Copa America 2024: ভিনির ‘ভিসি, ভিডি’; কোপা আমেরিকায় ঝড় তুলল ব্রাজিল

Jun 29, 2024 | 9:47 AM

Brazil: চলতি কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে হারাল ব্রাজিল। এই ম্যাচে হলুদ জার্সিধারীদের হয়ে জোড়া গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র। তাই বলতেই হয় ভিনির জাদুতে কোপা আমেরিকায় জয়ের মুখ দেখল ব্রাজিল।

Copa America 2024: ভিনির ভিসি, ভিডি; কোপা আমেরিকায় ঝড় তুলল ব্রাজিল
ভিনির 'ভিসি, ভিডি'; কোপা আমেরিকায় ঝড় তুলল ব্রাজিল
Image Credit source: X

Follow Us

কলকাতা: কোপা আমেরিকায় (Copa America 2024) জয়ের মুখ দেখল ব্রাজিল (Brazil)। কোস্টারিকার সঙ্গে গ্রুপ-ডি-তে নিজেদের প্রথম ম্যাচ গোলশূন্য ড্র করেছিল ব্রাজিল। এ বার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে হারাল সেলেকাওরা। এই জয়ের ম্যাচে হলুদ জার্সিধারীদের হয়ে জোড়া গোল ভিনিসিয়াস জুনিয়রের। তাই বলতেই হয় ভিনির জাদুতে কোপা আমেরিকায় জয়ের মুখ দেখল ব্রাজিল।

অ্যালেজায়েন্ট স্টেডিয়ামে ম্যাচের ৩১ মিনিটেই ব্রাজিলের এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু পেনাল্টি মিস করেন লুকাস পাকুয়েতা। অবশ্য ৪ মিনিটের মধ্যে সেই লুকাসের পাস থেকেই প্যারাগুয়ের জাল কাঁপান ভিনিসিয়াস জুনিয়র। ৩৫ মিনিটে ব্রাজিল ১-০ এগিয়ে যায়। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগে ব্রাজিলকে আরও এগিয়ে দেন সাভিয়ো। ৪৩ মিনিটে গোল তাঁর। এরপর হাফটাইমের ঠিক আগে ভিনির দ্বিতীয় ও ব্রাজিলের তৃতীয় গোল।

ভিনি, ভিডি, ভিসি হল এক ল্যাটিন শব্দবন্ধ। যার অর্থ — এলাম, দেখলাম, জয় করলাম। প্যারাগুয়ের বিরুদ্ধে ঠিক সেটাই করেছেন ব্রাজিলের তারকা ভিনিসিয়াস জুনিয়র। তাঁকে গোল করতে দেখে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকেও। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে।

ব্রাজিলের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পরই এক গোল শোধ করেন প্যারাগুয়ের ওমর আলদারেত (৪৮ মিনিটে)। ৬৫ মিনিটে ফের পেনাল্টি পায় ব্রাজিল। এ বার অবশ্য কোনও ভুল করেননি ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। তাঁর গোলে ব্রাজিল ৪-১ এগিয়ে যায়। ৮১ মিনিটে লাল কার্ড দেখেন প্যারাগুয়ের মিডফিল্ডার কুবাস। ১০ জনের প্যারাগুয়ে অবশ্য শেষ অবধি আর গোল খায়নি।

Next Article