এক্সক্লুসিভ সেভজিৎ
৪১টা সেভ করে আইএসএলের সেরা গোলকিপারের দৌড়ে তিনিই এখন এক নম্বরে। দেবজিৎ মজুমদার। বাংলার প্রিয় সেভজিৎ।
নিজের ফর্ম ফিরে পেয়েছেন। ৪১টা সেভ করে আইএসএলের সেরা গোলকিপারের দৌড়ে তিনিই এখন এক নম্বরে। দেবজিৎ মজুমদার। বাংলার প্রিয় সেভজিৎ। শুক্রবার লিগ শীর্ষে থাকা মুম্বই সিটি এফসির বিরুদ্ধে নামছে এসসি ইস্টবেঙ্গল। সেভজিতের ফর্মই কোচ ফাউলারের বড় ভরসা। মেগা ম্যাচের আগে টিভি নাইন বাংলায় এক্সক্লুসিভ সেভজিৎ।