 Nov 2021 09:25 PM (IST)

    গ্লেন ফিলিপস আউট

    ৪ বল খেললেও কোনও রান না করেই সাজঘরে ফিরলেন গ্লেন ফিলিপস। ভারতকে তৃতীয় উইকেটও এনে দিলেন অক্ষর প্যাটেল।

  • 21 Nov 2021 09:18 PM (IST)

    ৩ ওভারে নিউজিল্যান্ড ২২/২

    প্রথম ৩ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেছে নিউজিল্যান্ড।

  • 21 Nov 2021 09:16 PM (IST)

    অক্ষর ফেরালেন চ্যাপম্যানকে

    কোনও রান না করেই সাজঘরে ফিরে গেলেন মার্ক চ্যাপম্যান। দ্বিতীয় উইকেট হারাল কিউয়িরা। ড্যারেল মিচেলের পর মার্ক চ্যাপম্যানকে ফেরালেন অক্ষর

  • 21 Nov 2021 09:13 PM (IST)

    ড্যারেল মিচেল আউট

    অক্ষর প্যাটেলের বলে আউট কিউয়ি ওপেনার ড্যারেল মিচেল। ৬ বলে ৫ রান করে সাজঘরে ফিরলেন মিচেল

  • 21 Nov 2021 09:02 PM (IST)

    রান তাড়া করতে নামল নিউজিল্যান্ড

    সিরিজের শেষ ম্যাচে জিতে হোয়াইটওয়াশ এড়াতে কিউয়িদের তুলতে হবে ১২০ বলে ১৮৫ রান।

    রান তাড়া করতে নেমে পড়লেন ড্যারেল মিচেল ও মার্টিন গাপ্টিল।

  • 21 Nov 2021 08:49 PM (IST)

    ১৮৪ রানে থামল ভারত

    নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান তুলেছে ভারত। ম্যাচ জিততে কিউয়িদের চাই ১৮৫ রান।

  • 21 Nov 2021 08:41 PM (IST)

    হর্ষল আউট

    ১৮ রান করে মাঠ ছাড়লেন হর্ষল প্যাটেল। সাত নম্বর উইকেট হারাল ভারত।

  • 21 Nov 2021 08:32 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলেছে ভারত। শেষ ৩ ওভারে কত রান তুলতে পারবে ভারত সেদিকেই বিশেষ নজর থাকবে।

  • 21 Nov 2021 08:26 PM (IST)

    শ্রেয়স আইয়ার আউট

    ২৫ রান করে আউট শ্রেয়স আইয়ার। অ্যাডাম মিলনে ফেরালেন আইয়ারকে। পরপর দুটো উইকেট হারিয়ে ফেলল ভারত

  • 21 Nov 2021 08:23 PM (IST)

    ভেঙ্কটেশ আইয়ার আউট

    ২০ রান করে সাজঘরে ফিরলেন ভেঙ্কটেশ আইয়ার। পঞ্চম উইকেট হারাল ভারত।

  • 21 Nov 2021 08:19 PM (IST)

    ১৫ ওভারে ভারত ১৩৪/৪

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে ভারত। ক্রিজে ভেঙ্কটেশ আইয়ার ও শ্রেয়স আইয়ার।

  • 21 Nov 2021 08:00 PM (IST)

    রোহিত আউট

    ৫৬ রান করে ঈশ সোধির শিকার হলেন রোহিত শর্মা। চতুর্থ ও গুরুত্বপূর্ণ উইকেট হারাল ভারত। এক হাতে হিটম্যানের দুরন্ত ক্যাচ নিলেন সোধি।

  • 21 Nov 2021 07:57 PM (IST)

    রোহিতের হাফসেঞ্চুরি

    ইডেন গার্ডেন্সে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ২৭ বল হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন রোহিত শর্মা

  • 21 Nov 2021 07:52 PM (IST)

    ১০ ওভারে ভারত ৯০/৩

    প্রথম ১০ ওভারের খেলা শেষ। ৩ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ৯০ রান। ক্রিজে রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ার

  • 21 Nov 2021 07:48 PM (IST)

    পন্থ আউট

    আজ পন্থের ব্যাট জ্বলে উঠল না। মাত্র ৪ রান করে সাজঘরে ফিরে গেলেন ঋষভ পন্থ। তৃতীয় উইকেট হারাল টিম ইন্ডিয়া।

  • 21 Nov 2021 07:39 PM (IST)

    স্কাই আউট

    ঈশান কিষাণের পর সূর্যকুমার যাদবকেও ফেরালেন কিউয়ি ক্যাপ্টেন মিচেল স্যান্টনার।

  • 21 Nov 2021 07:36 PM (IST)

    ঈশান কিষাণ আউট

    প্রথম উইকেট হারাল ভারত। কিউয়িদের প্রথম সাফল্য এনে দিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক ঈশান কিষাণ। ২১ বলে ২৯ রান করে সাজঘরে ফিরলেন ঈশান।

  • 21 Nov 2021 07:32 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লের খেলা শেষ। ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬৯ রান স্কোরবোর্ডে তুলে ফেলেছে টিম ইন্ডিয়া।

  • 21 Nov 2021 07:28 PM (IST)

    বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইডেনে বেল বাজানোর মুহূর্ত দেখুন

    ইডেনে ২ বছর পর ফিরল আন্তর্জাতিক ম্যাচ। ইডেনে বেল বাজিয়ে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের সূচনা করলেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

  • 21 Nov 2021 07:27 PM (IST)

    ৫ ওভারে ভারত ৪৯/০

    ৫ ওভারের খেলা হয়ে গিয়েছে। কোনও উইকেট না হারিয়ে ভারত তুলেছে ৪৯ রান। কিউয়িরা কোনও ভাবেই চাপে ফেলতে পারছে না ভারতের ওপেনিং জুটিকে।

  • 21 Nov 2021 07:16 PM (IST)

    ৩ ওভারে ভারত ২৯/০

    প্রথম ৩ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে ২৯ রান তুলেছে ভারতের ওপেনিং জুটি।

    রোহিত শর্মা ১৪*, ঈশান কিষাণ ১৪*

  • 21 Nov 2021 07:06 PM (IST)

    ১ ওভারে ভারত ৮/০

    প্রথম ওভারের খেলা শেষ। প্রথম ওভারে বল হাতে এসেছিলেন ট্রেন্ট বোল্ট। এই ওভার থেকে এসেছে ৮ রান। যার মধ্যে রয়েছে রোহিতের ব্যাট থেকে ২টি চার।

  • 21 Nov 2021 07:01 PM (IST)

    ভারতের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও ঈশান কিষাণ। ইডেনে ২ বছর পর গড়াল আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের বল।

  • 21 Nov 2021 06:45 PM (IST)

    যুজির মাইলস্টোন

    আজ টি-২০ আন্তর্জাতিক কেরিয়ারের ৫০তম ম্যাচ খেলতে চলেছেন যুজবেন্দ্র চাহাল।

  • 21 Nov 2021 06:41 PM (IST)

    কিউয়িদের প্রথম একাদশ

    টিম সাউদির জায়গায় কিউয়ি দলকে আজ নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার।

    নিউজিল্যান্ডের প্রথম একাদশ: মার্টিন গাপ্টিল, ড্যারেল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট (উইকেটকিপার), জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ঈশ সোধি, অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।

  • 21 Nov 2021 06:38 PM (IST)

    টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

    ভারতীয় দলে আজ দুই পরিবর্তন। কেএল রাহুলের জায়গায় আজ রোহিতের সঙ্গে ওপেনিংয়ে নামবেন ঈশান কিষাণ, এবং রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় আজ ভারতের প্রথম একাদশে ঢুকে পড়েছেন যুজবেন্দ্র চাহাল।

    ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, অক্ষর প্যাটেল, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও হর্ষল প্যাটেল।

  • 21 Nov 2021 06:32 PM (IST)

    টস আপডেট

    ক্যাপ্টেন রোহিতের টস জয়ের হ্যাটট্রিক। ইডেনেও টসে জিতল ভারত।

    টসে জিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

  • 21 Nov 2021 06:20 PM (IST)

    প্রতিপক্ষকে স্নেহের আলিঙ্গন!

    ম্যাচ শুরু হতে আর বেশি দেরি নেই। দুই দলের ক্রিকেটাররা ম্যাচের আগে আলাপচারিতায় ব্যস্ত

  • 21 Nov 2021 06:07 PM (IST)

    সিরিজের শেষ ম্যাচের জন্য তৈরি কিউয়িরা

    ইডেনে আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ

  • 21 Nov 2021 06:04 PM (IST)

    অপেক্ষার আর এক ঘণ্টা

    ভারত-নিউজিল্যান্ড ম্যাচের জন্য ক্রিকেটের নন্দনকানন তৈরি। রবিরাতের হাইভোল্টেজ ম্যাচ দেখার জন্য় উত্তেজনায় ফুটছে কলকাতার ক্রিকেটপাগল দর্শকরা।

Published On - Nov 21,2021 6:00 PM

Follow Us: