ব্রাইটের বিশ্বমানের গোলেও জয় অধরা লাল-হলুদের

sushovan mukherjee |

Jan 06, 2021 | 10:54 PM

লাল-হলু জার্সিতে পরপর ২ ম্যাচে গোল ব্রাইট এনোবাখারের। এসসি ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া ম্যাচ শেষ ১-১ গোলে।

ব্রাইটের বিশ্বমানের গোলেও জয় অধরা লাল-হলুদের
বিশ্বমানের গোল করে ম্যাচের সেরা ব্রাইট। ছবি-আইএসএল।

Follow Us

গোয়া: তিলক ময়দানে ব্রাইট ম্যাজিক। আইএসএলের অন্যতম সেরা গোলটা এল লাল-হলুদের নাইজেরীয় স্ট্রাইকারের পা থেকে। গোয়ার চার ডিফেন্ডারকে হেলায় টেক্কা দিয়ে নিঁখুত প্লেসিংয়ে গোল করে গেলেন ইস্টবেঙ্গল জনতার নয়া হিরো। তিনি যে বড় জাতের স্ট্রাইকার তা প্রথম দিনেই বুঝিয়েছিলেন। বুধবার রাতে গোয়ার বিরুদ্ধে বিশ্বমানের গোল করে ব্রাইট বুঝিয়ে দিলেন তিনি বিপক্ষ ডিফেন্ডারদের ঘুম কাড়তে এসেছেন। এতকিছুর পরও তিন পয়েন্ট এল না এসসি ইস্টবেঙ্গলের। ব্রাইটের বিশ্বমানের গোলের দু মিনিটের মধ্যে সমতা ফেরাল এফসি গোয়া। ফলে এফসি গোয়ার বিরুদ্ধে  ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল ফাউলারের দলকে।

পিলকিংটন,মাগোমাকে ছাড়াই এফসি গোয়ার বিরুদ্ধে দল সাজিয়েছিলেন ফাউলার। শুরু থেকেই খেলেন ব্রাইট। প্রথমার্ধে দুই দলের কাছেই গোলের সুযোগ এসেছিল। গোলের সহজ সুযোগ নষ্ট করেন লাল-হলুদ অধিনায়ক ফক্স আর অ্যারন। অন্যদিকে একের পর এক দুরন্ত সেভ করে লাল-হলুদের দুর্গ রক্ষা করেন দেবজিৎ। আক্ষরিক অর্থেই এদিন সেভজিৎ হয়ে উঠেছিলেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই নাটকীয় মোড়। লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় এসসি ইস্টবেঙ্গল অধিনায়ক ড্যানি ফক্সকে। লালকার্ডের সিদ্ধান্ত নিয়ে অবশ্য বিতর্ক থাকছেই। ফের একবার কাঠগড়়ায় রেফারিং। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি পরিবর্ত হিসাবে মাগোমাকে মাঠে নামান ফাউলার। ৭৯ মিনিটে ব্রাইটের স্বপ্নের গোল। মাঝমাঠ থেকে বল পেয়ে একক প্রচেষ্টায় গোল করে দশ জনের লাল-হলুদকে লিড এনে দেন ব্রাইট। কিন্তু বিশ্বমানের গোলের রেশ কাটতে কাটতেই সমতা ফেরায় এফসি গোয়া। ফের একবার ডিফেন্সের দোষে ডুবতে হল ফাউলারের দলকে।

আরও পড়ুন:টানা ৩ ম্যাচ হেরে কোচ ছাঁটাই সুনীলদের

 

বুধবারের ম্যাচ ড্র করে ৯ ম্যাচে ৭ পয়েন্ট ইস্টবেঙ্গলের। লিগ তালিকার নয় নম্বরে উঠে এল তারা।শনিবার প্রথম লেগের শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে রবি ফাউলারের দল।

Next Article