Mbappe Ruled Out: গুরুতর চোটে ছিটকে গেলেন কিলিয়ান এমবাপে, চিন্তা বাড়ল ফ্রান্সের

Jun 18, 2024 | 11:48 PM

Euro 2024, France vs Austria: আত্মঘাতী গোলে কোনওরকমে জিতেছে কাতার বিশ্বকাপের রানার্স ফ্রান্স। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই তাদের বড় ধাক্কা লেগেছে। ম্যাচের অ্যাডেড টাইমের ঘটনা। হেড করতে লাফিয়ে ছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। প্রতিপক্ষ ডিফেন্ডার কেভিন ডানসোর সঙ্গে জোরালো ধাক্কা লাগে।

Mbappe Ruled Out: গুরুতর চোটে ছিটকে গেলেন কিলিয়ান এমবাপে, চিন্তা বাড়ল ফ্রান্সের
Image Credit source: AFP

Follow Us

আগের রাতেই অস্ট্রিয়ার বিরুদ্ধে ইউরো কাপ অভিযান শুরু করেছে ফ্রান্স। একঝাঁক গোলের সুযোগ মিস করেছে ফ্রান্সের তারকা ভর্তি আক্রমণ ভাগ। এমবাপের মতো স্ট্রাইকারও একাধিক সুযোগ মিস করেছেন। অস্ট্রিয়া ডিফেন্ডার ম্যাক্সিমিলানি উবারের আত্মঘাতী গোলে কোনওরকমে জিতেছে কাতার বিশ্বকাপের রানার্স ফ্রান্স। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই তাদের বড় ধাক্কা লেগেছে। ম্যাচের অ্যাডেড টাইমের ঘটনা। হেড করতে লাফিয়ে ছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। প্রতিপক্ষ ডিফেন্ডার কেভিন ডানসোর সঙ্গে জোরালো ধাক্কা লাগে। গুরুতর চোট পান এমবাপের। রক্তও বেরোয়। মাঠে বেশ কিছুক্ষণ তাঁর প্রাথমিক চিকিৎসা চলে। চোট এতটাই গুরুতর যে গ্রুপ পর্বের ম্যাচে এমবাপেকে আর পাওয়াই যাবে না।

অস্ট্রিয়া ডিফেন্ডার ডানসোর কাঁধে লাগে এমবাপের। তাঁর নাক ফেঁটে রক্ত বেরনোর সময়ই আশঙ্কা ছিল। আপাতত বলা হচ্ছে, গ্রুপ পর্বের ম্যাচে পাওয়া যাবে না এমবাপেকে। যদিও এটা নিশ্চিত করে বলা যায় না, কতটা দ্রুত ফিট হয়ে উঠবেন ফ্রান্সের আক্রমণ ভাগের সেরা প্লেয়ার। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ফ্রান্সের।

দিদিয়ের দেশঁর শিবিরে একটাই স্বস্তি, এমবাপের অস্ত্রোপচারের প্রয়োজন পড়ছে না। সে কারণে তাঁরা কিছুটা হলেও আশাবাদী থাকতে পারেন, গ্রুপ পর্ব শেষ হওয়ার পর ফিট হয়ে উঠতে পারেন এমবাপে। সবটাই আপাতত আশা ফরাসি শিবিরের। অস্ট্রিয়ার বিরুদ্ধে যে ভাবে গোল মিস হয়েছে তাতে অবশ্য গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচের জন্য নিশ্চিন্ত থাকতে পারছে না ফ্রান্স। এমবাপে না থাকায় চিন্তা বাড়ল, বলাই যায়।

ফরাসি ফুটবল সংস্থার তরফে জানানো হয়েছে, যেহেতু তাঁর নাক ভেঙেছে, গ্রুপ পর্বের পরের দিকে এমবাপে যাতে খেলতে পারেন, এর জন্য বিশেষ মাস্ক তৈরি করা হবে। গ্রুপ পর্বের পরের ম্যাচগুলিতে মাস্ক পরে খেলতে দেখা যেতে পারে এমবাপেকে।

Next Article