TV9 বাংলা ডিজিটাল – সব চলছিল ভালোয় ভালোয়। আর মাত্র কয়েক দিনের মধ্যেই শুরু হতে চলেছে ভারতীয় ফুটবলের মিলিয়ন ডালর লিগ। কিন্তু হঠাৎ করেই সমস্যা তৈরি হল আইএসএল আয়োজন নিয়ে। সৌজন্যে গোয়া কংগ্রেস। আইএসএল আয়োজন নিয়ে হুঁশিয়ারি দিয়েছে হাত শিবির। পাঞ্জিমে সোমবার এক সাংবাদিক সম্মেলন করে গোয়া কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টের পরিবহণ ব্যবস্থা গোয়ারই কোনও স্থানীয় এজেন্সিকে দিতে হবে। বাতিল করতে হবে বর্তমান সংস্থার সঙ্গে চুক্তি।
বর্তমানে আইএসএলের লজিস্টিক সংক্রান্ত পরিষেবার দায়িত্বে রয়েছে বেঙ্গালুরুর একটি সংস্থা। সোমবার সাংবাদিক সম্মেলনে গোয়া প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সংকল্প আমোনকর জানিয়েছেন, ‘কোভিড পরিস্থিতির জন্য সব সরকারের উচিত স্থানীয় মানুষের জন্য চিন্তা করা। আইএসএলের পরিবহণ ব্যবস্থার দায়িত্ব স্থানীয় কোনও সংস্থার হাতে থাকলে গোয়ার একটি শ্রেণীর মানুষ কিছু উপার্যনের মুখ দেখতে পারেন। কিন্তু সরকার সেটা করেনি। গোয়ার বদলে চুক্তি করা হয়েছে বেঙ্গালুরুর একটি সংস্থার সঙ্গে।’
এই পরিস্থিতিতে গোয়া কংগ্রেসের পক্ষ থেকে সরকারকে চার দিন সময় দেওয়া হয়েছে। এই চার দিনের মধ্যে স্থানীয় সংস্থার হাতে দায়িত্ব তুলে না দেওয়া হলে আইএসএলর সব কটি ম্যাচেই গোটা কংগ্রেস বিরোধ প্রদর্শন করবে। এবং টুর্নাম্নেট আয়োজনে বাধআ সৃষ্টি করবে তারা। গোয়া কংগ্রেসের এই হুঁশিয়ারির পর কিছুটা হলেও চাপে আয়োজকরা। গত সপ্তাহেই স্থানীয় বাস ও ট্যাক্সি সংস্থার পক্ষ থেকেও একই দাবি করা হয়েছিল। তখন আসরে নামতে হয়েছিল গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। এবার কংগ্রেসের হুঁশিয়ারির পর রাজ্যের প্রশাসন ও আয়োজকরা কোন পথে হাঁটেন সেটাই দেখার।