বছর শেষে আইএসএলে রুদ্ধশ্বাস জয় এফসি গোয়ার

sushovan mukherjee |

Dec 31, 2020 | 10:33 AM

আইএসএলে দুরন্ত জয় এফসি গোয়ার। ৮৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও দুরন্ত জয় ছিনিয়ে নিলেন ইগর অ্যাঙ্গুলোরা। হায়দরাবাদ এফসিকে ২-১ গোলে হারিয়ে আইএসএলের তালিকায় ৩ নম্বরে উঠে এল গোয়া। ইনজুরি টাইমে গোল করে গোয়ার জয়ের নায়ক স্প্যানিশ অ্যাঙ্গুলো।

1 / 5
বছর শেষে আইএসএলে রুদ্ধশ্বাস জয় এফসি গোয়ার।

বছর শেষে আইএসএলে রুদ্ধশ্বাস জয় এফসি গোয়ার।

2 / 5
৫৮ মিনিটে আরিদানে সান্তানার গোলে এগিয়ে যায় হায়দরাবাদ।

৫৮ মিনিটে আরিদানে সান্তানার গোলে এগিয়ে যায় হায়দরাবাদ।

3 / 5
৮৭ মিনিটে গোয়াকে সমতায় ফেরান তরুণ স্ট্রাইকার ইশান পন্ডিতা। পরিবর্ত হিসাবে মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই গোল করেন ইশান।

৮৭ মিনিটে গোয়াকে সমতায় ফেরান তরুণ স্ট্রাইকার ইশান পন্ডিতা। পরিবর্ত হিসাবে মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই গোল করেন ইশান।

4 / 5
ইনজুরি টাইমে গোয়াকে দুরন্ত এনে দেন স্প্যানিশ স্ট্রাইকার ইগর অ্যাঙ্গুলো।

ইনজুরি টাইমে গোয়াকে দুরন্ত এনে দেন স্প্যানিশ স্ট্রাইকার ইগর অ্যাঙ্গুলো।

5 / 5
৯ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা এই মুহুর্তে অ্যাঙ্গুলোই। স্প্যানিশ স্ট্রাইকারের ৯ গোলের মধ্যে ৪ গোলেই এসেছে ইনজুরি টাইমে।

৯ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা এই মুহুর্তে অ্যাঙ্গুলোই। স্প্যানিশ স্ট্রাইকারের ৯ গোলের মধ্যে ৪ গোলেই এসেছে ইনজুরি টাইমে।

Next Photo Gallery