ইউরো কাপের গ্রুপ ডি-তে আজ মুখোমুখি ফ্রান্স ও অস্ট্রিয়া। সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপে। এই টুর্নামেন্ট যেন তাঁর কাছে কঠিন পরীক্ষা। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। সে সময় এমবাপে তরুণ প্লেয়ার। কাতার বিশ্বকাপে ফ্রান্সের আক্রমণ ভাগের মূল অস্ত্রই ছিলেন এমবাপে। ফাইনালেও উঠেছিল ফ্রান্স। এমবাপের চোখ ধাঁধানো পারফরম্যান্সে খাবি খাচ্ছিল আর্জেন্টিনা। শেষ অবধি টাইব্রেকারে গড়ায় ম্যাচ। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের রানার্স আজ ইউরোতে অভিযান শুরু করছে ফর্মে থাকা অস্ট্রিয়ার বিরুদ্ধে।
দুর্দান্ত ফর্মে রয়েছে ফ্রান্সও। ২০২৩-এ ১০ ম্যাচের মধ্যে মাত্র একটিই হেরেছে তারা। সেটি জার্মানির কাছে। এ বছর চারটির মধ্যে একটি হার ০-২ ব্যবধানে সেই জার্মানির কাছেই। ইউরো কাপের আগে শেষ ম্যাচে কানাডার বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে ফ্রান্স। অন্য দিকে, অস্ট্রিয়াও ছন্দে। ২০২২ সালে কোচের দায়িত্ব নিয়েছিলেন রাল্ফ রানিক। বায়ার্ন মিউনিখের প্রস্তাব ফিরিয়ে রয়ে গিয়েছেন অস্ট্রিয়া জাতীয় দলের দায়িত্বেই। সাত ম্যাচ অপরাজিত থেকে ইউরো অভিযানে নামছে অস্ট্রিয়া। এই সাত ম্যাচে মাত্র তিনটি গোল খেয়েছে তারা। ২-০ ব্যবধানে হারিয়েছে জার্মানির মতো শক্তিশালী টিমকে। তেমনই তুরস্কের বিরুদ্ধে ৬-১’এর বিশাল ব্যবধানে জিতেছে।
ফ্রান্সের চিন্তা অরিয়েন শৌমেনি। চোটের কারণে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও খেলতে পারেননি। ইউরো কাপের আগে ফ্রান্সের দুটি প্রীতি ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেছেন এনগোলো কান্তে। ২০২২ সালের পর চোট সারিয়ে জাতীয় দলে ফিরেছেন কান্তে। স্বাভাবিক ভাবেই এই দুই চিন্তা থাকছেই।
আজ অন্য ম্যাচে নামছে বেলজিয়ামও। কেভিন দি ব্রুইনরা রয়েছেন গ্রুপ ই-তে। তাদের প্রথম প্রতিপক্ষ স্লোভাকিয়া। বেলজিয়াম ও স্লোভাকিয়া দু-দলেই ইতালিয়ান কোচ। স্বাধীন দেশ হিসেবে টানা তৃতীয় বার ইউরো কাপে যোগ্যতা অর্জন করেছে স্লোভাকিয়া। ২০১৬ সালে শেষ ১৬তেও পৌঁছেছিল। প্রতিযোগিতা মূলক ম্যাচে কোনওদিন মুখোমুখি হয়নি বেলজিয়াম ও স্লোভাকিয়া। প্রীতি ম্যাচ খেলেছিল ১১ বছর আগে। সে সময় ২১-এর তরুণ কেভিন দি ব্রুইনদের কাছে ১-২ ব্য়বধানে হেরেছিল স্লোভাকিয়া।