জুরিখঃ অপেক্ষা আর কয়েকদিনের। তারপরেই শুরু হবে ইউরো কাপ(EURO CUP)। ইউরোপের ফুটবলের সেরা মহোৎসব। অপেক্ষায় গোটা দুনিয়া। রোনাল্ডো (CRISTIANO RONALDO) থেকে ইডেন অ্যাজার (EDEN HAZARD)। হ্যারি কেন (HARRY KANE) থেকে ডি হিয়া। ইউরোপের (EUROPE) সেরা তারকাদের মহাযুদ্ধে কোন দল কোথায়? কোন গ্রুপ কতটা শক্তিশালী। কোন গ্রুপে কে ফেভারিট। TV9 বাংলা ডিজিট্যালে প্রতিদিন রয়েছে আলোচনা। আজকে গ্রুপ ‘বি’ নিয়ে আলোচনা।
একনজরে দেখে নেব গ্রুপ’বি’-তে রয়েছে কোন দলগুলি-
বেলজিয়ামঃ
ইউরো কাপে সাফল্য-
ইউরোতে বেলজিয়ামের পারফরম্যান্স
ম্যাচ- ১৭ ( জয়- ৭, হার- ৮, ড্র- ২)
নজরে থাকা তারকা-
জাতীয় দলের অধিনায়ক ইজেন অ্যাজার দীর্ঘদিন চেলসিতে কাটানোর পর গত ২ বছর ধরে রিয়াল মাদ্রিদের সদস্য। বেলজিয়ান এই সুপারস্টারের জাতীয় দলের হয়ে রয়েছে ৩২টি গোল। অন্যদিকে দলের অ্যাটাকিং মিডিও হিসেবে ভরসার নাম কেভিন ডি ব্রুইন। ২০১৫ সাল থেকে ম্যানচেস্টার সিটির সদ্য। গুয়ার্দিওয়ালার দলের অন্যতম সদস্য। জাতীয় দলের হয়ে গোল ২১টি।
ডেনমার্কঃ
ইউরো কাপে সাফল্য-
ইউরোতে ডেনমার্কের পারফরম্যান্স
ম্যাচ- ২৭ ( জয়- ৭, হার- ১৪, ড্র- ৬)
নজরে থাকা তারকা-
মেসির ক্লাব বার্সিলোনার স্ট্রাইকার। ২০২০ সালে বার্সায় যোগ দেওয়ার পর প্রায় ৪০টি ম্যাচ খেলেছেনমার্টিন ব্রেথওয়েট। ডেনমার্কের আপফ্রন্টে সবচেয়ে বড় ভরসা। প্রবাদপ্রতীম ড্যানিশ গোলরক্ষক পিটার স্কিমিচেলের পুত্র ক্যাসপার স্কিমিচেল। লেস্টার সিটির তিনকাঠির তলায় ভরসা ক্যাসপার জাতীয় দলের হয়ে খেলেছেন ৬৩টি ম্যাচ।
ফিনল্যান্ডঃ
ইউরো কাপে সাফল্য-
ইউরোতে ফিনল্যান্ডের পারফরম্যান্স
প্রথমবার ইউরোর মূলপর্বে ফিনল্যান্ড
নজরে থাকা তারকা-
আপফ্রন্টে ভরসার নাম তিমু পুক্কি। নরউইচের স্ট্রাইকার পুক্কি জাতীয় দলের হয়ে ৯০টি ম্যাচে করেছেন ৩০টি গোল। ফিনল্যান্ডের গোলকিপার লুকাস রাডেকি বায়ার্ন লেভারকুসেনের সদস্য।জাতীয় দলের হয়ে ৬৪টি ম্যাচ খেলেছেন লুকাস।
রাশিয়াঃ
ইউরো কাপে সাফল্য-
ইউরোতে রাশিয়ার পারফরম্যান্স
ম্যাচ- ৩৩ ( জয়- ১২, হার- ১৪, ড্র- ৭)
নজরে থাকা তারকা-
রাশিয়ার অধিনায়ক আর্টেম জুবা। জেনিথ সেন্ট পিটার্সবার্গ দলের স্ট্রাইকার জাতীয় দলের হয়ে ৫০টি ম্যাচে ২৯টি গোল করেছেন। ভ্যালেন্সিয়ার উইঙ্গার ডেনিস চেরিসেভ রাশিয়ার হয়ে ৩০টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ১২টি।