CFL 2023, Mohun Bagan: এফসিআইকে ৫ গোলে উড়িয়ে গ্রুপ শীর্ষে সবুজ মেরুন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 10, 2023 | 5:19 PM

Calcutta Football League: লিগে সাত ম্যাচে ইতিমধ্যেই ২৫টি গোল হয়ে গেল মোহনবাগানের। গোল পার্থক্যেই কালীঘাট মিলন সঙ্ঘকে সরিয়ে শীর্ষে সবুজ মেরুন।

CFL 2023, Mohun Bagan: এফসিআইকে ৫ গোলে উড়িয়ে গ্রুপ শীর্ষে সবুজ মেরুন
এফসিআইকে ৫ গোলে উড়িয়ে গ্রুপ শীর্ষে সবুজ মেরুন

Follow Us

কলকাতা: কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিশনে ঘরের মাঠে বড় জয় মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant)। ময়দানে শুরু হয়ে গিয়েছে ডার্বির (Derby) টিকিট বিক্রি। শনিবার মরসুমের প্রথম ডার্বি। ডুরান্ড কাপের সেই বড় ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। ডার্বির আগে ঘরের মাঠে এফসিআইকে ৫-০ ব্যবধানে হারাল মোহনবাগান সুপার জায়ান্ট। এই দলে খেলা কিয়ান নাসিরিকে ডার্বিতে সিনিয়র দলে দেখা যেতে পারে। তারই প্রস্তুতি যেন সেরে নিলেন কিয়ান। তিনি অবশ্য গোল পাননি। তবে দল জিতল বিশাল ব্যবধানে। হতেই পারে এই তরুণ ফুটবলারদের মধ্যে আরও কেউ ডার্বিতে সুযোগ পেলেন! কলকাতা লিগে মোহনবাগান বনাম এফসিআই ম্যাচের বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এফসিআইয়ের বিরুদ্ধে প্রথম গোলের জন্য মোহনবাগানকে অপেক্ষা করতে হয় ২৬ মিনিট। গোল করেন ডিফেন্ডার রাজ বাসফোরে। প্রথমার্ধের অ্যাডেড টাইমে মোহনবাগানকে ২-০ এগিয়ে দেন বিয়ান মুরুগাও। ২-০ এগিয়ে যাওয়ায় আত্মবিশ্বাসের তুঙ্গে সবুজ মেরুন শিবির। ম্যাচের ৫৭ মিনিটে নংদম্বা নাওরেম মোহনবাগানের পক্ষে স্কোরলাইন ৩-০ করেন। প্রথম গোলের মতো মোহনবাগানের চতুর্থ গোলটি করেন ডিফেন্সের প্লেয়ার। টাইসন সিংয়ের বাড়ানো বলে ব্যাক হেডে অনবদ্য গোল করেন স্টপার দীপেন্দু বিশ্বাস। এফসিআই গোলকিপার ধনঞ্জয় অধিকারী দর্শকের ভূমিকায়। কিছুই করার ছিল না তাঁর। ৮৩ মিনিটে ৪-০ মোহনবাগানের।

ম্যাচে পাঁচ মিনিট অ্যাডেড টাইম দেওয়া হয়। শেষ দিকে এফসিআইয়ের দীপ বাগ দ্বিতীয় হলুদ কার্ড তথা রেড কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের এফসিআইয়ের বিরুদ্ধে আরও একটি গোল। মোহনবাগানের পঞ্চম গোলটি করেন টাইসন সিং। লিগে সাত ম্যাচে ইতিমধ্যেই ২৫টি গোল হয়ে গেল মোহনবাগানের। গোল পার্থক্যেই কালীঘাট মিলন সঙ্ঘকে সরিয়ে শীর্ষে সবুজ মেরুন।