অপরাজিত তকমা ঘুচল ৭ ম্যাচ পর , মুম্বইয়ের কাছে হার এসসি ইস্টবেঙ্গলের

sushovan mukherjee |

Jan 22, 2021 | 10:51 PM

বৃহস্পতিবার ডেভিড উইলিয়ামসকে দ্বিতীয়ার্ধে নামিয়ে বাজিমাত করেছিলেন হাবাস। তবে ব্রাইটকে নিয়ে ফাউলারের সেই পরিকল্পনা সফল হল না।

অপরাজিত তকমা ঘুচল ৭ ম্যাচ পর , মুম্বইয়ের কাছে হার এসসি ইস্টবেঙ্গলের
প্রতিপক্ষের জালে আটকে গেলেন ব্রাইট। ছবি সৌজন্যে: টুইটার (আইএসএল)

Follow Us

এসসি ইস্টবেঙ্গল ০
মুম্বই সিটি এফসি ১ (মোর্তাদা ফল, ২৭ মিনিট)

গোয়া: টানা সাত ম্যাচ অপরাজিত থাকার পর হার এসসি ইস্টবেঙ্গলের। শুক্রবার তিলক ময়দানে লিগ শীর্ষে থাকা মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ০-১ গোলে হার লাল হলুদের। প্রথমার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেন মোর্তাদা ফল। শেষ দিকে আক্রমণে ঝড় তুলেও গোল পেল না ফাউলারের দল। দলের তারকা স্ট্রাইকার ব্রাইটকে বেঞ্চে রেখে খেলা শুরু করেছিলেন ফাউলার। তাতে যদিও লাভ কিছুই হয়নি। মুম্বইয়ের টোটাল ফুটবলের সামনে বারবার হারিয়ে গেলেন মাঘোমারা।

 


ম্যাচে ৬৩ মিনিটে ব্রাইটকে মাঠে নামালেন লাল হলুদ কোচ। তারকা স্ট্রাইকার মাঠে নামতেই যেন খোলস ছেড়ে বেরোয় এসসি ইস্টবেঙ্গল। একাধিক সুযোগও তৈরি করে তার। কিন্তু গোল হয়নি। ব্রাইটকে আটকাতে হার্ড ট্যাকেলের রাস্তায় হাঁটে মুম্বই। তার মধ্যেও ফোঁস করেতে ছাড়েননি ব্রাইট। কেন তাঁকে এত দেরিতে মাঠে নামানো হল, তা নিয়ে প্রশ্ন তুলছেন লাল-হলুদ সমর্থকরা। বৃহস্পতিবার ডেভিড উইলিয়ামসকে দ্বিতীয়ার্ধে নামিয়ে বাজিমাত করেছিলেন হাবাস। তবে ব্রাইটকে নিয়ে ফাউলারের সেই পরিকল্পনা সফল হল না।

আরও পড়ুন : সুনীল-সূর্য ডুবছে, বলছেন বিশেষজ্ঞরা

লিগ শীর্ষে থাকা মুম্বইয়ের কাছে হেরে লিগ তালিকার ১০ নম্বরেই থাকল লাল হলুদ। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। অন্যদিকে এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে লিগ শীর্ষে নিজেদের স্থান আরও পাকা করল মুম্বই সিটি এফসি। ১২ ম্যাচে ২৯ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা এটিকে মোহনবাগানের থেকে ৫ পয়েন্টে এগিয়ে মুম্বই। আগামী শুক্রবার এফসি গোয়ার বিরুদ্ধে নামছে এসসি ইস্টবেঙ্গল।

Next Article