করোনা জয় করে মাঠে ফিরেই রোনাল্ডো ম্যাজিক

sushovan mukherjee |

Nov 02, 2020 | 7:45 AM

করোনা জয় মাঠে ফিরেই জোড়া গোল রোনাল্ডোর। ৪-১ গোলে জিতল জুভেন্টাস।

করোনা জয় করে মাঠে ফিরেই রোনাল্ডো ম্যাজিক
ছবি: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর টুইটার পেজ থেকে

Follow Us

TV9বাংলা ডিজিটাল: স্বপ্নের কামব্যাক। করোনা (COVID 19) জয় করে মাঠে ফিরেই ম্যাজিক দেখালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। জোড়া গোল করে দুরন্ত জয় এনে দিলেন জুভেন্টাসকে।
কোভিড আক্রান্ত হওয়ায় শেষ ৪টে ম্যাচে জুভেন্টাসের হয়ে খেলতে পারেননি পর্তুগিজ তারকা। চ্যাম্পিয়ন্স লিগে মেসির বার্সেলোনার বিরুদ্ধে মাঠে নামা হয়নি সিআরসেভেনের।মাঠে নামার জন্য যেন ছটফট করছিলেন রোনাল্ডো। কোভিড নেগেটিভ হতেই মাঠে ফিরলেন পর্তুগিজ সুপারস্টার। আর মাঠে নেমেই স্বমেজাজে সিআরসেভেন। রোনাল্ডোর জোড়া গোলেই স্পেজিয়াকে ৪-১ গোলে হারাল জুভেন্টাস (Juventus)।

স্পেজিয়ার বিরুদ্ধে রোনাল্ডোকে প্রথম একাদশে রাখেননি জুভেন্টাস কোচ পিরলো। ৫৬ মিনিটে পাওলো দিবালার পরিবর্তে মাঠে নামেন রোনাল্ডো।খেলার ফল তখন ১-১।মাঠে নামার ৩ মিনিটের মধ্যেই গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন সিআরসেভেন।খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে পেনাল্টি থেকে গোল করে জুভেন্টাসের বড় জয় নিশ্চিত করেন পর্তুগিজ তারকা। জুভেন্টাসের অপর ২টি গোল আলভারো মোরাতা আর আদ্রিয়ান রাবিয়তের।

জাতীয় শিবিরে থাকাকালীন করোনায় আক্রান্ত হয়েছিলেন রোনাল্ডো। আইসোলেশনে থেকেই মাঠে নামার প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলেন সিআরসেভেন। মাঠে ফিরে জোড়া গোল করে রোনাল্ডো বুঝিয়ে দিলেন কতটা পেশাদার তিনি। চলতি সিরি আ-তে রোনাল্ডোর ৫ম গোল। করোনা জয় করে মাঠে ফিরে উচ্ছ্বসিত সিআরসেভেন।

স্পেজিয়ার বিরুদ্ধে জয়ের পর ৬ ম্যাচ পর ১২ পয়েন্টে দাঁড়িয়ে জুভেন্টাস। লিগ শীর্ষে থাকা এ সি মিলানের থেকে ৪ পয়েন্টে পিছিয়ে পিরলোর দল।

 

Next Article