জুরিখঃ প্রস্তুতিতে চলছে শেষ তুলির টান। ২ সপ্তাহও বাকি নেই ইউরো কাপ (EURO CUP) শুরু হতে। পর্তুগাল (PORTUGAL) থেকে ইংল্যান্ড (ENGLAND)। স্পেন থেকে বিশ্বজয়ী ফ্রান্স (FRANCE)। রোনাল্ডো(CRISTIANO RONALDO), এমবাপে, হ্যারি কেন, ডি হিয়া, লিওনডস্কিদের মত একঝাঁক তারকারা হাজির এই যুদ্ধে। ইউরো কাপের যাবতীয় খুঁটিনাটি খবর এবার TV9 বাংলায়। আজকের আলোচনায় গ্রুপ ডি।
একনজরে দেখে গ্রুপ ‘ই’-তে রয়েছে কোন দলগুলি-
স্পেন
ইউরো কাপে সাফল্য-
ইউরোতে স্পেনের পারফরম্যান্স
ম্যাচ- ৪০ ( জয়- ১৯, হার- ১০, ড্র- ১১)
নজরে থাকা তারকা-
স্প্যানিশ আক্রমণে সবচেয়ে বড় ভরসা আলভারো মোরাতা। জুভেন্তাসে রোনাল্ডোর সতীর্থ মোরাতা স্পেনের হয়ে ৩৯ ম্যাচে গোল করেছেন ১৯টি। অন্যদিকে দলের তারকা গোলকিপার ডেভিড ডি হিয়া। ম্যান ইউয়ের তিনকাঠির তলায় নিয়মিত সদস্য ডি হিয়া জাতীয় দলের হয়ে খেলেছেন ৪৫টি ম্যাচ।
সুইডেন
ইউরো কাপে সাফল্য-
ইউরোতে সুইডেনের পারফরম্যান্স
ম্যাচ- ২০ ( জয়- ৫, হার- ৯, ড্র- ৬)
নজরে থাকা তারকা-
সুইডিশ মাঝমাঠের সবচেয়ে বড় ভরসা অধিনায়ক সেবাস্তিয়ান লারসন। একসময় আর্সেনালের ফুটবলার লারসন সুইডেনের হয়ে খেলেছেন ১২৮টি ম্যাচ। গোল করেছেন ১০টি। ইউরোতে সুইডেনের আক্রমণের সবচেয়ে বড় ভরসার নাম মার্কাস বার্গ। ৩৪ বছরের বার্গ সুইডেনের হয়ে ৮৫ ম্যাচে ২৩ গোল করেছেন।
পোল্যান্ড
ইউরো কাপে সাফল্য-
ইউরোতে পোল্যান্ডের পারফরম্যান্স
ম্যাচ- ১১ ( জয়- ২, হার- ৩, ড্র- ৬)
নজরে থাকা তারকা-
দলের সুপারস্টার রবার্ট লিওনডস্কি। বায়ার্ন মিউনিখের তারকা লিওনডস্কি জাতীয় দলের হয়ে ১১৮টি ম্যচ। ৬৬টি গোল করেছেন লিওনডস্কি। দলের আরেক তারকা স্ট্রাইকার মিলিক। ফ্রান্সের ক্লাব মার্সেইতে খেলা মিলিক জাতীয় দলের হয়ে ৫৯ ম্যাচে ১৫টি গোল করেছেন।
স্লোভাকিয়া
ইউরো কাপে সাফল্য-
ইউরোতে স্লোভাকিয়ার পারফরম্যান্স
ম্যাচ- ৪ ( জয়- ১, হার- ২, ড্র- ১)
নজরে থাকা তারকা-
স্লোভাকিয়া ফুটবলের সবচেয়ে বড় তারকা মারেক হামসিক দলের অধিনায়ক। একসময় নাপোলিতে খেলা হামসিক জাতীয় দলের হয়ে ১২৬টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ২৬টি। আপফ্রন্টে সবচেয়ে অভিজ্ঞ মিশাল ডুরিস ৫৪ ম্যাচে ৭ গোল করেছেন।