হ্যারি কেন বনাম মদ্রিচ, গ্রুপ ‘ডি’-তে লড়াই জমজমাট

raktim ghosh |

Jun 03, 2021 | 2:22 PM

TV9 বাংলা ইউরো কাপের(EURO CUP) খবরাখবর দেবে আপনাদের। ইউরোর সব খুঁটিনাটি দিক একসঙ্গে। আজ আলোচনায় ইউরোর গ্রুপ 'ডি'।

হ্যারি কেন বনাম মদ্রিচ, গ্রুপ ডি-তে লড়াই জমজমাট
গ্রুপ 'ডি'-তে রয়েছেন বেশ কয়েকজন তারকা

Follow Us

জুরিখঃ একসঙ্গে প্রায় ২৫জন বিশ্বসেরা ফুটবলার একমঞ্চে। বাকি আর কয়েকদিন। তারপরেই শুরু হবে ইউরোপে ফুটবলের সেরা ফুটবল (FOOTBALL) লড়াই। করোনা পরবর্তী বিশ্বে এই প্রথম এত বড় টুর্নামেন্ট ফুটবলপ্রেমীদের সামনে। TV9 বাংলা ইউরো কাপের(EURO CUP) খবরাখবর দেবে আপনাদের। ইউরোর সব খুঁটিনাটি দিক একসঙ্গে। আজ আলোচনায় ইউরোর গ্রুপ ‘ডি’।

 

দেখে নেব, গ্রুপ ডি-তে আছে কোন দলগুলি-

  1. ইংল্যান্ড (ENGLAND)
  2. ক্রোয়েশিয়া (CROATIA)
  3. স্কটল্যান্ড (SCOTLAND)
  4. চেক রিপাবলিক (CZECH REPUBLIC)

 

 

 

ইংল্যান্ড

 

ইংল্যান্ডের দুই তারকা হ্যারি কেন ও রাহিম স্টার্লিং

 

ইউরো কাপে সাফল্য-

  • ২ বার তৃতীয় স্থান। ১৯৬৮ ও ১৯৯৬ সালে।
  • ২ বার কোয়ার্টার ফাইনালে। ২০০৪ ও ২০১২ সালে।

 

ইউরোতে ইংল্যান্ডের পারফরম্যান্স

   ম্যাচ- ৩৩ ( জয়- ১০, হার-  ১০, ড্র- ১১)

 

নজরে থাকা তারকা-

দলে একঝাঁক তারকা। তার মধ্যে আপফ্রন্টে সবচেয়ে দুজনের দিকে নজর রাখলাম আমরা। হ্যারি কেন ও রাহিম স্টার্লিং। দলের অধিনায়ক হ্যারি কেন টটেনহ্যাম হটস্পারের তারকা।মাত্র ২৭ বছরেই সামলাচ্ছেন ইংল্যান্ডের আর্মব্যান্ড।৫৩ ম্যাচে ৩৪ গোল হ্যারি কেনের।

 

 

ক্রোয়েশিয়াঃ

 

ক্রো.য়েশিয়ার দুই সম্পদ পেরিসিচ ও মদ্রিচ

 

  ইউরো কাপে সাফল্য-

  • ২ বার কোয়ার্টার ফাইনাল। ১৯৯৬ ও ২০০৮ সালে।
  • ২০১৬ সালে প্রিকোয়ার্টার ফাইনালেই বিদায়।

 

ইউরোতে ক্রোয়োশিয়ার পারফরম্যান্স

   ম্যাচ- ১৮ ( জয়- ৮, হার-  ৫, ড্র- )

 

নজরে থাকা তারকা-

ক্রোয়েশিয়ার সুপারস্টার স্ট্রাইকার। ৩২ বছরের তারকা ইভান পেরিসিচ এখন ইন্টার মিলান থেকে লোনে বায়ার্ন মিউনিখে। জাতীয় দলের হয়ে ৯৯ ম্যাচে ২৭ গোল পেরিসিচের। অন্যদিকে মাঝমাঠে বিশ্বের অন্যতম সেরা লুকা মদ্রিচ। রিয়াল মাদ্রিদ সুপারস্টার মদ্রিচ জাতীয় দলের হয়ে ১৩৬ ম্যাচ খেলেছেন।

 

 

স্কটল্যান্ডঃ

 

স্কটল্যান্ডের দুই ভরসা অ্যান্ড্রু রবার্টসন ও ম্যাকটমিনে

 

 

  ইউরো কাপে সাফল্য-

  • ২ বার কোয়ার্টার ফাইনাল। ১৯৯৬ ও ২০০৮ সালে।
  • ২০১৬ সালে প্রিকোয়ার্টার ফাইনালেই বিদায়।

 

ইউরোতে স্কটল্যান্ডের পারফরম্যান্স

   ম্যাচ- ১৮ ( জয়- ৮, হার-  ৫, ড্র- )

 

নজরে থাকা তারকা-

দলের অধিনায়ক অ্যান্ড্রু রবার্টসন লিভারপুলের লেফট ব্যাক। ২৭ বছরের এই ফুটবলার স্কটল্যান্ডের হয়ে ৪৩টি ম্যাচ খেলেছেন। ২৪ বছরের স্কটিশ সেন্ট্রাল মিডফিল্ডার স্কট ম্যাকটমিনে জাতীয় দলের হয়ে ২২টি ম্যাচ খেলেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৯০টি ম্যাচ খেলে ১০টি গোল করেছেন স্কট।

 

 

চেক রিপাবলিকঃ

 

চেকরিপাবলিকের দুই ভরসা স্চিক ও দারিদা

 

 

  ইউরো কাপে সাফল্য-

  • ১৯৯৬ সালে সেমিফাইনালিস্ট
  • ২০০৪ সালে সেমিফাইনালিস্ট

 

ইউরোতে চেক রিপাবলিকের পারফরম্যান্স

   ম্যাচ- ৩২ ( জয়- ১৩, হার-  ১৩, ড্র- )

 

নজরে থাকা তারকা-

চেক রিপাবলিকের অন্যতম অভিজ্ঞ ফুটবলার ভ্লাদিমির দারিদা। ৩০ বছরের মিডফিল্ডার জাতীয় দলের হয়ে খেলেছেন ৭০টি ম্যাচ। ২৫ বছরের চেক স্ট্রাইকার প্যাট্রিক স্চিক জাতীয় দলের হয়ে ২৪ ম্যাচে ১০ গোল করেছেন। এখন তিনি বায়ার্ন লেভারকুসেনের সদস্য।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Next Article