EBFC vs BFC Preview: বেঙ্গালুরুর বিরুদ্ধে পুনরাবৃত্তির অপেক্ষায় ইস্টবেঙ্গল

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 30, 2022 | 10:15 AM

ISL 2022-23, East Bengal vs Bengaluru: অ্যাওয়ে ম্য়াচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ব্য়াপক বিদ্রুপের সামনে পড়তে হয়েছিল ইস্টবেঙ্গলকে। তাদের সোশ্যাল মিডিয়া পেজেও অনেক কিছু লেখা হয়েছিল। বেঙ্গালুরুকে তাদের ডেরায় ১-০ হারিয়ে সমস্ত অপমানের জবাব দিয়েছিল ইস্টবেঙ্গল। এ বার ঘরের মাঠে প্রতিপক্ষ সেই বেঙ্গালুরু।

EBFC vs BFC Preview: বেঙ্গালুরুর বিরুদ্ধে পুনরাবৃত্তির অপেক্ষায় ইস্টবেঙ্গল
Image Credit source: East Bengal

Follow Us

কলকাতা : প্রায় এক সপ্তাহের বিরতি। খানিকটা তরতাজা হয়ে নামছে ইস্টবেঙ্গল। আইএসএলে ঘরের মাঠে আজ তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। এ মরসুমে হাতে গোনা তিন ম্যাচে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। তার মধ্যে উল্লেখযোগ্য বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয়। এগারো দলের মধ্যে পয়েন্ট টেবলে নবম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। পরিস্থিতি ভালো করতে হলে পরপর জয় ছাড়া বিকল্প নেই। এক সপ্তাহের বিরতিটা ইস্টবেঙ্গলের কাছে আশির্বাদ হয়ে দেখা দেবে নাকি ছন্দহীনতা, সময়ই বলবে। শেষ ম্যাচে লিগ টপার মুম্বই সিটি এফসির মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। ০-৩ গোলে হেরেছিল লাল হলুদ। যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসির ম্য়াচ প্রিভিউ TV9Bangla-য়।

অ্যাওয়ে ম্য়াচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ব্য়াপক বিদ্রুপের সামনে পড়তে হয়েছিল ইস্টবেঙ্গলকে। তাদের সোশ্যাল মিডিয়া পেজেও অনেক কিছু লেখা হয়েছিল। বেঙ্গালুরুকে তাদের ডেরায় ১-০ হারিয়ে সমস্ত অপমানের জবাব দিয়েছিল ইস্টবেঙ্গল। এ বার ঘরের মাঠে প্রতিপক্ষ সেই বেঙ্গালুরু। যদিও প্রতিপক্ষর চেয়েও নিজেদের ফর্মই চিন্তার বিষয় ইস্টবেঙ্গলের কাছে। ধারাবাহিকতা একেবারেই নেই। ক্লেটন সিলভা, নাওরেম মহেশ ছাড়া আর কোনও ফুটবলারই ধারাবাহিকতা দেখাতে পারেনি। দলও ভুগেছে।

বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন বলছেন, ‘লক্ষ্য় অবশ্যই তিন পয়েন্ট। প্রতি ম্যাচেই এই লক্ষ্য় থাকে। প্রতিটা ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই নামি। এটাই স্বাভাবিক। কিছুক্ষেত্রে জয় আসে না, তবে লড়াই চালিয়ে যাই।’ প্রথম অর্ধের পারফরম্য়ান্স যে সন্তোষজনক নয়, স্বীকার করে নিলেন ইস্টবেঙ্গল কোচ। আরও যোগ করলেন, ‘প্রথম ১০ ম্যাচে তিনটি মাত্র জয়, কখনোই যথেষ্ঠ নয়। নিজেদের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা করেছি। প্লেয়াররা ট্রেনিংয়ে যথেষ্ঠ পরিশ্রম করছে। সঠিক পথে আসার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে।’

Next Article