এফএ কাপের তৃতীয় রাউন্ডে জয় রেড ডেভিলসদের

ওল্ড ট্র্যাফোডে শনিবার এফএ কাপের (FA Cup) তৃতীয় রাউন্ডের ম্যাচে ওয়াটফোর্ডকে (Watford) ১-০ গোলে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। লিগ কাপের সেমি ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটির কাছে হেরে যাওয়ার পর এফএ কাপের তৃতীয় রাউন্ডে জয় কিছুটা হলেও স্বস্তি দেবে স্লোকজারের দলকে।

| Edited By: | Updated on: Jan 10, 2021 | 5:33 PM
ম্যাচের ৫ মিনিটে গোল করে ম্যান ইউকে এগিয়ে দেন স্কট ম্যাকটোমিনে।

ম্যাচের ৫ মিনিটে গোল করে ম্যান ইউকে এগিয়ে দেন স্কট ম্যাকটোমিনে।

1 / 5
এদিনের ম্যাচে স্লোকজার দলে ৯টি পরিবর্তন করেন।

এদিনের ম্যাচে স্লোকজার দলে ৯টি পরিবর্তন করেন।

2 / 5
প্রথমার্ধের শেষে মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন ম্যাঞ্চেস্টারের ডিফেন্ডার এরিক বেলি।

প্রথমার্ধের শেষে মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন ম্যাঞ্চেস্টারের ডিফেন্ডার এরিক বেলি।

3 / 5
ম্যাচজুড়ে ম্যাঞ্চেস্টারের দাপট থাকলেও গোলসংখ্যা বাড়েনি।

ম্যাচজুড়ে ম্যাঞ্চেস্টারের দাপট থাকলেও গোলসংখ্যা বাড়েনি।

4 / 5
বুধবার ইপিএলে বার্নলির বিরুদ্ধে জিতলেই লিগ টেবিলের শীর্ষে পৌঁছে যাবে রেড ডেভিলসরা। (ছবি-টুইটার)

বুধবার ইপিএলে বার্নলির বিরুদ্ধে জিতলেই লিগ টেবিলের শীর্ষে পৌঁছে যাবে রেড ডেভিলসরা। (ছবি-টুইটার)

5 / 5
Follow Us: