GER vs JPN, Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন বিশ্বকাপে জার্মানি বনাম জাপানের ম্যাচ
Germany vs Japan, FIFA world Cup 2022 Live Match Score: জার্মানির বিশ্ব কাপ যাত্রা শুরু হবে আগামীকাল। প্রতিপক্ষ জাপান।

দোহা: শুরু হয়ে গিয়েছে কাতার বিশ্বকাপ। ১৮ নভেম্বর অবধি গোটা বিশ্ব ডুবে থাকবে কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022)। দেশ-বিদেশের ফুটবল প্রেমীদের জন্য এ বারের বিশ্বকাপ আলাদা হতে চলেছে। করোনার পর এই প্রথম ফুটবল বিশ্বকাপ হচ্ছে। ধারা বদলে এ বার জুন-জুলাইয়ে নয়, বিশ্বকাপ হচ্ছে শীতকালে। মোট ৩২ টি দল অংশ নিয়েছে এ বারের বিশ্বকাপে। আগামীকাল রয়েছে জার্মানির (Germany) প্রথম ম্যাচ। প্রতিপক্ষ জাপান (Japan)। এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচে জার্মানি পাবে না তারকা ফুটবলার লেরয় সানেকে। হাঁটুর চোটের কারণে সানেকে পাওয়া যাবে না বিশ্বকাপের প্রথম ম্যাচে। গত বারের বিশ্বকাপের পারফরম্যান্স এ বার আর চায় না জার্মানি। সে বার গ্রুপ স্টেজ থেকে বিদায় নিয়েছিল জার্মানি। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন ও কীভাবে দেখবেন বিশ্বকাপে জার্মানি বনাম জাপানের ম্যাচ। উল্লেখ্য, গ্রুপ-ই-তে রয়েছে জার্মানি ও জাপান। এই নিয়ে মোট ২০ বার বিশ্বকাপে অংশ নিচ্ছে জার্মানি। অন্যদিকে জাপানের এটি সপ্তম বিশ্বকাপ।
এ বারের ফুটবল বিশ্বকাপে জার্মানি বনাম জাপানের ম্যাচটি কবে হবে?
এ বারের ফুটবল বিশ্বকাপে জার্মানি বনাম জাপানের ম্যাচটি আগামীকাল বুধবার (২৩ নভেম্বর) হবে।
কাতার বিশ্বকাপে জার্মানি বনাম জাপানের ম্যাচটি কোথায় হবে?
কাতার বিশ্বকাপে জার্মানি বনাম জাপানের ম্যাচটি খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে।
ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপে জার্মানি বনাম জাপানের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপে জার্মানি বনাম জাপানের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে।
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে জার্মানি বনাম জাপানের ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
কাতার বিশ্বকাপে জার্মানি বনাম জাপানের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি বিশ্বকাপে জার্মানি বনাম জাপানের ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
কাতার বিশ্বকাপে জার্মানির স্কোয়াড —
গোলকিপার : ম্যানুয়েল ন্যুয়ের, মার্ক আন্দ্রে টের স্টেগান, কেভিন ট্রাপ
ডিফেন্ডার : আর্মেল বেলা-কোচাপ, মাতিয়াস জিন্টার, ক্রিশ্চিয়ান গান্টার, তিলো কেহরার, লুকাস ক্লস্টেরমান, ডেভিড রম, আন্তনিও রুডিগার, নিকো শটেরবেক, নিক্লাস সুলে
মিডফিল্ডার : জুলিয়ান ব্র্যান্ড, লিও গোরেৎজকা, ইকে গুন্ডোয়ান, জোনাস হফম্যান, জোশুয়া কিমিচ, জামাল মুসিয়ালা
ফরোয়ার্ড : করিম আদেমি, নিক্লাস ফুলক্রু, সার্জ ন্যাব্রি, মারিও গোৎসে, কাই হাভার্ৎজ, ইউসুফা মৌকোকো, থমাস মুলার, লেরয় সানে
