Mohun Bagan: লিগ শিল্ডের দৌড়ে আজ জিততেই হবে মোহনবাগানকে

ISL 2023-24, Mohun Bagan Super Giant: প্লে-অফ আগেই নিশ্চিত করেছে মোহনবাগান। পঞ্জাব এফসি বনাম ইস্টবেঙ্গল ম্যাচের পর ছটি দলই নিশ্চিত হয়ে গিয়েছে। পয়েন্ট টেবল অনুযায়ী প্রথম ছয়ে রয়েছে মুম্বই সিটি এফসি, মোহনবাগান, এফসি গোয়া, ওডিশা এফসি, কেরালা ব্লাস্টার্স এবং ষষ্ঠ দল হিসেবে নিশ্চিত চেন্নায়িন এফসি। শীর্ষে থাকা মুম্বই সিটি এফসির ৪৭ পয়েন্ট রয়েছে। তাদের একটি ম্যাচই বাকি। সেটি মোহনবাগানের বিরুদ্ধে।

Mohun Bagan: লিগ শিল্ডের দৌড়ে আজ জিততেই হবে মোহনবাগানকে
Image Credit source: X
Follow Us:
| Updated on: Apr 11, 2024 | 8:00 AM

ইন্ডিয়ান সুপার লিগে আজ মোহনবাগানের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। এ বারের আইএসএলের লিগ পর্বে আর দুটি ম্যাচ বাকি মোহনবাগানের। গত ম্যাচে পঞ্জাব এফসিকে হারিয়ে লিগ শিল্ডের দৌড়ে রয়েছে সবুজ মেরুন। আজ বেঙ্গালুরু এফসিকে হারাতে পারলে আর এক ম্যাচ বাকি থাকবে। মোহনবাগানের শেষ ম্যাচ পয়েন্ট টেবলের শীর্ষে থাকা মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। আজ বেঙ্গালুরুর বিরুদ্ধে জিতলে শেষ ম্যাচটিই লিগ শিল্ডের নির্ণায়ক হয়ে দাঁড়াবে।

প্লে-অফ আগেই নিশ্চিত করেছে মোহনবাগান। পঞ্জাব এফসি বনাম ইস্টবেঙ্গল ম্যাচের পর ছটি দলই নিশ্চিত হয়ে গিয়েছে। পয়েন্ট টেবল অনুযায়ী প্রথম ছয়ে রয়েছে মুম্বই সিটি এফসি, মোহনবাগান, এফসি গোয়া, ওডিশা এফসি, কেরালা ব্লাস্টার্স এবং ষষ্ঠ দল হিসেবে নিশ্চিত চেন্নায়িন এফসি। শীর্ষে থাকা মুম্বই সিটি এফসির ৪৭ পয়েন্ট রয়েছে। তাদের একটি ম্যাচই বাকি। সেটি মোহনবাগানের বিরুদ্ধে। এফসি গোয়া ও মোহনবাগানের পয়েন্ট ৪২ হলেও এক ম্যাচ কম খেলে এই পয়েন্ট সবুজ মেরুনের।

পঞ্জাব ম্যাচের আগে লিগ শিল্ডের সম্ভাবনায় বিশাল ধাক্কা খেয়েছিল মোহনবাগান। দীর্ঘ বিরতির পর লিগে ফিরে চেন্নায়িন এফসির কাছে অবাক হার। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। জয়ের হ্যাটট্রিকে লিগ শিল্ড জেতাই লক্ষ্য। অসুস্থতার জন্য গত দু-ম্যাচেই বেঞ্চে পাওয়া যায়নি হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে। মোহনবাগানের সহকারি কোচ ম্যানুয়েল কাসাকায়ানা বলছেন, ‘চাপ একই রয়েছে। আগেও বলেছিলাম, টানা তিন ম্যাচ জিততেই হবে। দিল্লিতে (পঞ্জাব এফসি) জিতেছিল। এ বার বেঙ্গালুরু, এরপর লক্ষ্য মুম্বই। চাপ থাকবেই। বেঙ্গালুরুর বিরুদ্ধেও তিন পয়েন্টই পাখির চোখ।’