FRA vs DEN Highlights: দুরন্ত এমবাপে, শেষ ষোলোর টিকিট সুনিশ্চিত ফ্রান্সের

| Edited By: | Updated on: Nov 27, 2022 | 12:25 AM

FRANCE vs DENMARK, FIFA world Cup 2022 Live Score Updates: দেখুন ফিফা বিশ্বকাপ ২০২২, গ্রুপ ডি-এর, ফ্রান্স বনাম ডেনমার্ক ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

FRA vs DEN Highlights: দুরন্ত এমবাপে, শেষ ষোলোর টিকিট সুনিশ্চিত ফ্রান্সের
গ্রাফিক্স: টিভি৯ বাংলা

দোহা: প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ জয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে কাতার বিশ্বকাপের সূচনা হয়েছে একদম মনের মতো। দলের তারকা মুখগুলি কিলিয়ান এমবাপে, অলিভিয়ের জিরো, আন্তোনিও গ্রিজম্যানরা প্রথম ম্যাচ থেকেই দারুণ ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন। অথচ এই দলটিই বিশ্বকাপের আগে ও প্রথম ম্যাচ পর্যন্ত চোট আঘাতে ভুগেছে। অস্ট্রেলিয়া ম্যাচের পর ছিটকে গিয়েছেন লুকাস হার্নান্ডেজ। একের পর এক ফুটবলার চোট পেয়ে ছিটকে গেলেও মনোবলে আঘাত লাগেনি দিদিয়ের দেশঁর দেশের। দ্বিতীয় ম্যাচেই তা স্পষ্ট। ডেনমার্কের রক্ষণ দেওয়াল ভেঙে দু’বার তাঁদের গোলে বল জড়ালেন কিলিয়ান এমবাপে। তাঁর বিক্রমে ড্যানিশদের ২-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের নকআউটে পৌঁছে গেল ফ্রান্স।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 26 Nov 2022 11:39 PM (IST)

    মেসিদের অগ্নিপরীক্ষা

    বিশ্বকাপে টিকে থাকতে হলে আজকের ম্যাচ জিততেই হবে আর্জেন্টিনাকে। মরণ বাঁচন ম্যাচে জ্বলে উঠবেন লিও মেসি? চোখ রাখুন লাইভ আপডেটে–

    ‘অভিশপ্ত’ লুসেইলে মেসির শেষ সুযোগ, হারলে বিদায়

  • 26 Nov 2022 11:34 PM (IST)

    শেষ ষোলোয় ফ্রান্স

    কাতার বিশ্বকাপের প্রথম দল হিসেবে শেষ ষোলোয় পৌঁছে গেল ফ্রান্স। প্রথম দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ডি-র শীর্ষে তারা।

  • 26 Nov 2022 11:27 PM (IST)

    ফ্রান্সের জয়

    এক হাড্ডাহাড্ডি লড়াই স্টেডিয়াম ৯৭৪-এ। ডেনমার্ক লড়াই দিলেও দুরন্ত কিলিয়ান এমবাপের কাছে ফিকে এরিকসেনরা। জোড়া গোল করে ফ্রান্সকে জেতালেন এমবাপে। ম্যাচের ফল ফ্রান্সের পক্ষে ২-১।

  • 26 Nov 2022 11:23 PM (IST)

    নির্ধারিত সময় পার

    ম্যাচের নির্ধারিত সময় পার। ৬ মিনিট অ্যাডেড টাইম। শেষ মুহূর্তে কি আরও নাটক অপেক্ষা করছে?

  • 26 Nov 2022 11:20 PM (IST)

    এমবাপের গোল

    ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার পাঁচ মিনিট আগে ফ্রান্সকে ফের এগিয়ে দিলেন কিলিয়ান এমবাপে। ২-১ এগিয়ে গেল ফ্রান্স।

  • 26 Nov 2022 11:16 PM (IST)

    দুরন্ত সেভ হুগো লরিসের

    ম্যাচের ৭৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ আসে ডেনমার্কের। জেসপার লিন্ডস্টর্মের শট দারুণভাবে রুখে দিলেন ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস। বিপন্মুক্ত ফ্রান্স।

  • 26 Nov 2022 11:00 PM (IST)

    সমতায় ফিরল ডেনমার্ক

    লিড ধরে রাখতে পারল না ফ্রান্স। পিছিয়ে পড়ার ৭ মিনিটের মধ্যে সমতায় ফিরল ডেনমার্ক। ৬৮ মিনিটে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের গোল। জমে উঠেছে খেলা। ফলাফল ১-১।

  • 26 Nov 2022 10:54 PM (IST)

    গোওওললল…

    ৬১ মিনিটে গোলের মুখ খুলল ফ্রান্স হার্নান্ডেজের অ্যাসিস্ট থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দিলেন কিলিয়ান এমবাপে।

  • 26 Nov 2022 10:45 PM (IST)

    দ্বিতীয়ার্ধের খেলা চলছে

    ম্যাচের ৫২ মিনিট অতিক্রান্ত। দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেনমার্কের গোলের কাছে পৌঁছে গিয়েছিলেন কিলিয়ান এমবাপে। ক্যাসপার স্কিমিচেলের বিশ্বস্ত হাত অঘটন ঘটতে দেয়নি। ম্যাচে ফল ০-০।

  • 26 Nov 2022 10:24 PM (IST)

    প্রথমার্ধ গোলশূন্য

    প্রথমার্ধের ফলাফল গোলশূন্য। যদিও প্রথমার্ধে উত্তেজনার অভাব ছিল না। প্রচুর সুযোগ তৈরি করেছে ফ্রান্স ও ডেনমার্ক দুই দলই। তবে কাজে লাগাতে ব্যর্থ দুই টিম। গোলের সুযোগ হাতছাড়া করেন জিরো। ডেম্বেলের কাট ব্যাক জোরে পুশ করায় সহজ সুযোগ মিস করেছেন এমবাপেও।

  • 26 Nov 2022 10:16 PM (IST)

    ক্য়াসপার স্কিমিচেলের অসাধারণ সেভ

    ক্রিস্টেনসেন এমাবাপেকে ফাউল করলে ফ্রি কিক পায় ফ্রান্স। ডান প্রান্তে ডেম্বেলেকে বল বাড়ান গ্রিজম্যান। ডেম্বলের ক্রস থেকে হেড ব়্যাবিয়টের। ডান দিকে ঝাঁপিয়ে বল বাইরে বের করে দেন ডেনমার্কের স্কিমিচেল।

  • 26 Nov 2022 09:53 PM (IST)

    ফ্রান্সের সুযোগ

    ম্যাচের ১০ মিনিটে প্রথম সুযোগ ফ্রান্সের। এমবাপের বাড়ানোর বল যায় থিও হার্নান্ডেজের কাছে। সেখান থেকে জিরো। বিপদ এড়িয়েছে ডেনমার্ক।

  • 26 Nov 2022 09:45 PM (IST)

    ধৈর্য পরীক্ষায় দুই দল

    ফ্রান্সের ধৈর্য পরীক্ষায় ডেনমার্ক। দেশঁ দলের ভুলের অপেক্ষায় ক্রিশ্চিয়ান এরিকসেনরা। দু একবার গোলের কাছাকাছি পৌঁছে গেলেও সাফল্য পাননি এরিকসেন।

  • 26 Nov 2022 09:32 PM (IST)

    কিক অফ

    স্টেডিয়াম ৯৭৪-এ শুরু ফ্রান্স-ডেনমার্ক ম্যাচ।

  • 26 Nov 2022 09:08 PM (IST)

    গা ঘামিয়ে নেওয়ার পালা

    পরের রাউন্ডের টিকিট পাকা করতে হবে। মাঠে নামার আগে কিলিয়ান এমবাপেরা।

  • 26 Nov 2022 08:40 PM (IST)

    ডেনমার্কের লাইন আপ

    কাতার বিশ্বকাপে প্রথম জয়ের লক্ষ্যে ডেনমার্ক।

  • 26 Nov 2022 08:38 PM (IST)

    ফ্রান্সের লাইন আপ

    শেষ ষোলোর লক্ষ্যে দল সাজিয়েছেন কোচ দিদিয়ের দেশঁ। চোট সারিয়ে সুস্থ রাফায়েল ভারানে।

Published On - Nov 26,2022 8:30 PM

Follow Us: