ইচ্ছের বিরুদ্ধে আটকে রাখা হবে না সালাহকে, বলছেন ক্লপ

sushovan mukherjee |

Dec 26, 2020 | 3:11 PM

স্পেনের এক সংবাদপত্রে রিয়াল-বার্সার প্রশংসা করেন সালহা। সেই থেকেই ইংলিশ সংবাদ মাধ্যমে সালহার ক্লাব ছাড়া নিয়ে গুঞ্জন তৈরি হয়।

ইচ্ছের বিরুদ্ধে আটকে রাখা হবে না সালাহকে, বলছেন ক্লপ
লিভারপুল অনুশীলনে সালাহ। ছবি সৌজন্যে - টুইটার (লিভারপুল)

Follow Us

TV9 বাংলা ডিজিটাল –  বড় দিনের অবহে ইংল্যান্ড ফুটবলের আলোচনার কেন্দ্রে মহম্মদ সালাহ (Mohamed Salah)। মিশরের তারকা স্ট্রাইকার নাকি ক্লাব ছাড়তে চান। কিছুদিন আগেই এ কথা বলেছিলেন সালাহর প্রাক্তন এক সতীর্থ। সেই জল্পনায় ঢেলেছিলেন লিভারপুল কোচ ক্লপ। কিন্তু পরিস্থিতি যে দ্রুত বদলে যাচ্ছে, তার প্রমাণ সেই ক্লপের কথাতেই। সংবাদ মাধ্যমে সালাহ নিয়ে প্রশ্ন করা হলে ক্লপ (Kloop) বলেন, ইচ্ছের বিরুদ্ধে গিয়ে মিশরের স্ট্রাইকারকে আটকে রাখবে না ক্লাব।

আরও পড়ুন – দায়িত্ব ছাড়তে চেয়ে সভাপতিকে চিঠি আইএফএ সচিবের

সালাহর সঙ্গে নাকি কথা বলছে স্পেনের বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। কিছুদিন আগে স্পেনের এক সংবাদপত্রে রিয়াল-বার্সার প্রশংসা করেন সালাহ। সেই থেকেই ইংলিশ সংবাদ মাধ্যমে সালাহর ক্লাব ছাড়া নিয়ে গুঞ্জন তৈরি হয়। যদিও সেই গুঞ্জনে কান পাততে নারাজ লিভারপুলের হেড স্যার। তাঁর পাল্টা যুক্তি, সালাহ নিজেই বলেছেন স্প্যানিশ ফুটবল ওরঁ জন্য নয়।

আরও পড়ুন – ভারতের বিরুদ্ধে প্রথমবার শূন্য রানে আউট স্মিথ

মো দলের গুরুত্বপূর্ণ ফুটবলার। কিন্তু একজন ফুটবলারের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কোনও কাজ করবে না ক্লাব। সালাহ যদি ক্লাব ছাড়তে চায় তাঁকে আটকানো হবে না। পরিস্কার বলছেন লিভারপুল কোচ। কিন্তু কেন ক্লাব ছাড়তে চান সালাহ। বিশ্বের সেরা ক্লাবগুলোর মধ্যে একটা লিভারপুল। এমন মাঠ,এমন সমর্থক, একই সঙ্গে আর্থিক ভাবেও কোনও সমস্যা থাকার কথা নয়। তহালে কেন ক্লাব ছাড়তে চাইবে সালাহ। পাল্টা প্রশ্ন ক্লপের।

Next Article