এফএ কাপের তৃতীয় রাউন্ডে জয় রেড ডেভিলসদের
ওল্ড ট্র্যাফোডে শনিবার এফএ কাপের (FA Cup) তৃতীয় রাউন্ডের ম্যাচে ওয়াটফোর্ডকে (Watford) ১-০ গোলে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। লিগ কাপের সেমি ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটির কাছে হেরে যাওয়ার পর এফএ কাপের তৃতীয় রাউন্ডে জয় কিছুটা হলেও স্বস্তি দেবে স্লোকজারের দলকে।
Most Read Stories