লন্ডন: চলতি মরসুমে ছন্দে নেই চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ ৮টি ম্যাচের মধ্যে ৫টি-তেই হেরেছে চেলসি। কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। রবিবার এফএ কাপের ম্যাচে মাঠে নামছে চেলসি। চেলসিতে নিজের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশার মাঝেই নিজেকে ‘ফাইটার’ বললেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। খারাপ পরিস্থিতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন ইংল্যান্ডের প্রাক্তন মিডফিল্ডার।
আরও পড়ুন: ভারতকে দেখে শিখুক অস্ট্রেলিয়া: গ্রেগ চ্যাপেল
ফুটবলজীবনে চেলসিতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ল্যাম্পার্ডের। খেলা ছাড়ার পর চেলসির কোচের দায়িত্বও তুলে দেওয়া হয় ল্যাম্পার্ডের কাঁধে। কোচিং জীবনের শুরুতেই চাপের মধ্যে পড়ে গিয়েছেন তিনি। তবে চাপ কাটিয়ে ফিরে আসার বার্তা দিলেন লড়াকু ল্যাম্পার্ড। তিনি বলেন, ‘ফুটবল ছাড়ার পর আমি কোচিং জীবনে নাও আসতে পারতাম। অন্য কোনও কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারতাম। তবে আমি ফুটবলকে ভালোবাসি। খারাপ সময়ের মধ্যে কিভাবে লড়াই চালিয়ে ফিরে আসতে হয় সেটা আমি জানি। চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। ফুটবলে প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে ফিরে আসার মধ্যে একটা ভালোলাগা কাজ করে। আমার দলে অনেক প্রতিশ্রুতিমান ফুটবলাররা রয়েছেন। একটা জয় সমস্ত পরিস্থিতি পাল্টে দিতে পারে। আর আমরা সেই জয়ের সন্ধানে প্রতিনিয়ত কাজ করে চলেছি।’
আরও পড়ুন: চোট নিয়েও ব্রিসবেনে বল করতে চেয়েছিলাম: নভদীপ
ল্যাম্পার্ড এও জানান, তিনি ১৮ বছর ধরে চেলসিতে রয়েছেন। অনেক খারাপ সময়ের মধ্যে তিনি গেছেন। কিভাবে দলের হাল ধরতে হবে তা তিনি ভালো মতোই জানেন। চাপের মুহূর্তেও সামনে থেকে দলকে পরিচালনা করে ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন ফাইটার ল্যাম্পার্ড।